সোশ্যাল মিডিয়া(social media) একটি জনপ্রিয় মাধ্যম যা নিমেষেই বহু মানুষকে পরিচিতি দিয়ে চলেছে। আজকাল যেকোনো কাজের ভিডিও বানিয়েই সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিলেই মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। যেখানে যে কেউ নিজের কাজ, শখ বা অভিজ্ঞতা শেয়ার করে তাতেই পরিণত হয় রাতারাতি এক তারকায় । এর ফলে উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে বিভিন্ন মানুষ। শুধু উন্নতি নয় আয় হচ্ছেও প্রচুর পরিমাণে। ফুড ব্লগিং হয়ে উঠেছে এখনকার নতুন ট্রেন্ড।
ঠিক এমনভাবেই সোশ্যাল মিডিয়ার দ্বারা ভাইরাল হয়েছিলেন রাজুদা এবং তার পকেট পরোটা। রাস্তার ধারে একটু দোকানে পরোটা বানিয়ে রাতারাতি নজর কেড়েছিলেন নেটিজেনদের। রাজু দা, যিনি ছোট্ট একটা দোকানে পরোটা বিক্রি করতেন, আজ সবার কাছে পরিচিত হয়ে উঠেছেন। শিয়ালদা চত্বরে ছোট্ট এক দোকান ছিল তার। কিন্তু তার পরোটার স্বাদ আর তরকারির সাথে এক অদ্ভুত কম্বিনেশন মানুষকে টানতে থাকে। তার ২০ টাকায় তিনটি পরোটা আর আনলিমিটেড তরকারির অফার ছিল দারুণ জনপ্রিয়। হাজারো মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন রাজু দা।
“রাজুদার পকেট পরোটা” (রাজুর পকেট পরোটা) বাঙালি খাবারের একটি জনপ্রিয় খাবার হিসেবে পরিচিতি লাভ করেছে। এটি এক ধরণের পরোঠাকে বোঝায়, যা একটি ফ্ল্যাট রুটি, “পকেট” নামটি এসেছে পরোটা যেভাবে ভাঁজ করা হয়, তা থেকে এসেছে, এটি একটি পকেটের মতো, যাতে শাকসবজি, মাংস বা পনিরের মতো ভরাট থাকে।
তবে সম্প্রতি পকেট পরটা নিয়ে নয় অন্য এক বিষয় নিয়ে ভাইরাল হচ্ছেন রাজুদা। আর এই বিষয়টি হলো গান। ইউটিউবার প্রিয়ম ঘোষের সঙ্গে একটি কোলাবরেশন ভিডিওতে গান গাইতে দেখা যাচ্ছে রাজু দা কে। ‘ও মধু’ গানের রিক্রিয়েশন করে ভাইরাল হচ্ছে সেই ভিডিও। এই ভিডিওর সামনে আসতেই কটাক্ষের মুখে পড়তে হচ্ছে রাজুদা কে। এতদিন দীর্ঘ পরিশ্রমের মাধ্যমে নিজের পরোটাকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছিলেন তিনি কিন্তু হঠাৎ একটু পরিচিতি লাভ করতেই গান গেয়ে নেচে ভিডিও বানাচ্ছেন, সেই ব্যাপারটা মোটেই ভালো চোখে দেখছে না অনেকেই।
রাজু দার জীবন একটা চমৎকার উদাহরণ, যেখানে কঠোর পরিশ্রম, স্বপ্ন এবং উদ্যোগের মাধ্যমে একজন সাধারণ মানুষ তার ছোট্ট একটি খাবারের দোকান থেকে সারা শহরের আলোচনার কেন্দ্রে পরিণত হতে পারে। এখন, অনেকেরই বক্তব্য যে জিনিসটা রাজুদা পারেনা সেটা কেন করতে যাচ্ছেন। আবার একজন লিখেছে, ‘পতন শুরু হয় আমার মন্তব্য চিহ্নিত করুন’। অর্থাৎ রাজুদার এই গান গাওয়াটা একদল নেটিজেন মোটেই পছন্দ করছেন না। তবে এই বিষয়ে রাজুদা কোন মন্তব্য প্রকাশ করেনি। এখন দেখার বিষয় রাজুদা কি সত্যিই গান গেয়ে বেছে নিচ্ছে তার পরবর্তী ভবিষ্যৎ হিসেবে।