জবর খবর! এবার বাস্তব জীবনে বিয়ের পিঁড়িতে রাঙামতির নায়ক!

টলিপাড়ায় নতুন জুটির প্রেমের গল্প প্রকাশ্যে এল। দীর্ঘদিন ধরে নিজেদের সম্পর্ক ব্যক্তিগত রাখলেও এবার নিজেই স্বীকার করলেন অভিনেত্রী আয়েন্দ্রী রায় ও অভিনেতা নীলাঙ্কুর মুখোপাধ্যায়। তাঁদের প্রেমের গুঞ্জন আগেই ছড়িয়েছিল, তবে এবার তাঁরা নিজেরাই নিশ্চিত করলেন সম্পর্কের কথা। শুধু স্বীকারই নয়, তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে নীলাঙ্কুর জানালেন, আয়েন্দ্রী অত্যন্ত সংবেদনশীল একজন মানুষ, তাই প্রতিটি পদক্ষেপ খুব ভেবেচিন্তে নেন। তিনি আশাবাদী যে বিয়ের পরেও তাঁদের সম্পর্কের রসায়ন একই রকম থাকবে। এই জুটি জানিয়েছেন, চলতি বছরেই তাঁরা বাগদান সারতে চলেছেন। আর বিয়ে? সেই পরিকল্পনাও পাকা। আগামী বছর আইনি বিয়ে করবেন তাঁরা।

আয়েন্দ্রী জানান, তাঁদের দুই পরিবারই এই সম্পর্ককে মেনে নিয়েছে এবং পরিবারের পূর্ণ সম্মতি রয়েছে। বর্তমানে ভালো কিছু কাজের সুযোগ এসেছে, আর সেগুলো শেষ হলেই তাঁরা আনুষ্ঠানিকভাবে বাগদান সারবেন।

প্রসঙ্গত, আয়েন্দ্রী আগেই জানিয়েছিলেন যে, গত দুই বছর ধরে তিনি ও নীলাঙ্কুর সম্পর্কে রয়েছেন। তবে তাঁর মা কিছুটা রক্ষণশীল হওয়ায় এতদিন বিষয়টি গোপন রেখেছিলেন। তবে ২০২৫ তাঁদের কাছে শুভ বছর বলে মনে হওয়ায় এবার নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন।

অবাক করার মতো বিষয় হলো, এই জুটি কখনও একসঙ্গে অভিনয় করেননি। আয়েন্দ্রী যখন আলতা ফড়িং ধারাবাহিকে কাজ করছিলেন, তখন নীলাঙ্কুর ব্যস্ত ছিলেন কন্যাদান সিরিয়ালে। সেই সময় প্রথমবার তাঁদের দেখা হয়, যা বন্ধুত্ব এবং পরে প্রেমে পরিণত হয়।

বর্তমানে আয়েন্দ্রী অভিনয় করছেন ফুলকি ধারাবাহিকে, যেখানে তিনি খল চরিত্রে রয়েছেন। এর আগে তিনি তিতলি ও আলতা ফড়িং-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন। অন্যদিকে, নীলাঙ্কুরকে বর্তমানে রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকে প্রধান চরিত্রে দেখা যাচ্ছে।

আরও পড়ুনঃ টিআরপি তালিকায় সমানে সমানে টক্কর! জি বাংলা না জলসা এগোলো কে? ফের এই সপ্তাহে বাজিমাত পরিণীতার!

ভক্তরা এই নতুন জুটির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উচ্ছ্বসিত, আর তাঁদের বাগদানের খবরের অপেক্ষায় রয়েছেন।

You cannot copy content of this page