সৌমিতৃষা নয় দারুণ অভিনযয়ে দেবের মন জিতেছেন ইধিকা! পেলেন ‘রঘু ডাকাতে’ কাজের সুবর্ণ সুযোগ!

কিছুদিন আগেই দেব এর ‘খাদান’ এ নজরকাড়া অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জিতেছে ইধিকা পাল। দেব (Dev) অভিনীত ও ধ্রুব বন্দ্যোপাধ্যায় (Dhrubo Banerjee) পরিচালিত নতুন ছবি ‘রঘু ডাকাত’ নিয়ে ইতিমধ্যেই উন্মাদনা শুরু হয়েছে টলিউডে। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ও এসভিএফ-এর যুগ্ম প্রযোজনায় তৈরি হচ্ছে এই পিরিয়ড ড্রামা, যা মুক্তি পাবে আসন্ন দুর্গাপুজোর সময়।

সদ্যই সোশ্যাল মিডিয়ায় দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফে ঘোষণা করা হয়েছে, ছবিতে দুই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন সোহিনী সরকার (Sohini Sarkar)ইধিকা পাল (Idhika Paul)। দেবের সঙ্গে এটি ইধিকার দ্বিতীয় ছবি, কারণ এর আগে তাঁকে দেখা গিয়েছে ‘খাদান’ ছবিতে। অন্যদিকে, ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এটি সোহিনী ও ইধিকা— দুজনেরই প্রথম কাজ।

ইধিকা পাল প্রথমবার টলিউডে পা রাখেন ‘খাদান’ ছবির মাধ্যমে, যেখানে তাঁর অভিনয় দারুণ প্রশংসিত হয়। সেই ছবিতেই দেবের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি, যা দর্শকদের বেশ ভালো লাগে। তাঁর অভিনয়ে মুগ্ধ হয়ে এবার ‘রঘু ডাকাত’ ছবিতে সুযোগ পেলেন ইধিকা। অন্যদিকে ছোট পর্দা জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুও দেবের সঙ্গে অভিনয় করেছিলেন ‘প্রধান’ ছবিতে। এতদিন সৌমীতৃষার সঙ্গে দেবের জুটি নিয়ে চর্চা ছিল, কিন্তু এবার ইধিকার অভিনয় দর্শকদের নজর কেড়েছে।

অভিনেত্রী সোহিনী সরকার ইতিমধ্যেই টলিউড ও বলিউডে নিজের জায়গা পাকা করে নিয়েছেন। বিভিন্ন ধরনের চরিত্রে নজর কাড়ার পাশাপাশি, পিরিয়ড ড্রামাতেও তিনি দক্ষতার প্রমাণ দিয়েছেন। এবার তাঁকে দেখা যাবে ‘রঘু ডাকাত’-এ একটি গুরুত্বপূর্ণ ভূমিকায়। তবে ঠিক কোন চরিত্রে অভিনয় করবেন তিনি ও ইধিকা, সে বিষয়ে এখনই মুখ খুলতে চাননি নির্মাতারা।

পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় বরাবরই পিরিয়ড ড্রামার প্রতি আকৃষ্ট। তাঁর আগের ছবিগুলোর মধ্যে ‘গোলন্দাজ’, ‘দুর্গেশগড়ের গুপ্তধন’ বিশেষভাবে জনপ্রিয় হয়েছে, যেখানে ঐতিহাসিক ও অ্যাডভেঞ্চারের সংমিশ্রণ ছিল। তাঁর ছবি তৈরি করার ধরন বরাবরই পারিবারিক ও ছোটদের উপযোগী হয়। এবিপি লাইভকে দেওয়া এক সাক্ষাৎকারে ধ্রুব বলেন, তিনি একসঙ্গে একাধিক প্রজেক্টে কাজ করতে পারেন না। একটি ছবি শেষ করেই পরবর্তী ছবির কাজে হাত দেন।

আরও পড়ুনঃ ফিরছে কিঞ্জল! ফাঁস হবে এবার আসল সত্যি! উদয় নয়, কিঞ্জলের চরিত্রে এবার দেখা মিলবে কার?

ধ্রুবর শেষ ছবি ‘বগলমামা জুগ জুগ জিও’, যেখানে খরাজ মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। সেই ছবির পর এবার তিনি ফিরছেন ‘রঘু ডাকাত’ নিয়ে। এটি দেবের সঙ্গে তাঁর দ্বিতীয় ছবি, এর আগে তাঁরা একসঙ্গে কাজ করেছেন ‘গোলন্দাজ’-এ। ‘খাদান’-এ দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ইধিকা ‘রঘু ডাকাত’-এ সুযোগ পেলেন, যা তাঁর ক্যারিয়ারের জন্য বড় মাইলফলক হতে চলেছে। এখন শুধু অপেক্ষা, দেব, সোহিনী ও ইধিকার দুর্দান্ত অভিনয়ের সাক্ষী হওয়ার!

You cannot copy content of this page