সুধা নিয়ে এলো লক্ষ্মী মূর্তি! ডাকাতদের হাত থেকে প্রাণে বেঁচে ফিরল তেজ-সুধা! লক্ষ্মী মূর্তি দেখে দারুণ খুশি ঠাম্মি

স্টার জলসা ‘শুভ বিবাহ’ (Subho Bibaho) সিরিয়ালের চলছে রুদ্ধশ্বাস পর্ব। গল্পের শুরুতেই দেখা যায় সুধা প্রেগনেন্ট হয়ে গিয়েছে, সব ডাকাতদের এই কথাই বলতে থাকে। কিন্তু, সুধার বলা মিথ্যেটাকে ইমন আনে আর বলে, ‘সুধা যেগুলো বলছে সব মিথ্যে। সুধার কথার উপর নির্ভর করে আপনারা কখনোই ভাববেন না যে সুধা মা হচ্ছে”। সুধা যে মা হচ্ছে না এই কথা ডাকাতদের বোঝানোর চেষ্টা করে। এই শুনে ডাকাতেরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে।

কোন ডাকাতদের কথোপকথনের মাঝে সুধা তার ফোন থেকে লোকেশনটা পাঠিয়ে দেয়। এদিকে আবার বাড়িতে চলে আসা অফিসাররা বলে যে তেজবাবুদের গাড়িটা জঙ্গল থেকে সরিয়ে আনা হয়েছে। এক কথায় বলে দিতে পারে ডাকাতেরা তেজদের কিডন্যাপ করেছে। এই শুনে তেজের মায়ের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় আর বলে “কি বলছেন টা কি? না না এরকম কিছু হতে পারে না। আমার মনে হয় তোমার কোথাও একটা ভুল হচ্ছে”। অফিসারকে ভুল প্রমাণিত করার চেষ্টা করে তেজের মা।

Subho Bibaho today episode 30th January

অন্যদিকে, সুধার পাঠানো লোকেশন দেখতে পায় ঝিনুক এবং সবাই ব্যবস্থা করতে থাকে কি করে তাদের উদ্ধার করা যাবে। এই সময় অনিমেষ ইন্দ্রজিৎকে বলতে থাকে “জানো তো বাবা ঝিনুকের সাথে সমুদ্রের বিয়েটা হয়নি। ওরা মিথ্যে স্বামী-স্ত্রীর নাটক করছে”। এটা শুনে অবাক হয়ে যায় ইন্দ্রজিৎ। এই সময় অনিমেষ বলে ‘এই কথাটা মায়ের সামনে বলতে হবে আর সমস্ত সত্যিটা প্রমাণ করে দিতে হবে’। সুতা যে এইসবের পিছনে রয়েছে তা অনিমেষ প্রমাণ করতে চায়।

এর মধ্যে দেখা যায় জ্যোৎস্না উজ্জ্বলের জন্য চিন্তা করতে থাকে। খোঁজ নিয়ে জানতে পারি উজ্জ্বল নদীয়ার কোন একটা বাড়িতে গেছে। কিন্তু উজ্জলের যে নদীয়ায় কোনো চেনা জানা রয়েছে তা জ্যোৎস্না জানতো না। তাই জ্যোৎস্না ভাবে যেভাবেই হোক তাঁকে সত্যিটা খুঁজে বার করতে হবে যে উজ্জ্বল নদীয়ায় কোথায় গেছে? এর মধ্যেই আবার তেজকে বলতে দেখা যায় “সুধা এইভাবে আমরা মুক্তি পাব না”।

আরও পড়ুনঃ ‘প্যান্টটা পরার কি দরকার ছিল খুলে ফেললেই ভালো হতো’, সোশ্যাল মাধ্যমে নোংরা কটাক্ষের শিকার স্বীকৃতি! দিলেন পাল্টা জবাব

এরপর, এরপর টাকা দিলে বলে যাও তুমি ওই মায়ের প্রতি ছুঁয়ে বলো যে তুমি মা হতে চলেছে। অবশেষে দেখা যায় ঝিনুক চলে এসেছে তে এবং সুধাকে বাঁচাবে বলে। ঝিনুক কথা বলতে থাকে আর ডাকাতেরা ভাবে এটা স্বয়ং মা কালী কথা বলছে। আবার স্বার্থের মা ভাবছে যদি কি হচ্ছে? কিছু জানতে পারছি না এরই মধ্যে সুধারা বাড়ি ফিরে আসে।

You cannot copy content of this page