বাংলা টেলিভিশনের জনপ্রিয় চ্যানেল আকাশ আট সম্প্রতি সাহিত্যের সেরা গল্পগুলো পর্দায় তুলে ধরতে ‘সাহিত্যের সেরা সময়’ শিরোনামে একটি বিশেষ সিরিজ শুরু করেছে। এই সিরিজের অধীনে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কালজয়ী গল্প ‘বউ চুরি’ ধারাবাহিক আকারে উপস্থাপিত হয়েছিল।
সেইসময় এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে ছিলেন রিয়াজ লস্কর, আয়ন্যা চ্যাটার্জী ও তানিষ্কা তিওয়ারি প্রধান চরিত্রে অভিনয় করেছেন। কুণাল সিংহ রায়ের চরিত্রে ‘গাঁটছড়া’ ধারাবাহিকে নজর কাড়ার পর, দীর্ঘদিন ছোট পর্দা থেকে বিরতি নিয়েছিলেন রিয়াজ লস্কর। প্রায় দেড় বছর পর আবার তিনি ফিরছিলেন ‘বউ চুরি’-তে, যেখানে তাঁর বিপরীতে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অয়না চ্যাটার্জি। এবং গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন তানিষ্কা তিওয়ারি।
‘বউ চুরি’ ধারাবাহিকটি ১৫০টি পর্বের সফল প্রচারের পর সম্প্রতি শেষ হয়েছে। আকাশ আটের ডিরেক্টর প্রিয়ঙ্কা বরদিয়া জানিয়েছেন, ‘দর্শকদের কাছ থেকে যে ভালবাসা আমরা পেয়েছি, তার জন্য আমরা ধন্য।’ সেই ধারাবাহিকে তানিষ্কা তিওয়ারি নিজের অনবদ্য অভিনয়ের জন্য দর্শকদের ভালোবাসা পেয়েছিলেন।
তানিষ্কা তিওয়ারি অভিনীত ‘বউ চুরি’ ধারাবাহিকটি সম্প্রতি শেষ হয়েছে। এরপরই আরেকটি খুশির খবর ভক্তদের সঙ্গে ভাগ্য করে নিয়েছেন তানিষ্কা। তিনি ১২ ফেব্রুয়ারি থেকে নৈনিতালে একটি হিন্দি সিনেমার শুটিং শুরু করতে চলেছেন। এই খবর সামনে আসতেই সকলেই এই খুদে শিল্পীকে অনেক অভিনন্দন জানিয়েছেন।
আরও পড়ুনঃ সুধা নিয়ে এলো লক্ষ্মী মূর্তি! ডাকাতদের হাত থেকে প্রাণে বেঁচে ফিরল তেজ-সুধা! লক্ষ্মী মূর্তি দেখে দারুণ খুশি ঠাম্মি
জানা গেছে, তাঁর সঙ্গে জিমি শেরগিল, দিব্যা দত্ত এবং আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করছেন। এই সিনেমায় তানিষ্কা প্রধান ও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করছেন। সেক্ষেত্রে তার অভিনয় কতটা সফল হবে এবং দর্শকদের মনে দাগ কাটবে সেটাই দেখার অপেক্ষায়।