মুসলমানরা নিজেদের মুসলমান বলতে সংকোচ বোধ করেন না! কিন্তু বাঙালি হিন্দুরা সর্বসমক্ষে নিজেকে হিন্দু বলতে ইতস্তত বোধ করেন! এটাই আমি পছন্দ করি না অকপট অঞ্জনা

বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম সেরা অভিনেত্রী অঞ্জনা বসু (Anjana Basu)। তাঁকে রাশভারী, ব্যক্তিত্বময়ী অভিনেত্রীর মনের জোর অসীম। তাঁর অভিনয় যেমন নজরকাড়া, ব্যক্তিগত জীবনেও তিনি সুপটু, উজ্জ্বল। তবে এই জায়গায় আসতে অনেক লড়াই করতে হয়েছে তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কঠিন দিনগুলির কথা তুলে ধরলেন অঞ্জনা বসু।

কঠিন অসুস্থতায় একা লড়েছেন অঞ্জনা!

একাধিক সিরিয়াল ও সিনেমায় ব্যক্তিত্বময়ী এই অভিনেত্রীকে দেখা গেছে। বর্তমানে তিনি নিজের কর্মজীবন নিয়ে ব্যস্ত। তবে জীবনের লড়াইতে তিনি সব সময়ই হাসিমুখে লড়ে গেছেন। তিনি রাজনীতিতে নামার পর তাঁর উপর আঘাত এসেছে তা বলাই যায়। বাড়ির কাঁচগুলো ভেঙে ফেলা হয়েছিল। সাক্ষাৎকারে জানালেন অঞ্জনা বসু।

একইসঙ্গে হিন্দুত্ববাদ নিয়েও যথেষ্ট সোচ্চার অভিনেত্রী। তার স্পষ্ট কথা মুসলমানরা যখন নিজেদেরকে মুসলমান বলতে সংকোচ বোধ করে না, তাহলে হিন্দুরা কেন সর্বসম্মুখে নিজেদের হিন্দু বলতে সংকোচ বোধ করে?

অভিনেত্রী অঞ্জনা বসুর যে কতখানি মনের জোর, তা অনেকেই জানেন না। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে তিনি বিজেপীর প্রার্থীর পদে সোনারপুর থেকে লড়েছিলেন তৃণমূলের প্রার্থী অভিনেত্রী লাভলি মৈত্রর বিরুদ্ধে। সেই ভোটে তিনি লাভলির কাছে হেরেওছিলেন। হাড্ডাহাড্ডি লড়াই থাকা সত্ত্বেও তিনি নির্বাচনে হেরে কোনো কটু কথা শোনান নি।

নিজের অদম্য লড়াইয়ের কথা সাক্ষাৎকারে উল্লেখ করেছিলেন অঞ্জনা। তিনি জানান যে, যখন শারীরিকভাবে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন তখন তিনি দিন গুনতেন। আর জীবনেও কল্পনা করতে পারেননি যে তিনি উঠে-বসে সকলের সঙ্গে কথা বলতে পারবেন। একদিন ঠিকই সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। ফিরে এসেছিলেন কাজে।

আরও পড়ুনঃ নায়ক-নায়িকা থেকে সোজা মা-ছেলে! হজম হচ্ছে না দর্শকদের, তীব্র কটাক্ষের মুখে দাঁড়িয়ে নতুন সম্পর্কের সমীকরণ নিয়ে কী বললেন ‘চিরসখা’র রাজা?

অভিনেত্রী বলেন, এক সময় তার সুশান্ত সিং রাজপুতের সঙ্গে কাজ করার কথা ছিল। কিন্তু পরবর্তীকালে তিনি একদিন সংবাদপত্র থেকে জানতে পারেন, সেই চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। যদিও অঞ্জনা বসু এ বিষয়ে কিছুই জানতে পারেননি। আজও নিজের ঘর, গৃহস্থলী গুছিয়ে রাখেন অঞ্জনা। জীবনকে গুছিয়ে রাখার ছন্দ বোঝেন তিনি।