‘সিনেমা, সিরিজে নেই তাই সিরিয়ালে ফিরছি’, ধারাবাহিকের পর্দায় ফেরা নিয়ে মন্তব্য জনপ্রিয় টেলি অভিনেত্রীর

দীর্ঘ দুই বছরের বিরতির পর আবারও বাংলা টেলিভিশনের পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা। যদিও এর মধ্যেই তিনি স্টার জলসার ‘লাভ বিয়ে আজকাল’ ধারাবাহিকে স্বল্প সময়ের জন্য উপস্থিত হয়েছিলেন, তবে তা ছিল মুখ্য চরিত্র। কিন্তু এবার অপেক্ষার অবসান, যা তার অনুরাগীদের জন্য বড় খবর।

টেলিভিশন থেকে দূরে থাকার এই সময়টায় তৃণা ব্যস্ত ছিলেন একের পর এক সিনেমা ও ওয়েব সিরিজের কাজ নিয়ে। তবে, এবার তিনি ফিরছেন ছোটপর্দায়, আর এই ফেরার নেপথ্যে রয়েছেন সেই মানুষটি, যিনি একসময় তাকে প্রথম সুযোগ দিয়েছিলেন টেলিভিশনে—প্রযোজক ও পরিচালক স্নেহাশিস চক্রবর্তী।

২০১৬ সালে ‘খোকাবাবু’ ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় পা রেখেছিলেন তৃণা। সেটিই ছিল তার কেরিয়ারের বড় ব্রেক। সেই সময় দর্শকের কাছে দারুণ জনপ্রিয়তা পেয়েছিল ধারাবাহিকটি, আর তৃণার অভিনয়ও প্রশংসিত হয়েছিল। এবার আবারও স্নেহাশিস চক্রবর্তীর প্রযোজনায় ফিরতে পেরে দারুণ উচ্ছ্বসিত তিনি।

সম্প্রতি এই সময় এক সাক্ষাৎকারে তৃণা জানান, “আমি কখনও ভাবিনি যে টেলিভিশনে আর ফিরব না। আর এখন তো এমন নয় যে আমার হাতে প্রচুর কাজ রয়েছে, তাই টেলিভিশনের অফার ফিরিয়ে দিতে পারব। সিনেমা ও ওয়েব সিরিজের কিছু কাজের অফার এসেছিল, কিন্তু হয় তারা আমাকে উপযুক্ত মনে করেনি, অথবা আমি নিজেই কিছু স্ক্রিপ্ট বা চরিত্র পছন্দ করিনি। তাছাড়া, সিনেমা তৈরি হলেও তার মুক্তি পাওয়া নিয়ে সবসময় নিশ্চয়তা থাকে না। তাই ভাবলাম, কেন টেলিভিশনে ফিরব না?”

প্রযোজক-পরিচালক স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে তৃণা বলেন, তার সঙ্গে কাজ করাটা সবসময়ই স্বস্তিদায়ক। তার মতে, স্নেহাশিস চক্রবর্তী শুধুমাত্র একজন প্রযোজক নন, তিনি একাই পুরো কাজ সামলান—লেখালেখি, পরিচালনা, সম্পাদনা, এমনকি সংগীতের কাজও তিনিই করেন। তৃণা বলেন, “স্নেহাশিসদার পরিচালনায় কাজ করা মানেই নিশ্চিতভাবে একটি সুন্দর অভিজ্ঞতা পাওয়া। তিনি প্রতিটি দিক নিজেই দেখভাল করেন—গল্পের গঠন থেকে শুরু করে সংলাপ লেখা, গান তৈরি, মিউজিক কম্পোজিশন, সবকিছুতেই তার অবদান থাকে। তাই যখন ব্লুজ় প্রোডাকশন থেকে আমার কাছে প্রস্তাব এল, তখন দ্বিতীয়বার ভাবিনি। আমি জানতাম, এটি একটি ভালো প্রোজেক্ট হবে।”

আরও পড়ুনঃ ‘এত বাজে চরিত্র, খুব খারাপ লাগে’! ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে দেবাদৃতাকে মানতে পারছেন না অনুরাগীরা!

তৃণা সাহার টেলিভিশনে ফিরে আসার খবরে তার ভক্তরা ইতিমধ্যেই উচ্ছ্বসিত। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তার নতুন প্রোজেক্ট নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন। যদিও তিনি এখনই তার নতুন ধারাবাহিকের নাম প্রকাশ করেননি, তবে এটুকু নিশ্চিত যে তার ফিরে আসা দর্শকদের জন্য দারুণ আনন্দের হবে। ছোটপর্দায় দেড় বছরের বেশি সময় ধরে অনুপস্থিত থাকার পর আবারও নিয়মিতভাবে অভিনয়ে ফিরতে চলেছেন তৃণা সাহা। তার অভিনয়জীবনের নতুন অধ্যায় কেমন হয়, সেটাই এখন দেখার বিষয়!