“আজ‌ও আমি উড়লেও কেউ একজন সুতো ধরে টেনে নামিয়ে দেয়”, সম্পর্ক ভাঙলেও আজও সৌপ্তিককে নিয়ন্ত্রণ করেন রণিতাই?

টলিউডের পরিচিত মুখ অভিনেত্রী রণিতা দাস (Ranita Das) ও পরিচালক সৌপ্তিক চক্রবর্তী (Souptik Chakraborty)। দুজনকে নিয়ে এর আগে জলঘোলা কম হয়নি। তবে এবার বিচ্ছেদ জল্পনা উড়িয়ে দুজনে ফের একসঙ্গে। নতুন ছবি ‘দেবীর’ হাত ধরে ভালোবাসার সপ্তাহে কর্মব্যস্ত সৌপ্তিক ও রণিতা।

বিচ্ছেদের জল্পনা কার্যত উড়িয়ে দিয়ে। আবার সৌপ্তিক চক্রবর্তীর পরিচালনায় কাজ করতে চলেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী রণিতা দাস। একদা যিনি ‘ইষ্টি কুটুম’ ধারাবাহিকের প্রধান অভিনেত্রী ছিলেন। আর এবার শীঘ্রই আসছে তাঁদের নতুন হরর কমেডি ছবি ‘দেবী’। যে ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী রণিতা দাসকে। গল্প ও পরিচালনায় দায়িত্বে সৌপ্তিক।‌

Souptik and Ranita reunite after years for a new project

এই সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অঞ্জনা বসু, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে।‌ এছাড়াও দেখা যাবে সোমরাজ মাইতিকে। আর এই ছবিতে ‘দেবী’-র চরিত্রে অভিনয় করবেন রণিতা। ছবিতে ‘মায়া’-র চরিত্রে দেখা যাবে অঞ্জনা বসুকে। সূর্যের চরিত্রে অভিনয় করবেন রাহুল এবং ‘দেবী’-র প্রেমিকের চরিত্রে আছেন সোমরাজ।

সম্প্রতি আড্ডায় এসেছিলেন ছবির অভিনেত্রী এবং পরিচালক।ভালোবাসার সপ্তাহে তারা সবাই প্রচন্ড কর্মব্যস্ত। দুজনের বন্ধুত্ব নিয়ে কথা উঠলে অভিনেত্রী রণিতা বলেন, একেবারে শেষে কর্মটাই থেকে যায়। তাই যদি একে অপরের প্রতি সম্মান থাকে তাহলে সবটা এমনিই হয়ে যায়।

আরও পড়ুনঃ মা হতে চলেছেন অনিন্দিতা! তেঁতুল পাতার মেকআপ রুমেই অভিনেত্রীর জন্য জমাটি সাধের আয়োজন

পরিচালক সৌপ্তিক বললেন, ভ্যালেন্টাইন্স ডের দিন তিনি এক্কেবারে ফ্রি বার্ড। আকাশে উড়বেন। পাশে বসে থাকা রণিতা বলেন, “এই বছর নয় পরের বছর ফ্রি বার্ড। ‌ কারণ এই বছর দেবীর প্রোডাকশনে কাজ করতে হবে।” এই কথা শুনে হেসে সৌপ্তিক বললেন, “তাহলে বুঝছেন তো, আমি যদি উড়ি তাহলে কেউ একটা সুতো ধরে টেনে নামিয়ে দেয়।”