আজকের শিশুরাই আগামী দিনের নতুন প্রজন্ম। কিন্তু, সেই শিশুদের বেড়ে ওঠার পথে যদি কোনো মারণব্যাধি বাধা হয়ে দাঁড়ায় তা তাঁর অভিভাবকসহ সমাজের কাছে কখনোই তা খুশির খবর হয়ে উঠতে পারে না। তবে, এখন মারণ রোগ ক্যান্সারকেও জয় করতে সক্ষম হয় অগুনিত শিশু।
এমনকি, শিশুসহ অনেক পূর্ণ বয়স্ক ব্যক্তিরাও এই রোগকে বুড়ো আঙুল দেখিয়ে জীবনের স্বাভাবিক ছন্দে জীবন যাপন করছেন। আর এই রোগের সঙ্গে লড়াই করার পথ যেনো আরও কিছুটা মসৃণ হয় সেই জন্যই ক্যান্সার রোগে আক্রান্তকারী শিশুদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
আরও পড়ুনঃ “আমি সবার প্রথমে হার্টবিট শুনি…” মার্চে কোল জুড়ে আসছে সন্তান, উৎফুল্ল সুদীপ-অনিন্দিতা!
এই রোগের চিকিৎসার ব্যয় অনেকটা খরচাসাপেক্ষ, তাই এক বহু স্বেচ্ছাসেবী সংস্থা ক্যান্সার রোগে আক্রান্তকারী শিশুদের পাশে এসে দাঁড়িয়েছে। এই সংস্থার নাম হল ‘লাইফ বিয়ন্ড ক্যান্সার’। গত কয়েক বছর থেকে এই সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা।
বাংলার বিনোদন জগতে দুই দশকে রোগ বেশি সময় ধরে সিনেমার দর্শকদের মনোরঞ্জন করে যাচ্ছেন এই অভিনেত্রী। পেশাগত জীবনে অভিনয় করলেও ব্যক্তিগত জীবনে ঋতুপর্ণা ঘোরতর সংসারী এক মানুষ। ঋতুপর্ণার এই অভিনব উদ্যোগ শুনে অনেকেই মনে করছেন, দুই সন্তানের মা অভিনেত্রী হওয়ার দরুন তিনি হয়তো আরোই অনুভূতি প্রবণ হয়ে পড়েছেন এই বিষয়ের ক্ষেত্রে।