“আমি সবার প্রথমে হার্টবিট শুনি…” মার্চে কোল জুড়ে আসছে সন্তান, উৎফুল্ল সুদীপ-অনিন্দিতা!

টলিউডের (Tollywood) চর্চিত দম্পতি হলেন সুদীপ (Sudip Sarkar) অনিন্দিতা (Anindita Raychoudhury)। নতুন বছরের শুরুতে মাতৃত্বের ঘোষণা করেছিলেন স্টার জলসার তেঁতুলপাতা ধারাবাহিক খ্যাত অভিনেত্রী। জানিয়েছেন মার্চে কোলে আসবে সন্তান।

মাস কয়েক ডেটিংয়ের পর বছর দু’য়েক আগে ২০২২ সালের ২৬ জানুয়ারি সাতপাকে বাঁধা পড়েন তাঁরা। কাছের বন্ধু ও পরিবার-পরিজনের উপস্থিতিতে চার হাত এক হয়েছিল তাঁদের। আইনি সই-সাবুদের মাধ্যমেই নতুন জীবন শুরু করেন তাঁরা। নতুন বছরের শুরুর দিনে তাঁদের দেওয়া সুখবরে শুভেচ্ছা জানিয়েছেন টলিউডের তাবড় সেলিব্রিটিরাও।

প্রেম সপ্তাহের মাঝে তাদেরও কিন্তু বেশ মাখোমাখো প্রেম চলছে এবং তার সামনে চলছে তাদের আগামী মা বাবা হওয়ার আনন্দ। তাঁদের দাম্পত্যকে আরও সুখের করতে মার্চে তাঁদের ঘরে আসছে সন্তান। এই সুন্দর জার্নিটা মনে প্রাণে উপভোগ করছেন তাঁরা। সাক্ষাৎকারে শেয়ার করলেন সেই অভিজ্ঞতা।

প্রেগন্যান্সির এই সুন্দর জার্নিতে বউ অনিন্দিতাকে আগলে রাখছেন সুদীপ। বরের সাপোর্টেই তিনি এখনও তেঁতুলপাতার শ্যুটিং সারছেন। তাঁর কথায়, অভিনয় তাঁর নেশা। তিনি এখনও কাজ করতে পারছেন যার স্বামী, আর তাঁর পরিবারের সাপোর্টের জন্যই। তিনি আরো বলেন যে, আর যে আসছে সেও আমাকে সাপোর্ট করছে’।

আরও পড়ুনঃ ‘রুবেল নিজেই একটা টেডি বিয়ার!’ বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইনস ডে’তে একে অপরকে কি উপহার দেবেন শ্বেতা-রুবেল?

তারা একটা কথা জানিয়ে দিয়েছেন এই বিচ্ছেদের শহরে বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তাদের দুজনের দুজন কে চাই। প্রতিটা মুহূর্ত তারা উপভোগ করছে, নতুন অভিজ্ঞতা সঞ্চয় করছে। তারা নিজেদের মধ্যে উত্তেজনার চেপে এবং সুস্থ জীবন পৃথিবীতে আনতে চাইছে।