শত্রু সিনেমার সেই বিখ্যাত ডায়লগ টি মনে আছে? ‘পুলিশ দাদা , ও পুলিশ দাদা…’ এই সংলাপ যেন আজও ঘোরে সিনেমা প্রিয় বাঙালির মুখে মুখে। তৎকালীন খুদে অভিনেতা মাস্টার তাপুর (Mastar Tapu) রঞ্জিত মল্লিককে উদ্দেশ্য করে বলা সেই সংলাপ যেন স্বর্ণযুগের অন্যতম বিখ্যাত সংলাপ গুলির মধ্যে একটি। একসময় তিনি ছিলেন স্টার। কিন্তু তারপর কোথায় হারিয়ে গেলেন তিনি?
একদা তিনি অভিনয় করেছিলেন টলি সুপারস্টার চিরঞ্জিত চক্রবর্তীর (Chiranjit Chakraborty) সঙ্গে। কাজ করেছেন চিরঞ্জিতের পরিচালনা তেও। এছাড়াও, রঞ্জিত মল্লিক, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, তাপস পালের মতো তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গেও অভিনয় করেছিলেন তিনি। ওইটুকু বয়সে তার আধো বুলি মনে দাগ কেটেছিল দর্শকদের।
তবে তারপরেই যেন হঠাৎ করে হারিয়ে গেলেন সুপারস্টার মাস্টার তাপু। তাঁকে আর দেখা গেল না কোন চলচ্চিত্রে। লাইমলাইট থেকে অনেক দূরে টলিউডের ছায়া পেরিয়ে ভিন্ন পেশায় যুক্ত হয়েছিলেন তিনি। সেন্ট জেভিয়ার্সে পড়াতেন সুপারস্টার। জানা গিয়েছিল, মাস কমিউনিকেশন পড়াতেন তিনি। বর্তমানে বাইপাসের ধারে একাকী জীবনযাপন তাঁর।
আরও পড়ুনঃ “তিন-চারটে বিয়ে, সমাজের কত চোখরাঙানি! কিন্তু আমার কিছুই আসে-যায় না” শ্রাবন্তীর খোলাখুলি জবাব!
মাস্টার তাপুর কথা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীকে জানানো হলে পুরনো স্মৃতি আঁকড়ে ধরেন অভিনেতা। তিনি বলেন, তিনিও অনেক দিন ধরে তাপুর খোঁজ করেছেন। কিন্তু এতদিন পর তিনি অভিনেতার যে ছবি দেখলেন, তা দেখে প্রচণ্ড কষ্ট হচ্ছে। তাপু ছিল সুপারস্টার। জন্মগত অভিনেতা। চিরঞ্জিতের কথায়, সেই সুপারস্টার নামটাই হয়তো তাঁর কাছে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।
একসময় তাপুর সঙ্গে জমিয়ে গল্প করতেন। তাপু এমন একটি ছেলে ছিলেন, যাকে একবার বললেই হুবহু সেই সংলাপ-সহ চরিত্রটি নিখুঁতভাবে পর্দায় ফুটিয়ে তুলতে পারতেন। আসলে অভিনয় জগৎ এমন একটি জায়গা যেখানে আসে হয়তো অনেক ছেলে-মেয়ে। কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকেন মাত্র কয়েকজন। আবার মাঝপথে হারিয়ে যায় অনেকে। চিরঞ্জিত বললেন, তিনি তাপুর সঙ্গে দেখা করতে চান।প্রয়োজনে আর্থিকভাবে তাঁর পাশে দাঁড়াতে চান। তিনি ফিরে পেতে চান এই পুরনো মাস্টার তাপুকে।