লাইভ কনসার্ট-এর মাঝেই বাবার ভিডিও কল!অরিজিতের কান্ড দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা

অরিজিৎ সিং (Arijit Singh), আজ যার গানে মেতে উঠেছে গোটা বিশ্ব। বাংলার এই গায়কের গান শুনে মুগ্ধ হয় কোটি কোটি শ্রোতা। গায়কের শুধু গানেই নয়, তাঁর নম্র ব্যবহার, সাধারণ জীবন যাপন সবকিছুই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। এবার, আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে গায়ক অরিজিৎ।

বর্তমান গায়কের এক ভিডিও বেশ ভাইরাল হয়েছে নেট পাড়ায়। লাইভ কনসার্টে বাড়তি করে নজর কাড়তে দেখা গেল অরিজিৎকে। কিন্তু, কী এমন ঘটল সেদিন যে বাড়তি প্রশংসায় পঞ্চমুখ তাঁর ভক্তেরা? গত রবিবার চন্ডিগড়ে অরিজিৎ সিং-এর কনসার্ট ছিল। আর লক্ষাধিক দর্শকের সামনে চলতি অনুষ্ঠানেই অরিজিতের বাবা তাঁকে ভিডিও কল করেন।

আর গাওয়ার মাঝে বাবার করা সেই কল ধরে বাংলার ছেলে অরিজিৎ। এমনকি, সেই ভিডিও কল আবার তাঁর দর্শকদের দিকে ঘুরিয়ে দেখান। গায়কের এই সাধারণ ব্যবহার মন কেড়েছে উপস্থিত থাকা হাজারো দর্শকসহ নেটিজেনদের।

আরও পড়ুনঃ অপ্রতিরোধ্য পারুল-রায়ান! ফের বেঙ্গল টপার! কোথায় বাকিরা?

অরিজিতের বাবা ফোন করার সময় তিনি গাইছিলেন ‘লাপতা লেডিস’। কার্যতো গায়ক বাবার সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর ফোন রেখে দিলেন। এই ব্যবহারের মাধ্যমে বোঝা গেল পেশাগত এবং ব্যক্তিগত জীবনকে সমানভাবেই গুরুত্ব দেন ‘ভে কমলেয়া’র গায়ক।

প্রসঙ্গত বলা যায়, কিছুদিন আগে মুর্শিদাবাদের গোটা জিয়াগঞ্জ ঘুরিয়ে দেখিয়েছেন বিশ্বখ্যাত গায়ক এড শিরান’কে তাও আবার নিজের স্কুটিতে করে। বিনোদন জগতের এই দুই গায়কের ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। অবশেষে, চন্ডিগড় কনসার্টে অরিজিৎ দর্শকদের উদ্দেশ্যে বললেন যে যতই ব্যস্ত থাকুক না কেন বাবা মায়ের ফোনকে উপেক্ষা করা উচিত নয়।