জন্মদিনের মাসেই বড় ক্ষতি হল সৌমিতৃষার! মুখ থুবড়ে পড়েছে ‘১০ই জুন’! ভালো কাজ না পেলে সিরিয়ালে ফিরুন, সৌমিতৃষাকে উপদেশ নেটিজেনদের

সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu), টলিউড (Tollywood) জগতের অত্যন্ত পরিচিত অভিনেত্রী। প্রাথমিক জীবনে অভিনেত্রী ছোট পর্দা থেকে কাজ শুরু করলেও এই মুহূর্তে বড় পর্দা থেকে ওটিটি সব জায়গাতেই বিস্তার করেছে তাঁর সাম্রাজ্য। অভিনেত্রী ২০১৬ সালে কালার্স বাংলার ‘এ আমার গুরুদক্ষিণা’ ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক করেন।

অভিনেত্রী ২০১৬ সালে নিজের ক্যারিয়ার শুরু তিনি মূলত জি বাংলারা ‘মিঠাই’ ধারাবাহিকের মাধ্যমেই জনপ্রিয়তা লাভ করেন। এই সিরিয়ালের পরেই তিনি বড়পর্দায় কাজ করার সুযোগ পান। প্রধান সিনেমায় দেবের বিপরীতে অভিনয় করে এখন কেবল বড় পর্দা এবং ওটিটি জগতে নিজের লক্ষ্য স্থির রেখেছেন।

Actress Soumitrisha Kundu is trolled for her height in social media

বর্তমানে অভিনেত্রীর অভিনীত দ্বিতীয় সিনেমা রিলিজ করেছে সিনেমা হলে। সিনেমার নাম ‘১০ই জুন’। এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সৌমিতৃষা ও সৌরভ দাস। সিনেমাটি এই মাসের ২১ তারিখে মুক্তি পেলেও কোথাও তার প্রমোশন হয়নি।

প্রসঙ্গত বলা যায়, সৌমিতৃষার জন্মদিনের প্রাক্কালে তাঁর ক্যারিয়ারে বড়ো ক্ষতি হয়ে গেল। কারণ, প্রেক্ষাগৃহে সিনেমা রিলিজ করলেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে এই সিনেমা। অনেকের মতে ছবির নাম ১০ই জুন হলেও ১০টা হলে রিলিজ করেছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

আরও পড়ুনঃ খারাপ সময়ে পাশে ছিল শ্যামৌপ্তি, নায়িকার কোন গুণে মুগ্ধ নায়ক? সম্পর্কে থাকার ইঙ্গিত রণজয়-শ্যামৌপ্তির!

এমনিতেই অভিনেত্রীকে নিয়ে নানা ধরনের সমালোচনা চলতেই থাকে স্টুডিও পাড়ায়। আর তার ওপর জন্মদিনের মাসেই এমন অসফলতার সম্মুখীন হয়ে অভিনেত্রী হলেন ট্রোলের শিকার। নেটিজেন থেকে শুরু করে তাঁর সহকর্মীরা অনেকেই অভিনেত্রী নাক উঁচু বলে মনে করেন। রূপক চক্রবর্তীর পরিচালিত এই সিনেমার মাধ্যমে স্পষ্টত বোঝা গেল অভিনেত্রীর কেবল ফেস ভ্যালু দিয়ে কখনোই সিনেমা চলবে না।

এর আগে প্রধান সিনেমায় দেবের কার্যকলাপে দর্শকরা মুগ্ধ হয়েছিলেন, তাই সেই ছবি হিটও করেছিল। এমনকি প্রধান ছবির সময় শোনা গেছিল, যে ব্যক্তিরা হলে গিয়ে কখনো সিনেমা দেখেনা তারাও কেবল সৌমিতৃষার জন্যই গেছে ছবি দেখতে। তবে, নেটিজেন হোক কিংবা সহকর্মী কারোর সমালোচনাই কানে না তুলে নিজের মতে চলতে স্বচ্ছন্দ্যবোধ করেন মিঠাই অর্থাৎ সৌমিতৃষা কুন্ডু।