গত বৃহস্পতিবার মানে ২০ শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলো বাংলার অত্যন্ত জনপ্রিয় অ্যাওয়ার্ড শো, স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড ২০২৫ (Star jalsha parivar awards 2025), খবর মত বৃহস্পতিবার সন্ধ্যায় অ্যাওয়ার্ড শো টি হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল। প্রতিবারের মতো এইবারেও দর্শকের মন ছুঁয়ে যাওয়া তথা টিআরপির তালিকায় শীর্ষে থাকা অভিনেতা-অভিনেত্রী এবং ধারাবাহিক গুলি কুড়িয়ে নিল অনেক সম্মান এবং ট্রফি।
ইতিমধ্যেই সমাজ মাধ্যমে সেই সব ছবি ভাগ করে নিয়েছেন অভিনেতা-অভিনেত্রী সহ ডিরেক্টর, শিশু শিল্পী, ও পার্শ্ব চরিত্রেরা। এই মুহূর্তে স্টার জলসার সবচেয়ে চর্চিত ও প্রিয় জুটি ‘কথা ও অগ্নি’ নাকি পেয়েছেন সবচেয়ে বেশি পুরস্কার। ছাড়াও ‘গীতা এলএলবি’ ও পেয়েছে বেশ কিছু পুরস্কার। তেমনি বর্তমানে পাঁচ হাজার এপিসোড এর মাইলস্টোন পার করা সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ ও জিতে নিয়েছে বেশ কিছু পুরস্কার।
আসুন এবার জেনে নেওয়া যাক কার ঝুলিতে কটি পুরস্কার এল? কারাই বা হলেন প্রিয় জুটি? সমাজমাধ্যম এবং সংবাদমাধ্যমে তরফ থেকে যেই সব তথ্য পাওয়া যাচ্ছে তার ভিত্তিতে প্রিয় শাশুড়ি হয়েছেন জনপ্রিয় ধারাবাহিক ‘দুই শালিক’ এর ‘ঝিলিকের শাশুড়ি’ অর্থাৎ ‘অদিতি চ্যাটার্জী’ ইনি নাকি আবার জি বাংলাতেও একই পুরস্কারে সম্মানিত হয়েছেন।
‘রোশনাই’ ধারাবাহিকের হিরো ‘সন ব্যানার্জীর’ ঝুলিতে এসেছে ‘প্রিয় জামাইয়ে’র পুরস্কার। ‘মেল স্টাইল আইকনের অ্যাওয়ার্ড’ টি ও পেয়েছেন তিনি। অন্যদিকে ফিমেল স্টাইল আইকন হয়েছেন ‘দুই শালিক’ ধারাবাহিকের অভিনেত্রী ‘নন্দিনী দত্ত’ ওরফে ‘ঝিলিক’। তারই সাথে দুই শালিকে ‘আঁখি’ বা ‘তিতিক্ষা’ পেয়েছেন ‘ফ্রেশ ফেস’ এবং যুগ্মভাবে ঝিলিক ও আঁখি হয়েছে ‘সেরা মিষ্টি সম্পর্ক’। জানা যাচ্ছে সেরা খলনায়ক ও এই সিরিয়াল থেকেই হয়েছেন।
‘উড়ান’ সিরিয়ালের নায়ক ‘মহারাজ’ জুরির বিচারে হয়েছেন ‘প্রিয় নায়ক’ এবং যুগ্মভাবে ‘পূজারিণী ও মহারাজে’র জুটি হয়েছে ‘প্রিয় দম্পতি’। এরপর ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিক থেকে ‘প্রিয় মা এবং চলো পাল্টাই’ পুরস্কারটি পেয়েছেন এই সিরিয়ালের প্রধান অভিনেত্রী ‘দীপা’। অন্যদিকে ‘আগামীর স্টার ও প্রিয় বোনে’র শিরোপা পেয়েছে প্রয়াত অভিনেতা ‘অভিষেক চ্যাটার্জীর কন্যা সাইনা চ্যাটার্জি’।
আরও পড়ুনঃ “শিবরাত্রির ঘটা করে পুজোয় বিশ্বাসী নই, পরে জেনেছিলাম এটা শিব ঠাকুরের লিঙ্গ!” জীবনে প্রথম শিবরাত্রির পুজো করলেন হিয়া মুখার্জি
এ তো গেল বাকি সব অ্যাওয়ার্ডের কথা। তবে জানেন কি সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড কোন ধারাবাহিকের ঝুলিতে গেছে? কেইবা হয়েছে সেরা জুটি? খবর অনুযায়ী সেরা ধারাবাহিক হয়েছে কথা এবং সেরা জুটি হয়েছে ‘এভি ও কথা’। প্রিয় নায়িকাও হয়েছে ‘সুস্মিতা দে’ ওরফে কথা ‘প্রিয় নায়ক’ ও হয়েছে কথা সিরিয়ালের নায়ক ‘সাহেব ভট্টাচার্য’ ওরফে ‘অগ্নি’ তিনি নাকি এই বছর এককভাবে সবথেকে বেশি পুরস্কার জিতেছেন। এখনো অব্দি এই অ্যাওয়ার্ড গুলি জানা গিয়েছে তবে ১৬ ই মার্চ স্টার জলসার পর্দায় চোখ রাখতেই হবে আরও খুঁটিনাটি বিষয় জানার এবং বিনোদনের জন্য।