অত্যন্ত দুর্বল গল্প, সুদীপের বদলে ঋষি কৌশিককে নায়ক করার চাহিদা দর্শকদের, ইচ্ছে পূরণ করতে কি সিদ্ধান্ত নিল চ্যানেল?

চলতি বছর জানুয়ারি মাসে ২৭ তারিখ লীনা গঙ্গোপাধ্যায় প্রযোজিত ধারাবাহিক ‘চিরসখা’ (Chiroshokha) শুরু হয়েছে স্টার জলসার পর্দায়। ধারাবাহিকের মূল চরিত্রে রয়েছেন ‘অপরাজিতা ঘোষ দাস’ ওরফে কমলিনী ও ‘সুদীপ মুখোপাধ্যায়’ ওরফে স্বতন্ত্র। স্বামীকে হারানোর পর কমলিনী পুরোপুরি শ্বশুরবাড়ি ও সন্তানদের নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। জীবনের নানা চড়াই-উতরাইয়ে তার একমাত্র অবলম্বন হয়ে ওঠে স্বামীর ঘনিষ্ঠ বন্ধু স্বতন্ত্র। দুজনের অজানা, না বলা এক ভালোবাসার কাহিনি ফুটে উঠবে এই ধারাবাহিকে।

অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন লাভলি মৈত্র, বিভান ঘোষ, দেবদূত ঘোষ, সায়ক চক্রবর্তী-সহ আরও অনেক চেনা পরিচিত ও নতুন নাম। অপরাজিতা বলেন, “অনেকদিন পর আবার মধ্যবয়সীদের গল্প বলা হচ্ছে, যা আজকাল খুব একটা দেখা যায় না।” তাহলে কি স্বতন্ত্রর চরিত্রটি ‘শ্রীময়ী’ ধারাবাহিকের রোহিত সেনের মতো? সেখানেও তো মধ্যবয়সের প্রেম দেখানো হয়েছিল, যেখানে রোহিত সেন শ্রীময়ীর জীবনে আশ্রয় হয়ে উঠেছিল, তার সুখ-দুঃখের সঙ্গী ছিল।

Apatajita ghosh Das

এ বিষয়ে সুদীপ মুখোপাধ্যায় বলেন, “একেবারেই না। রোহিত সেন হঠাৎ করেই শ্রীময়ীর জীবনে সুপারম্যানের মতো প্রবেশ করে এবং তার সব সমস্যার সমাধান করে। কিন্তু স্বতন্ত্র বরাবরই কমলিনীর জীবনের অংশ ছিল। সে একজন সাধারণ, ছাপোষা বিজ্ঞানী, যে খুব স্বাভাবিকভাবে কমলিনীর পাশে থেকেছে। তারা একে অপরকে ভরসা করে, কিন্তু স্বতন্ত্রর মধ্যে কোনও বিশেষ ক্ষমতা নেই।”

তবে এই সিরিয়াল একমাস পূর্ণ করলেও টিআরপির লিস্টে বা দর্শকের মনে খুব একটা জায়গা করে নিতে পারেনি। কারণ স্বরূপ দর্শকেরা মনে করছে লীনা গাঙ্গুলির দুর্বল প্রযোজনাকেই। তাদের মতে লীনা গাঙ্গুলী একাধিক বিবাহ, বিবাহ বহির্ভূত সম্পর্ক, বয়সে কম অভিনেতা-অভিনেত্রীদের বেশি বয়সে চরিত্র ও তার উল্টোটা করতে বেশিই দেখা যায়।

আরও পড়ুনঃ অঘোরীদের মতো সেজেছেন কেন? আধ্যাত্মিকতা না লোক দেখানো ভন্ডামি? শিবরাত্রিতে অপরাজিতা নতুন রূপ দেখে কটাক্ষ নেটদুনিয়ায়!

ফলেই অপরাজিতা ও সুদীপের অন স্ক্রিন সম্পর্ক দর্শকের মনে ধরছে না বরং তারা সুদীপের পরিবর্তে ঋষি কৌশিক কে দেখতে পেলে বেশি খুশি হতেন। তাছাড়া শ্রীময়ীর সাথে তুলনা হলেও এই গল্পের প্লট যথেষ্টই দুর্বল ফলেই দর্শকের কিছু অংশ মনে করছে। চলতি বছরের যে কোন মাসে চিরসখা, চিরকালের মতোই বন্ধ না হয়ে যায়।