‘অপরাজিতা আঢ্য’, এই নামটা বোধ হয় বাংলা বিনোদন জগতের অন্যতম একটি নাম। এনাকে চেনেন না এমন লোক খুঁজে পাওয়া যাবে না। ছোটো পর্দা থেকে শুরু করে বড় পর্দা সর্বত্রই নাম রয়েছেন এনার। ‘তুমি আর আমি’ সিনেমা দিয়ে কাজ শুরু এরপর অভিনয় করেছেন ‘রসগোল্লা’, ‘হামী’, ‘বেলাশেষে’ সহ অনেক মনে রাখার মতন ছবিতে। বড় পর্দার মতন ছোটো পর্দা ও এনার সমান জনপ্রিয়তা। ‘লক্ষ্মী কাকিমা সুপার স্টার’ থেকে ‘জলনুপূর’ তালিকা অনেক বড়।
তবে অভিনেত্রী ছাড়াও এনার নাম রয়েছে আর এক কারণে। অভিনেত্রী ভীষণ ভাবে আধ্যাত্মিক চর্চা করেন। অন্তত তেমনটা ওনার সমাজ মাধ্যমে করা পোস্ট দেখে বোঝা যায়। বলতে গেলে ঘটা করে করেন সব পুজই। নিজের হাতে লক্ষ্মী প্রতিমার অঙ্গরাগ থেকে শুরু করে ভোগ বানানো সমস্তই করতে দেখা গেছে তাকে। ঠিক সেই কারণেই মহাকুম্ভের সুবর্ণ সুযোগ হাত ছাড়া হতে দেননি।
নেটিজেনদের একাংশের মতে ইদানিং নাকি অপরাজিতা নেহাৎ বাড়াবাড়ি শুরু করেছেন ভগবান নিয়ে। এই জল্পনার মাঝেই ওনার একটি ভিডিও ভাইরাল হয়ে যেখানে অভিনেত্রীর জন্মদিনে তাঁর বান্ধবী দেবী রূপে তার আরাধনা করছেন। এরপর আর কি, নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়াতে ভরে যায় কমেন্ট বক্স।
গত সোমবার ছিল মহা শিবরাত্রি। ওই দিন একটি সংবাদ মাধ্যমের পোস্ট করা ভিডিও তে দেখা যায়, অপরাজিতা কালো ধড়াচূড়া পড়ে, মাথায় খোঁপা তাতে জড়ানো রুদ্রাক্ষের মালা একই ভাবে হাতে ও গলায় পড়া অবস্থায় ধ্যান করছেন মন্দিরে শিভ মূর্তির সামনে। একে ঘিয়ে অভিনেত্রী এখন নেটিজেনদের একাংশের ট্রোলের মুখোমুখি।
আরও পড়ুনঃ নতুন অধ্যায়ের সূচনা! ‘অনুরাগের ছোঁয়া’-তে বড় সোনা-রূপার চরিত্রে আসছে চমক, বদলাচ্ছে মুখ!
কমেন্ট বক্স খুললেই দেখা যাচ্ছে সেই সব কমেন্ট। যেখানে কেউ কেউ বলছেন, “আগে ওনার অভিনয় ভালো লাগতো, এখন আধ্যাত্মিক হতে গিয়ে বেমানান সব পোশাক পরা শুরু করেছেন।” এবার কেউ তো বলেই বসেছেন, “জয় বাবা রুদ্রনাথ মুভি তে, সব্যসাচী চক্রবর্তী তাকে একটি কথা বলে। জোডিও সেট স্ক্রিপ্টেড। কোথাটা ছিল “আপনি অত্যন্ত বাজে অভিনয় কোরেন”। আর আজ পর্যন্ত উনি ওই কোথাটা প্রমান কোরে যাচ্ছেন।”
আরো একজন বলেন, “এই ভদ্রমহিলা রিসেন্টলি এরকম উদ্ভট আচরণ শুরু করেছেন কেন বুঝছি না! আগে বেশ সেন্সিবল লাগত…. ইদানীং সাংঘাতিক অঙ্গ ভঙ্গি করে কদাকার নাচ, যেগুলোর মধ্যে একটুও মাধুর্য নেই, জন্মদিনে অদ্ভুত পোষাক পরে কেক কাটা, আর এখন এরকম সেজে শিবভক্তি দেখানো!!!!! কাজের অভাব তো এনার হওয়ার কথা নয়, যথেষ্ট ভালো অভিনেত্রী, তাহলে এরকম কেন করছেন কে জানে!?”
View this post on Instagram