“ওকে তো সবসময়‌ই মহারাজের মতো লাগে! প্রতীকে মজে সোনামনি,” এই জুটিকে ফের পর্দায় দেখতে চান আপনারা?

সাম্প্রতিক স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডসে (Star Jalsa parivar awards 2025), সব নবীন, প্রবীণ অভিনেতা-অভিনেত্রী, প্রযোজক সহ চ্যানেলের সাথে যুক্ত সকলেই উপস্থিত ছিলেন। তাদের মধ্যে এক প্রাক্তন জুটি হলো সোনামণি (Sonamoni Saha) ও প্রতীক সেনের (Pratik Sen)। পাশাপাশি দুটি বড় সোফা একটিতে বসে উড়ানের পরিবার অন্যটিতে শুভ বিবাহ। আস্তে আস্তে লজ্জা ভেঙে হাত মেলানো ও কথা বলা এই দিন মোহর প্রিয় দর্শকেরা আবার দেখল তাদের প্রিয় জুটি কেমিস্ট্রি।

সোনামণি সাহা, বর্তমানে স্টার জলসায় শুভ বিবাহ সিরিয়ালটির প্রধান নায়িকা এবং এর জন্য “প্রিয় বউ” পুরস্কার ও পেয়েছেন এ বছর। অন্যদিকে প্রতীক সেন, বর্তমানে এই চ্যানেলেই উড়ান সিরিয়ালের অংশ। এক সময় ‘মোহর’ সিরিয়ালে উভয় অভিনেতা ও অভিনেত্রী জুটি বেঁধে পর্দা কাঁপিয়েছিলেন তাদের কেমিস্ট্রি দিয়ে। সোশ্যাল মিডিয়ায় আজও তাদের ভক্ত সংখ্যা অগুন্তি। প্রায়সই তাদের নিয়ে ওঠে প্রেমের গুঞ্জনো।

Tollywood serial actor Pratik Sen, Sonamoni Saha, Mohor, Star Jalsha,Bengali serial, serial, entertainment,entertainment news, প্রতীক সেন,সোনামণি সাহা,অভিনেতা, অভিনেত্রী, স্টার জলসা, মোহর,বিনোদন, টলিউড

এই দিন রাতে অভিনেত্রী ‘মেরুন রঙের সিফনের শাড়ি পরে এসেছিলেন এবং অভিনেতা নীল রঙের স্যুট পড়ে এসেছিলেন’। এক সংবাদ মাধ্যমে ইন্টারভিউ দিতে গিয়ে সোনামণিকে যখন জিজ্ঞেস করা হয় প্রতীককে কেমন লাগছে? তিনি উত্তরে বলেন, “একেবারে মহারাজ মহারাজ লাগছে। ওকে আমার সব সময়ই ভালো লাগে, তবে আজকে একটু বেশিই ভালো লাগছে”। তারপর প্রশ্ন করা হয় একে অপরকে এতদিন পরে দেখে তাদের প্রতিক্রিয়া কি?

একে একে সোনামণি ও প্রতীক দুজনেই বলেন, “মোহর সিরিয়ালের পর এই প্রথম সামনাসামনি দেখা কথা হলো অনেকক্ষণ বেশ ভালো লাগলো দুজন দুজনার সাথে নাচ করে, কাজের চাপে সব সময় তো আর কথা বলে হয়ে ওঠা হয় না”। সোনামণি বলেন, “প্রতীক বরাবরই একটু চাপা স্বভাবে কাজের বাইরে বেশি কথা ও বলতে চায় না। তার ফলে দর্শকেরা প্রায়শই ও কে ভুল বুঝে থাকে। কিন্তু আসলে এমন নয়”। এতে প্রতিক্রিয়া জানিয়ে প্রতীক এর মতামত লোকে কি ভাবল তা নিয়ে সে খুব একটা মাথা ঘামাই না।

আরও পড়ুনঃ ফের ছোটপর্দায় ফিরছেন সুপারস্টার জিৎ! কোথায় দেখা যাবে অভিনেতাকে?

এরপর ইন্টারভিউয়ার তাদের বলে অফ স্ক্রিনে ভক্তরা তাদের বিবাহ পর্যন্ত এগিয়ে নিয়ে গেছে। এই বিষয়ে তাদের মতামত কি? উত্তরে দুজনে বলেন, “এটা কিন্তু ভালোবাসা, বলে আউট অফ লাভ তারা আমাদের অফ স্ক্রিনে ও এতটা ইমাজিন করে জেনে সত্যিই ভালো লাগছে”। সোনামণি আরও বলেন, “আমার বেশ মজাই লাগে যখন সোশ্যাল মিডিয়ায় প্রেম বা ব্রেকআপের গুঞ্জন ওঠে। আমি অন্যকে শেয়ার করি সেগুলো।” এবার দেখার বিষয় ভবিষ্যতেও কি এই জুটি আবার ফিরে আসবে টিভির পর্দায়?