পর্দায় ফিরছে ‘খুকুমণি’! দীর্ঘ ৫ মাস পর নতুন রূপে আসছেন দীপান্বিতা! নায়ক চরিত্রে বিরাট চমক

‘খুকুমণির হোম ডেলিভারি’র খুকুমণিকে মনে আছে? সেই খুকুমণি অর্থাৎ অভিনেত্রীর নাম দীপান্বিতা রক্ষিত। টেলি জগতের সিরিয়ালের নায়িকাদের মধ্যে অন্যতম জনপ্রিয় হলেন অভিনেত্রী। তবে, পাঁচ মাসের বেশি সময় হয়ে গেল অভিনেত্রী কে আর দেখা যাচ্ছে না টিভির পর্দায়।

প্রসঙ্গত দীপান্বিতা স্টার জলসার ‘সাঁঝের বাতি’ সিরিয়ালের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন। এরপর একে একে ‘খুকুমণির হোম ডেলিভারি’, ‘জন্মাষ্টমী’ এবং ‘তুঁতে’ ধারাবাহিকে দেখতে পাওয়া যায়। কিন্তু, সব সিরিয়ালের মধ্যেও অভিনেত্রীর খুকুমণি চরিত্রটিই দর্শকদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয়তা এনে দেয়।

entertainment

অভিনেত্রীকে কিছুদিনের জন্য শেষ দেখা যায়, সান বাংলার ‘মঙ্গলময়ী মা শীতলা’ ধারাবাহিকে। কিন্তু অনেক অনুরাগীদের মনেই প্রশ্ন, দীপান্বিতা ফিরছেন কবে টেলিভিশনের পর্দায়? শোনা যাচ্ছে, আগামী কিছুদিনের মধ্যেই নায়িকা হয়ে নতুন সিরিয়াল নিয়ে ফিরছে অভিনেত্রী।

আরও পড়ুনঃ ১৪ বছর পর স্টার জলসায় ‘বাহামণি’র প্রত্যাবর্তন! আবারও বাহামণি হয় ফিরছেন অভিনেত্রী রণিতা দাস? আসছে ইষ্টি কুটুম ২?

তবে, এখনই সিরিয়ালের কোনো নাম বা প্রযোজক সংস্থা কিংবা গল্প সম্বন্ধে কিছুই জানা যায়নি। এরই মধ্যে অভিনেত্রীকে আবার একটি ওয়েব সিরিজে কাজ করতেও দেখা গেছে। আপাতত বাংলার দর্শকেরা এখন দীপান্বিতার ফেরার অপেক্ষায় রয়েছে, কোন রূপেই বা ধরা দেবেন অভিনেত্রী?

Notifications Powered By Aplu