টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা আদৃত রায়ের (Adrit Roy) প্রাক্তন প্রেমিকা সুপ্রিয়া দে (Supriya Dey) সম্প্রতি বিয়ে করলেন অভিনেতা রবি সাওকে (Ravi Saw) । তাঁদের বিয়ের (Marriage) ছবি প্রকাশ্যে আসতেই রীতিমতো তোলপাড় পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। বহু অনুরাগী এই খবর দেখে চমকে গেছেন, কারণ দুই বছর আগেই শোনা গিয়েছিল সুপ্রিয়া অন্য এক ব্যক্তির সঙ্গে এনগেজমেন্ট সেরে ফেলেছিলেন। সেই সম্পর্ক শেষ করে এবার তিনি নতুনভাবে জীবন শুরু করলেন রবির সঙ্গে।
তবে সুপ্রিয়ার অতীত সম্পর্ক নিয়ে ইতিমধ্যেই নানা গুঞ্জন ছড়িয়েছে। একসময় আদৃতের সঙ্গে তাঁর প্রেম নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল টলিউড মহলে। এরপর সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর অন্য একজনের সঙ্গে এনগেজড হয়েছিলেন তিনি। হঠাৎ করেই সেই সম্পর্কও শেষ হয়ে যায়, আর তারপরই এবার রবির সঙ্গে বিয়ের খবর সামনে এল। তাই নেটিজেনদের অনেকেই প্রশ্ন তুলেছেন, সুপ্রিয়া কেন এতবার সম্পর্কে জড়ালেন এবং তা শেষ করলেন?
এই খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। কেউ কেউ শুভেচ্ছা জানিয়েছেন নবদম্পতিকে, আবার অনেকেই সুপ্রিয়াকে আক্রমণ করেছেন তাঁর অতীত জীবন নিয়ে। এক ব্যক্তি কমেন্টে লিখেছেন— “এই মেয়েটার তো আগেও বিয়ে হয়েছিল! এতবার কেন বিয়ে করতে হবে?” আরেকজন আবার লিখেছেন, “আমি বুঝি না, এই মেয়েটাকে দেখে বিয়ে করল কেন? দেখতে তো বাজে!” এমন মন্তব্যে অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।
View this post on Instagram
এদিকে অনেকে রবির দিকেও আঙুল তুলছেন। কেউ লিখেছেন, “এ তো শুনেছিলাম আদৃতের সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল, এখন আবার রবি বিয়ে করলো!” কিছু মানুষ পুরো ব্যাপারটিকেই রীতিমতো মজা হিসেবে দেখছেন এবং হাস্যকর মন্তব্য করছেন। কিছু পোস্টে এমনও দেখা যাচ্ছে, যেখানে এই ঘটনা নিয়ে মিম তৈরি করা হয়েছে।
আরও পড়ুনঃ নায়ক থেকে খলনায়ক? ‘গৃহপ্রবেশ’-এ আগমন সপ্তর্ষির, কিন্তু কার জীবনে বিপদ আনবেন তিনি?
যাই হোক, সমালোচনা থাকলেও সুপ্রিয়া এবং রবি নতুন জীবনে পা রেখেছেন এবং তাঁদের অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন নবদম্পতিকে। অতীত ঝেড়ে ফেলে তাঁরা এখন নিজেদের নতুন জীবনের দিকে এগিয়ে চলেছেন। তবে এই বিয়ে যে এখনো বেশ কিছুদিন নেটদুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে, তা বলার অপেক্ষা রাখে না!
View this post on Instagram