অনির্বাণের কাছে শারীরিক নি’র্যা’তনের শিকার নীলু? রাইয়ের সামনে কঠিন পরীক্ষা! একদিকে বোন, অন্যদিকে স্বামী— কার পাশে দাঁড়াবে সে?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “মিঠিঝোরা” (Mithijhora) -তে আরও একবার সম্পর্কের কঠিন পরীক্ষা। সদ্য প্রকাশিত প্রোমোতে দেখা যাচ্ছে, নীলু কাঁদতে কাঁদতে এসে রাইয়ের (Aratrika Maity) কাছে অভিযোগ করছে— অনির্বাণ (Suman Dey) তার উপর শারীরিক নির্যাতনের চেষ্টা করেছে! একেবারে ভেঙে পড়ে নীলু (Debadrita Basu) বলছে, “এই সময়ে যে কোনো মেয়ে আরেকটা মেয়ের পাশে থাকবে, আর তুই তো আমার দিদি!

অনির্বাণ দাকে পুলিশে দে, আমাকে ন্যায় বিচার ফিরিয়ে দে।” নীলুর কান্না, আর্তি ও আবেগ রাইকে গভীর দোটানায় ফেলে দেয়। এই অভিযোগ শুনে স্তব্ধ হয়ে যায় রাই। একে তো সে সন্তান সম্ভাবা, একদিকে তার নিজের বোন, অন্যদিকে নিজের স্বামী! নীলুর কথায় সে যেন এক কঠিন সত্যের সামনে দাঁড়িয়ে, কিন্তু মনের মধ্যে প্রশ্নের ঝড় উঠছে— সত্যিই কি অনির্বাণ এই কাজ করেছে?

Tollywood, Zee Bangla, actor,actress, entertainment, Bengali serial, serial, 'Mithijhora', Mainak Dhol, Swapnila Chakraborty, টলিউড, জি বাংলা, অভিনেতা, অভিনেত্রী, বিনোদন, বাংলা সিরিয়াল, ধারাবাহিক, মৈনাক ঢোল, স্বপ্নিলা চক্রবর্তী

নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও কোনো চক্রান্ত?অতীতে একবার ভুল সিদ্ধান্ত নিয়ে নিজের সম্পর্ক ভাঙার পথে নিয়ে গিয়েছিল রাই। এবারও কি একই ভুল করতে চলেছে? ঠিক তখনই আসে অনির্বাণ, একেবারে বিধ্বস্ত অবস্থায়। সে রাইয়ের হাত-পা ধরে কাঁদতে কাঁদতে বলতে থাকে, “আমি নির্দোষ, আমি কিছু করিনি!” অনির্বাণের চোখে জল, কণ্ঠে অসহায়তা। সে বোঝাতে চায় যে, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে।

আরও পড়ুনঃ আদৃত-শুভলক্ষ্মীর আবার দেখা হবে? কেশবের জন্মদিনে নিমন্ত্রণ পেয়ে আদৃত কি ফিরে পাবে তার পুরনো স্মৃতি?

কিন্তু রাই কি তার স্বামীর কথা বিশ্বাস করবে? নাকি নিজের বোনের পাশে দাঁড়িয়ে কঠিন সিদ্ধান্ত নেবে? অনির্বাণের সঙ্গে আবারো কি পথচলা বন্ধ হবে রাইয়ের? এই ঘটনার পর গল্পের মোড় কোন দিকে যাবে, তা নিয়ে দর্শকদের কৌতূহল তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই শুরু হয়েছে নানা জল্পনা। কেউ বলছেন, নীলু ষড়যন্ত্র করছে, আবার কেউ মনে করছেন, অনির্বাণ সত্যিই দোষী!

রাইয়ের সিদ্ধান্ত বদলে দিতে পারে চারটি জীবনের ভাগ্য। এই দ্বন্দ্বপূর্ণ মুহূর্তই ধারাবাহিকটিকে আরও আকর্ষণীয় করে তুলছে। ৩১ মার্চ রাত ১০:১৫-তে জি বাংলার পর্দায় দেখানো হবে এই চরম উত্তেজনাপূর্ণ পর্ব। অনির্বাণ কি প্রমাণ করতে পারবে নিজের নির্দোষতা? নাকি নীলুর কথায় বিশ্বাস করে কঠিন সিদ্ধান্ত নেবে রাই? অপেক্ষা মাত্র কয়েক ঘণ্টার!