শুটিংয়ের ব্যস্ততার মাঝেও দুর্দান্ত রেজাল্ট! ‘অনুরাগের ছোঁয়া’র সোনা ওরফে দেবপ্রিয়া বসু প্রমাণ করলেন প্রতিভা শুধু অভিনয়ে নয়, পড়াশোনাতেও!

অভিনয়ের পাশাপাশি পড়াশোনায়ও দারুণ পারদর্শিতা দেখালেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ‘দেবপ্রিয়া বসু’ (Debopriya Basu)‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকে ‘সোনা’ (Sona) চরিত্রে অভিনয় করে দর্শকমহলে জনপ্রিয়তা পেলেও, পড়াশোনার ক্ষেত্রেও যে তিনি সমান মনোযোগী, তা প্রমাণ করলেন নিজের পরীক্ষার ফলাফলের মাধ্যমে।

সম্প্রতি ‘অনুরাগের ছোঁয়া’তে লিপ আসার পর দেবপ্রিয়া আর সোনার চরিত্রে নেই, তবে ধারাবাহিক চলাকালীন দেবপ্রিয়া তখন একাদশ শ্রেণির ছাত্রী। দিনের বেশিরভাগ সময় কাটত শুটিং ফ্লোরে, সংলাপ মুখস্থ করা, দৃশ্যের প্রস্তুতি নেওয়া—এসবের ফাঁকে পড়াশোনা চালিয়ে যাওয়া ছিল সত্যিই চ্যালেঞ্জিং! কিন্তু অধ্যবসায়ের সঙ্গে সেই চ্যালেঞ্জ সামলেছেন তিনি।

Actress Debopriya Basu

শুটিংয়ের ব্যস্ততার জন্য একাধিকবার পড়ার সময় ঠিকমতো পাননি দেবপ্রিয়া। এমনকি কিছু প্র্যাকটিক্যাল পরীক্ষাও মিস করতে হয়েছে তাকে। তবুও লিখিত পরীক্ষায় ভালো নম্বর পেয়ে সবাইকে চমকে দিয়েছেন তিনি। রেজাল্ট হাতে পেয়ে যেমন খুশি দেবপ্রিয়া, তেমনই উচ্ছ্বসিত তার বাবা-মা। অভিনেত্রীর মা, শুক্ল বসুর সাম্প্রতিক ভ্লগেই দেখা গেছে সেই আনন্দের মুহূর্ত।

আরও পড়ুনঃ পারুলের হাতে রায়ানের সাসপেনশন লেটার! এবার কি শেষ হবে তার দাদাগিরি, নাকি পাল্টা চাল দেবে রায়ান?

ভ্লগেই দেখা গেছে দেবপ্রিয়া হতে রেজাল্ট পেতেই যে উচ্ছ্বাস সেটা। এই ব্যস্ততার মাঝে এত ভালো ফলাফল অর্জন করা সত্যিই অনুপ্রেরণার মতো। দেবপ্রিয়ার কাছ থেকে স্পষ্ট যে, ইচ্ছে থাকলে সবকিছুই সম্ভব! সামনে বোর্ডের পরীক্ষা, তার প্রস্তুতিও চলছে জোরকদমে।পড়াশোনা ও অভিনয়—দুই দিকেই নিজের সেরাটা দিতে প্রস্তুত এই তরুণী।

ঠিক কত শতাংশ নাম্বার পেল দেবপ্রিয়া সেটা এখনো জানা যায়নি, কিন্তু শিল্পীজীবন ও শিক্ষার মধ্যে সঠিক ভারসাম্য রেখে কীভাবে সফল হওয়া যায়, দেবপ্রিয়ার সাফল্য তারই উদাহরণ। অভিনয় আর পড়াশোনার এই যাত্রায় তার জন্য রইল শুভেচ্ছা! আগামীতে আরও সফল চরিত্রে অভিনয় করে ফিরে আসুক এই আমাদের কামনা।