পারুলের হাতে রায়ানের সাসপেনশন লেটার! এবার কি শেষ হবে তার দাদাগিরি, নাকি পাল্টা চাল দেবে রায়ান?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’ (Parineeta) দর্শকদের প্রতিদিনই নতুন মোড় ও উত্তেজনার স্বাদ দিচ্ছে। পারুল ও রায়ানের সম্পর্কের দোলাচলে একের পর এক নাটকীয় ঘটনা ঘটছে, যা দর্শকদের টানটান উত্তেজনার মধ্যে রাখছে। কলেজের দাদাগিরি, পারুলের লড়াই, এবং ন্যায়-অন্যায়ের সংঘাত এখন চরম পর্যায়ে পৌঁছেছে। এবার গল্প এমন এক মোড় নিতে চলেছে, যেখানে পারুলের হাতে চলে এসেছে রায়ানের ভাগ্যনির্ধারক চিঠি! এই চিঠি কি সত্যিই শেষ করে দেবে রায়ানের দাদাগিরি, নাকি সে পাল্টা চাল দেবে?

গত পর্বে দেখা গিয়েছিল, পারুলের প্রচেষ্টায় কলেজের প্রিন্সিপাল রায়ান ও তার বন্ধুদের সাসপেন্ড করার সিদ্ধান্ত নেন। যদিও তারা পুরোপুরি রেস্ট্রিক্টেড হওয়ার হাত থেকে কোনোমতে বেঁচে যায়, কিন্তু তাতেও রায়ান বা তার বন্ধুরা একটুও অনুশোচনা করেনি। বরং তারা পারুলকেই এর জন্য দোষারোপ করতে থাকে। রায়ান সবার সামনেই ঘোষণা করে যে, পারুল তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং তার কারণেই তাদের এত বড় শাস্তি পেতে হয়েছে। পারুলের প্রতি কোনো কৃতজ্ঞতা তো দূরের কথা, তারা তার বিরুদ্ধে আরও ক্ষোভ জমাতে থাকে। কিন্তু এবার পারুলও চুপ করে থাকার মেয়ে নয়!

Parineeta, Zee Bangla, Uday Pratap Singh, Ishani Chatterjee, Surabhi Mallick, Parul, Rayan, Shireen, New Promo, পরিণীতা, জি বাংলা, উদয় প্রতাপ সিংহ, ঈশানী চ্যাটার্জী, সুরভি মল্লিক, শিরীন, নতুন প্রোমো

পরিণীতা আজকের পর্ব ২৮ মার্চ (parineeta today episode 28 March)

আজকের পর্বে দেখা যাবে, রায়ান ও তার বন্ধুরা মরিয়া হয়ে উঠেছে, যাতে কোনোভাবেই সাসপেনশন চিঠি কলেজের ডিনের হাতে পৌঁছাতে না পারে। তাই তারা ক্যাম্পাসজুড়ে কড়া নজরদারি চালাচ্ছে, যাতে কেউ চিঠিটি তুলে দিতে না পারে। অন্যদিকে, পারুল এই চক্রান্তের গন্ধ পেয়ে যায় এবং সে ঠিক করে যে এবার সত্যকে সামনে আনতেই হবে। সে লক্ষ্য করে যে, কলেজের পিয়ন একটি চিঠি নিয়ে কোথাও যাচ্ছে। সন্দেহ হওয়ায় সে এগিয়ে গিয়ে জানতে চায়, “এটা কি রায়ান বসুর চিঠি?” পিয়নও বিনা দ্বিধায় জানায় যে, হ্যাঁ, এটি রায়ানের সাসপেনশন লেটার।

আরও পড়ুনঃ ট্রেনে যাত্রীদের সঙ্গে তীব্র দুর্ব্যবহার, গালিগালাজ! ‘ঝিলিক’ ওরফে তিথি বসুর কাণ্ডে তোলপাড় নেটদুনিয়া

এরপর পারুল আত্মবিশ্বাসের সঙ্গে বলে, “এই চিঠি যদি আমি নিয়ে যাই, তাহলে কি কোনো সমস্যা আছে?” পিয়নও অবাক না হয়ে স্বাভাবিকভাবে চিঠিটি তার হাতে তুলে দেয়। এই মুহূর্তেই গল্পের মোড় বদলে যায়! পারুল দৃঢ় কণ্ঠে ঘোষণা করে, “রাখে হরি তো মারে কে! পিয়ন কাকাকে আটকাতে পেরেছিলে, এবার আমায় কিভাবে আটকাবে?” সে চিঠি হাতে নিয়ে সোজা ডিনের কক্ষে ঢুকে যায়। এই দৃশ্য দেখে রায়ান ও তার বন্ধুরা স্তব্ধ হয়ে যায়! এবার কি তাদের শাস্তি চূড়ান্ত হবে?

এই ঘটনার পর পারুল ও রায়ানের সম্পর্ক কোন দিকে যাবে, তা নিয়ে দর্শকদের মনে প্রশ্ন জাগছে। পারুল কি সত্যিই রায়ানের দাদাগিরির শেষ করবে? নাকি রায়ান ও তার বন্ধুরা নতুন কোনো ষড়যন্ত্র তৈরি করবে? এই উত্তেজনার পারদ আরও বাড়বে আজকের পর্বে! তাই একদম মিস করবেন না, আজ রাত ৮টায় চোখ রাখুন জি বাংলার ‘পরিণীতা’তে!

You cannot copy content of this page