আংটি বদল করল আকাশ-শুভ! স্মৃতি না ফেরায় নিজেকে আঘাত করল আয়ান! তবে, কী এবার সত্যিই পথ আলাদা হচ্ছে আদৃত-শুভলক্ষ্মীর?

স্বপনের থেকে সত্যিটা জানতে পারল আদৃত। স্টার জলসার গৃহপ্রবেশ সিরিয়াল আজকের পর্বে দেখা যাবে, নদীয়ার মিষ্টি দোকানে বসে মোহনা এবং খাবার খাচ্ছি আর সেই সময়তেই লুকিয়ে তাদের ফটো তুলে দেয় স্বপন। আড়াল থেকে স্বপনের ফটো তুলে দেখতে পেলে আয়ান তাকে জিজ্ঞাসা করে কেন তাদের ফটো তোলা হচ্ছে? এরপর, আয়ান চেঁচামেচি করায় দোকানের সামনে লোক জড়ো হয়ে যায়।

এদিকে স্বপন কথায় কথায় জিজ্ঞাসা করে মোহনা-আয়ান স্বামী স্ত্রী কিনা? উত্তরে না শোনায় কোনোরকমে দোকান থেকে বেরিয়ে চলে আসে। কিন্তু আয়ান লক্ষ্য করে মোহনার ব্যবহার দিনে দিনে বদলে যাচ্ছে। অন্যদিকে আবার শুভ লক্ষ্মীর বিয়ে তথ্য শুরু হয়ে গেছে ঠাম্মি থেকে শুরু করে পূরবী সবাই মিলে জামা কাপড় বাছাই করছে। এমন সময় সমিতের সঙ্গে ঘুরে চলে আসে জিনিয়া। এরপর, জিনিয়া মনে মনে ভাবে আগে সমিতের মাকে হাতের মুঠোয় এনেছি, এবার ছেলেকে আনবো।

entertainment

এমন সময়, শুভ সমিতকে আলাদা করে ডেকে তুলির খোঁজ নিতে থাকে আর বলে এত সহজে হাল না ছাড়তে। এমন সময়, সেবন্তী এসে সবাইকে জিজ্ঞাসা করে আশীর্বাদের জামাকাপড় বাছাই হলো কিনা? এরপর, সবাই দুপুরের খাবার খেতে চলে যায়।

অন্যদিকে, সন্ধ্যে গড়াতেই মোহনা তাঁর দাদাকে নিয়ে পাঞ্জাবী বাছাই করতে বসেছে আগামীকাল তাঁকে কোনটা পড়লে ভালো লাগবে। হাসি-ঠাট্টা করার সময় আয়ান দূরে দাঁড়িয়ে সেই সকালে দেখা মহিলার কথা ভেবে যাচ্ছে আর এমন সময় আকাশ তাঁকে বলে, এখানে তাঁর কোনো বন্ধু নেই বলে সে যেনো সবসময় তাঁর পাশে থাকে। কিন্তু, কোথাও যেনো মনের মধ্যে চাপা কষ্ট চলতে থাকে আয়ানের।

এদিকে, শাড়ি পরে বসে রয়েছে শুভ। আর, সেবন্তী এসে তাঁকে গয়না পরিয়ে সাজিয়ে দিচ্ছে এবং শুভকে বলে, সে যখন বউ হয়ে এসেছিল অনেক দূরত্ব থাকলেও এখনো তাঁর অনেক দায়িত্ব। এরপর, সেবন্তী গয়না দিয়ে সাজিয়ে দিতে থাকে শুভকে। কিন্তু, এদিকে আয়ান সেই মহিলার কথা ভেবেই অস্থির হয়ে যাচ্ছে। তাঁর চোখ দুটো কিছুতেই ভুলতে পারছে না আর পুরোনো স্মৃতি মনে করার চেষ্টা করছে। তাই, রেগে যাচ্ছে আয়ান।

আরও পড়ুনঃ খারাপ খবর! কিছুদিন আগেই রটেছিল মৃত্যুর গুজব, এবার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কিংবদন্তি অভিনেতা অরুণ মুখোপাধ্যায়!

এমন সময় মোহনা তাঁকে কিছুতেই শান্ত করাতে পারছে না। তাই, মোহনা দাদার যাবে না বলে দেয় সুনন্দাকে। এদিকে সুনন্দা মনে মনে ভাবতে থাকে আয়ানের প্রতি এত টান মোহনা স্বীকার করবে না। এরপর, দেখা যায় আকাশ-শুভ’র আশীর্বাদ শুরু হয়ে গেছে। একে একে দুই বাড়ির সবাই আশীর্বাদ করল। কিন্তু ওদিকে আবার আয়ান রাগে নিজেকে আঘাত করেছে। এরপর সেবন্তী বলে দুজনের মধ্যে এবার আংটি বদল হবে। এদিকে আইয়ান মোহনাকে বলে কেন জানিনা তার মনে হচ্ছে সব যেন হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে।

You cannot copy content of this page