স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’ (Grihoprobesh) দিনদিন আরও টানটান উত্তেজনার দিকে এগোচ্ছে। শুভ-আদৃত-মোহনার এই ত্রিকোণ সম্পর্ক এখন দর্শকদের আবেগের কেন্দ্রবিন্দুতে। রায় পরিবারের সদস্যদের টানাপোড়েন, আদৃতের স্মৃতি হারানো এবং মোহনার চেষ্টায় ফিরিয়ে আনার প্রচেষ্টা সব মিলিয়ে ধারাবাহিকটি চূড়ান্ত পর্যায়।
গৃহপ্রবেশ আজকের পর্ব ১৮ই এপ্রিল (Grihoprobesh today episode 18 April)
আজকের এপিসোডের শুরুতেই দেখা যায়, মোহনার সঙ্গে আদৃত ফিরে এসেছে মোহনার বাড়িতে। কারণ আদৃত যতবার রায় পরিবারের সামনে আসে, অতীতের স্মৃতি সামনে আসতেই তার শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়ে। এই বিষয়েই শুভকে অনেকবার প্রশ্ন করেছেন সেবন্তী ও ছোট কাকিমা— কেন সে নিজের স্বামীকে মোহনার হাতে তুলে দিল? উত্তরে শুভ জানায়, “আমি আদৃতকে এই অস্বস্তিতে রাখতে পারি না। ও যতবার অতীতের মুখোমুখি হচ্ছে, ততবার ভেঙে পড়ছে।” এই সংবেদনশীল উত্তর মন ছুঁয়ে যায় দর্শকদেরও।
মোহনার বাড়িতে ফিরে আদৃতের যত্ন নিচ্ছে মোহনা, এমনকি তার প্রিয় চিকেন স্টু বানাতেও যায় সে। কিন্তু এই সময়েই হাজির হয় শুভ— হাতে তৈরি চিকেন স্টু নিয়ে। সে জানায়, আদৃতের যতদিন না ঠিক হচ্ছে, ততদিন সে এই বাড়িতেই থাকবে। তবে ভিতরে নয়, বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করবে। তার চোখেমুখে এক অনড় সংকল্প— “আমি খালি হাতে বাড়ি ফিরব না, আদৃতকে নিয়েই ফিরব।” শুভর এই দৃঢ়তা দেখে মোহনার চোখেও জল আসে, কারণ সেও জানে আদৃত যদি সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, সে আবার ফিরে যাবে নিজের স্ত্রী শুভর কাছে।
এরপরের দৃশ্যে রাতের দিকে শুরু হয় ঝুম বৃষ্টি। মোহনার বাড়ির বাইরে ছাতা ছাড়াই দাঁড়িয়ে থাকে শুভ, আর উপর তলা থেকে আদৃত তাকিয়ে থাকে তার দিকে। তার মনের মধ্যে প্রশ্ন— এই মেয়েটা তার জন্য এত কিছু করছে, তবু কেন সে কিছুই মনে করতে পারছে না? এই আবেগঘন মুহূর্তে আবার ফোন করে সেবন্তী। শুভ তাকে আশ্বস্ত করে— “আমি তোমার ছেলেকে নিয়েই বাড়ি ফিরব, খালি হাতে নয়।”
আরও পড়ুনঃ মায়ের অপমানে আর নয়! ‘চিরসখা’তে বুবলাইয়ের মাকে অপমানে ফুঁসে উঠলো বাকি দুই সন্তান বাবিল ও মিঠি! ‘আদর্শ সন্তান’ বলছেন দর্শকরা!
দর্শকরা এখন অপেক্ষায়— আদৃতের স্মৃতি কি ফিরে আসবে? সে কি চিনতে পারবে শুভকে তার আসল স্ত্রী হিসেবে? মোহনা কী করবে তখন? এই টানাপোড়েনের উত্তরে মিলবে আগামী পর্বে। ধারাবাহিকটি এখন আবেগ, টানাপোড়েন এবং পারিবারিক দায়িত্বের এমন জটিল মিশেলে পৌঁছেছে, যা দর্শকদের পর্দা ছেড়ে উঠতে দিচ্ছে না। ‘গৃহপ্রবেশ’-এর পরবর্তী পর্ব ঘিরেই এখন চূড়ান্ত কৌতূহল।