চলতি বছর মার্চ মাসের ১০ তারিখ একগুচ্ছ ধারাবাহিক শুরু হয়েছে জি বাংলার পর্দায়। যার মধ্যে সবচেয়ে নজর কেড়েছে দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) ও জিতু কামাল (Jeetu Kamal) অভিনীত ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar), যেখানে অসমবয়সী যুগলের প্রেম বৈবাহিক সম্পর্ককে ঘিরে আবর্তিত হতে দেখা যাবে ধারাবাহিকটিকে। তবে এই ধারাবাহিকের গল্প এক্কেবারে নতুন নয় বরং এটি একটি অনুপ্রাণিত ধারাবাহিক যার গল্প বিভিন্ন ভাষায় সম্প্রচার হয়েছে জি—এর চ্যানেলগুলিতে। অতীতে মারাঠি ও তেলেগু এই দুই ভাষায় সম্প্রচারিত হয়েছে এই গল্প।
যেখানে পুনর্জন্মের প্রসঙ্গটিরও উল্লেখ রয়েছে। বর্তমানে জি বাংলায় এই ধারাবাহিক বেশ ভালো দর্শক টানতে সক্ষম হয়েছে। শুরুর এক মাসের মধ্যেই সেরা পাঁচের তালিকায় উঠে এসেছে। পরিণীতার মত ফলাফল না করতে পারলেও সন্ধে ৬:৩০ টার স্লটে বাজিমাত করেছে এই ধারাবাহিক। বর্তমানে ধারাবাহিকে দিতিপ্রিয়া অর্থাৎ অপর্ণার বিয়ের ট্রাক এসেছে। যেখানে আগের কিছু পর্বে দেখা গিয়েছে আর্য মানে জিতু স্বয়ং অপর্ণা কে রাজি করিয়েছে সন্তু নামক এক ছেলের সঙ্গে বিয়ের করাতে।
কিন্তু মনে মনে আর্য ও অপর্ণা দুজন দুজনকে ভালোবেসে ফেলেছে। অপর্ণা সে কথা স্বীকার করলেও আর্য সে কথা বয়সের দ্বিধাতে অপর্ণাকে বলে উঠতে পারেনি। সম্প্রতি পর্বে দেখা গেল একদিকে অপর্ণার বিয়ে হচ্ছে অন্যদিকে আর্য কান্নায় ভেঙে পড়েছে। কোটি কোটি টাকার মালিক হয়েও আজ তার চারিদিক শূন্য লাগছে। তবে এই এখানে আর্যর মায়ের অভিনয়ের সক্রিয়তা বেশ নজর কেড়েছে। একদিকে তিনি যেমন ছেলেকে সান্তনা দিচ্ছে অন্যদিকে মনে মনে কিছু একটা পরিকল্পনা করে চলেছেন।
দর্শকদের অনুমান আসন্ন পর্বে আর্যর মা অপর্ণার বিয়ে ভেঙে দেবেন এবং সম্ভবত এর পরেই আর্য ও অপর্ণা বিয়ের ট্র্যাক আসতে চলেছে। উল্লেখ্য তেলেগু ও মারাঠি সংস্করণে হিরো হিরোইনের বিয়ে ছিল বেশ নজর কারা সেট ডিজাইন থেকে শুরু করে পোশাক আশাক সবই ছিল বলিউড স্টাইল বিয়ের আদলে। এবার বাংলা সংস্করণে এই বিয়ে ঠিক কেমন দেখানো হবে সেই নিয়ে সকলের উত্তেজনার তুঙ্গে। কিন্তু গল্পের ধারা অনুযায়ী শুরুর তিন থেকে চার মাস পরে আর্য অপর্ণার বিয়ে হওয়ার কথা।
আরও পড়ুনঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ছোট পর্দায় ফিরছেন ‘শোলাঙ্কি রায়’! কোন চ্যানেলে কোন চরিত্রে কামব্যাক করছেন শোলাঙ্কি?
অন্যদিকে জি বাংলা কখনোই হুবহু অনুকরণ করে না অন্য ভাষার গল্পকে সেই দিক থেকে দেখতে গেলে নতুন কোন চমক আসছে কিনা সেটাও ভাববার বিষয়। এছাড়াও পুনর্জন্মের প্রসঙ্গটি ইঙ্গিত মিলেছে অপর্ণার মাঝে মাঝে দেখা দুঃস্বপ্নে মাধ্যমে ইতিমধ্যেই, অন্যদিকে আর্যর পরিবারকে দেখানো না হলেও রাজনন্দিনী নামক এক চরিত্রের উল্লেখ মিলেছে। সম্ভবত আরজোর প্রথম স্ত্রী ইনি যাকে অন্য ভাষা সংস্করণ অনুযায়ী, আর্য হত্যা করেছে। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই বাংলা সংস্করণেও কি আর্যকে ভিলেন হিসাবেই দেখানো হবে?