অবশেষে অপেক্ষার অবসান! বহুদিন পর স্টার জলসার পর্দায় দুই জনপ্রিয় মুখ এবার একসাথে ফিরছেন! আর তাঁদের এই প্রত্যাবর্তনকে ঘিরেই শুরু হয়েছে দর্শকমহলে উত্তেজনা। বিশেষ করে টিআরপি (TRP) তালিকায় অনেকটাই পিছিয়ে পড়া স্টার জলসার (Star Jalsha) জন্য এ যেন এক নতুন দিশা, এক নতুন আশার আলো! কারণ, এই দুই মুখের আবার ছোটপর্দায় একসঙ্গে পেলে যে ফের জমে উঠবে রেটিংয়ের লড়াই, সে বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই দর্শকমহলে।
গত কয়েক মাস ধরেই স্টার জলসার ধারাবাহিকগুলি টিআরপি তালিকায় যথেষ্ট পিছিয়ে পড়েছে। দর্শকের মন ভালোভাবে জয় করতে না পারার পাশাপাশি, গল্পগুলি উত্তেজনার পরিবর্তে বিতর্কই বেশি তৈরি করেছে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী চ্যানেল জি বাংলা (Zee Bangla) একের পর এক নতুন মোড় এবং চমকে জিতে নিয়েছে শীর্ষস্থান। এই পরিস্থিতিতে জলসার জন্য প্রয়োজন ছিল একটা বড় ধরণের চমক। আর সেই চমক হিসেবেই ফিরছেন দুই টলি কুইন।
একদিকে ‘বিষহরি’ ওয়েব সিরিজে প্রশংসিত অভিনয় শেষে শোলাঙ্কি রায় (Solanki Roy) আবার ছোটপর্দার মোহে ফিরছেন, অন্যদিকে দীর্ঘদিন পর আবার স্টার জলসায় দেখা যাবে পল্লবী শর্মাকে (Pallavi Sarma)। শোলাঙ্কির অভিনয়ে বরাবরই থাকে এক স্বতঃস্ফূর্ত মাধুর্য। সংলাপ বলার ভঙ্গি, চোখের ভাষা আর আবেগের সংযত প্রকাশ—সব মিলিয়ে তাঁর পর্দায় উপস্থিতি মানেই আলাদা আবেদন। বড়পর্দা থেকে ওটিটি, নানা মাধ্যমে নিজেকে প্রমাণ করার পর এবার আবার সেই চেনা মাটিতে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
শোনা যাচ্ছে, স্টার জলসার একটি নতুন ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে। যদিও অফিশিয়ালি কিছু জানানো হয়নি, তবে সূত্রের খবর অনুযায়ী খুব শীঘ্রই শুরু হবে শ্যুটিং। একইভাবে পল্লবী শর্মাও একসময় স্টার জলসার অন্যতম ট্রাম্প কার্ড ছিলেন। তাঁর অভিনীত ধারাবাহিক একসময় টিআরপি তালিকায় প্রথম স্থান অধিকার করত। তাঁর প্রত্যাবর্তন মানেই দর্শকদের কাছে যেন এক নস্টালজিয়া, এক আবেগ।
জানা যাচ্ছে, তিনিও ফিরছেন স্টার জলসার নতুন ধারাবাহিকের মাধ্যমে, যেখানে তাঁর চরিত্রেও থাকবে একাধিক টুইস্ট। সব মিলিয়ে স্টার জলসা যেন পুরনো গৌরব ফেরাতে কোমর বেঁধে নামছে এবার। স্টার জলসার লক্ষ্মী এরা দুজন এক কোথায় বলাই যায়। দর্শকদের মন ফিরে পেতে, হারানো অবস্থান পুনরুদ্ধার করতে এবং গল্পে নতুনত্ব আনতে চ্যানেল এবার বাজি ধরেছে এই দুই দক্ষ অভিনেত্রীর উপর
আরও পড়ুনঃ টিআরপি ঠেকেছে তলানিতে! ‘সুস্মিতার অতিরিক্ত গায়ে পড়া স্বভাবের জন্যই দুরবস্থা কথার’ ধারাবাহিক স্লটহারা হতেই কটাক্ষ নেট পাড়ার!
শোলাঙ্কি ও পল্লবী একসাথে নয়, বরং দুটি ভিন্ন মেগাতে মুখ্য চরিত্রে আসতে চলেছেন। কিন্তু তাঁদের একসাথে একই সময়ে প্রত্যাবর্তনই যেন যথেষ্ট টিআরপি তালিকায় ঝড় তুলতে। আগামী দিনেই বোঝা যাবে, এই সিদ্ধান্ত কতটা সাফল্য এনে দেয় স্টার জলসার জন্য। তবে আপাতত দর্শকরা রয়েছেন চূড়ান্ত উত্তেজনায়, কারণ এক নয়, দুই ‘টিআরপি কুইন’-কে একসঙ্গে একই চ্যানেলের পর্দায় দেখতে পাওয়া তো আর রোজ রোজ হয় না!