টিআরপি ঠেকেছে তলানিতে! ‘সুস্মিতার অতিরিক্ত গায়ে পড়া স্বভাবের জন্য‌ই দুরবস্থা কথার’ ধারাবাহিক স্লটহারা হতেই কটাক্ষ নেট পাড়ার!

স্টার জলসার ‘কথা’ (Kothha) একসময় ছিল দর্শকদের বিচারে সেরা ধারাবাহিকগুলির মধ্যে একটি। প্রেম, পারিবারিক বন্ধন, আর কথা (Susmita Dey) অগ্নির (Saheb Bhattacharya) গম্ভীর ভালোবাসা—সব মিলিয়ে জমে উঠেছিল ধারাবাহিকের গল্প। কিন্তু এবার মনে হচ্ছে আর বেশিদিন নয়! টিআরপি (TRP) -র বিচারে শেষের দিকে সেরা ‘কথা’। ধারাবাহিকের নাম এখন তালিকার নিচের দিকেই দেখা যায়, কিছু দর্শকের চোখে জল থাকলেও, বেশিরভাগ দর্শক রেগে আগুন! নতুন করে উঠে আসছে প্রশ্ন, এত অন্তরঙ্গ দৃশ্য আর সুস্মিতার গায়ে পড়াই কি আদৌ কাল হবে কথার?

অনেক দর্শকের মতে, অফস্ক্রিনে নায়িকার এই লাজ-লজ্জাহীনভাবে নায়কের গায়ে পড়াই নাকি ধারাবাহিকের শেষের সুর বেজে যাওয়ার অন্যতম কারণ। কেউ বলছেন, ‘‘এ তো প্রেম নয় গো, হ্যাঙ্গার হয়ে গা চেপে থাকা!’’ অগ্নির (সাহেবের) প্রতি কথার (সুস্মিতার) সীমাহীন উৎসাহ ও স্পর্শবিলাসী স্বভাব যে সাধারণ পরিবারের সোফায় বসে সিরিয়াল দেখার অভিজ্ঞতাকে প্রভাবিত করছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।

ঘরের বাচ্চারা চোখ বুজে ফেলছে, আর বড়রা চ্যানেল বদলে দিচ্ছেন—এই অবস্থাতেই কি টিকে থাকতে পারে একটা সিরিয়াল? ধারাবাহিকের সাফল্যে যতটা হাত ছিল গল্পের, তার চেয়ে বেশি ছিল দুজনের রসায়নের। কিন্তু সেই রসায়নই যখন গলার কাঁটা হয়ে দাঁড়ায়, তখন? দর্শকদের অনেকেই বলছেন, “প্রেম থাকুক, তাতে আপত্তি নেই। কিন্তু প্রেমের নামে পর্দার বাইরের অভিলাসাকে ভেতরে টেনে অতিঘনিষ্টতার দরকার কী?”

ধারাবাহিকের প্রযোজকদের অনেকেই হয়তো ভাবছেন, ঘনিষ্ঠতা মানেই টিআরপি, তাই বাস্তবের গন্ধ তাদের স্ক্রিপ্টেও সমান জায়গা পাচ্ছে। গুঞ্জন ছড়িয়েছে, স্টার জলসার সন্ধ্যার স্লটে আসতে চলেছে একেবারে নতুন এক ধারাবাহিক! আর ‘কথা’? তার হয়তো বিদায় বেলার সুর বেজে গেছে, অপেক্ষায় শেষ দৃশ্যের জন্য। প্রযোজনা সংস্থা এসভিফ-এর নামও ভেসে উঠছে নতুন সম্ভাব্য প্রজেক্টের বিষয়। ফলে অনেকেই বলছেন, সাহেব-সুস্মিতা এবার খুব তাড়াতড়িই বিদায় নিচ্ছেন।

আরও পড়ুনঃ “একমাত্র সুস্থ রুচিবোধ এবং শিক্ষার অভাবেই মানুষ এমন মন্তব্য করে!” মুর্শিদাবাদের র’ক্তা’ক্ত প্রেক্ষাপটেও মীর মত্ত দিলীপের বিয়ে নিয়ে রসিকতায়! ধুয়ে দিল নেটপাড়া

শেষমেশ ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে জল্পনা চললেও চ্যানেল এখনও মুখে কুলুপ এঁটেছে। তবে সমাজ মাধ্যমের কিছু পোষ্ট ও ছবি দেখে বোঝাই যাচ্ছে, দর্শকরা আর অতিঘনিষ্টিতায় মুগ্ধ হচ্ছেন না, তারা চান বাস্তবধর্মী গল্প। ‘কথা’ আদৌ বন্ধ হবে, না নতুন সময়ে ফিরে আসবে সেটা এখন সময়ের হতে। তবে আপাতত সাহেব-সুস্মিতার এই অনস্ক্রিন, অফস্ক্রিন ঘনিষ্ঠতা দেখে দর্শকরা বলেছেন এই সম্পর্ক স্বীকৃতি পাক বাস্তবেও!

You cannot copy content of this page