টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন বহু শিল্পীরা রয়েছেন যাদের আজ বাংলা জোড়ার নাম হলেও এক সময় অতি কষ্টে জীবনযাপন করেছেন। শিল্পীদের মধ্যে একজন হলেন অভিনেত্রী সুদীপা বসু (Sudipa Basu)। অভিনেত্রী টলিউড জগতে খুবই সুপরিচিত অভিনেত্রীদের মধ্যে একজন। ছোট পর্দা থেকে বড় পর্দা এমনকি নাট্য জগতেও সুদীপা কাজ করে থাকেন। বহু বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত থাকলো প্রাথমিক জীবনে সুদীপা থিয়েটারের হাত ধরে অভিনয় জগতে যাত্রা শুরু করেন।
কিন্তু আজ সুদীপা দেবী জনপ্রিয় হলেও ছোটবেলা থেকে কোনদিনও ভাবেননি তিনি অভিনয় করবেন। তবে জানেন কি অভিনেত্রী কিভাবে এই বিনোদন জগতে পা রাখলেন? বাল্যকাল থেকে অভিনেত্রীকে কেবলই ভালোবাসতেন নাচ এবং গান করতে।
কিন্তু পরবর্তীকালে স্থানীয় একটি নাটকের দলে অভিনয় করে অভিনয়ের প্রেমে পড়ে গেলেন। তবে, বাল্যকাল থেকেই সুদীপাকে বহু সংগ্রামের মধ্যে দিয়ে বড় হতে হয়েছে। অল্প বয়সী পিতৃহারা সুদীপা মা এবং তিন বোনকে নিয়ে রীতিমতো তাকে পথে বসতে হয়েছিল। আর, তারপর থেকেই শুরু হয়ে যায় যুদ্ধ। এক সময়ে, রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে লজেন্স বিস্কুট বিক্রি করা থেকে শুরু করে অর্থ উপার্জনের জন্য নানা উপায়ই বেছে নিয়েছিলেন তিনি।
ছোট থাকতেই বাবার পর মাকেও হারালেন তিনি। কিন্তু ভাগ্যের চাকাটা যে ঘুরছে! আর সেই ভাগ্যের জোরেই অঞ্জন দত্ত তাকে অভিনয় করার সুযোগ করে দেন। এরপর থেকেই শুরু হয় সুদীপার অভিনেত্রী হয়ে ওঠার লড়াই। কেবল অভিনেত্রী হওয়ার স্বার্থে কোন ম্যানেজমেন্টের শিক্ষা ছাড়াই শহরের এক নামকরা হোটেলে কাজ করার সুযোগও পান।
আরও পড়ুনঃ ‘কোনটাকে ভালো কাজ বলে জানেন, বোঝেন?’ ‘এমন ব্যর্থতা নিয়ে এত গরিমা দেখানোর কী দরকার?’ সোশ্যাল মিডিয়ায় ফের হাসির খোরাক বনি!
কয়েক বছর সেই হোটেলে কাজ করার পর প্রথম ধারাবাহিকে অভিনয় করার সুযোগ পান। সিরিয়ালের নাম ছিল এবার জমবে মজা’। মূলত এই ধারাবাহিকের পর থেকে অভিনেত্রীকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একে একে ‘একদিন প্রতিদিন’, ‘এক আকাশের নীচে’, ‘দুর্গা’র মতো জনপ্রিয় সিরিয়ালে অভিনেত্রীকে দেখা গেছে। তবে এখন বড় পর্দা থেকে ওয়েব সিরিজে চুটিয়ে কাজ করলেও মা-বাবা গত হওয়ার পর থেকে অভিনেত্রী বড়ই একা হয়ে পড়েছেন।