
‘ইন্ডিয়ান আইডল’ (Indian Idol), যা কিনা ভারতের প্রায় প্রতিটা দর্শকের কাছে এক অতি পরিচিত গানের রিয়ালিটি শো। এই বছরের গানের অনুষ্ঠান একটু হলেও বিশেষভাবে মন কেড়েছে বাংলার দর্শকদের। কারণ, এই শোতে ১৬জন ফাইনাল প্রতিযোগীদের মধ্যে বাঙালি ছিল তো বটেই এমনকি, বিজয়ী হয়েছে বাংলারই মেয়ে মানসী।
তবে, মানসী ছাড়াও আরেক বাংলার প্রতিযোগী মন জিতেছিল অনেক দর্শকদের, তিনি হলেন ময়ূরী সাহা। বর্তমানে, এই গায়িকাকে ইন্ডিয়ান আইডল-এর বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে অকপট আড্ডা দিতে দেখা গেল। সাক্ষাৎকারের প্রথমেই ময়ূরীকে বিচারক শ্রেয়া ঘোষালের কথা জিজ্ঞাসা করাতেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ হলেন। ময়ূরী জানায়, শ্রেয়া যেন বড় দিদির মত আচরণ করেছে তার সঙ্গে।
ময়ূরী বাংলায় দুটি রিয়ালিটি শো-এ প্রতিযোগী হওয়া সত্বেও কেন আবার ইন্ডিয়ান আইডলে গেলেন? এই প্রশ্ন জিজ্ঞাসা করায় গায়িকা বললেন, বাংলার মানুষকে নিজের গান শোনানোর পরেও তার ইচ্ছা ছিল সারা ভারতবর্ষ যেন তার গান শুনে আর সেটারই সঠিক মাধ্যম ছিল এই রিয়ালিটি শো, তাই এই পথ বেছে নিয়েছিলেন তিনি।
রিয়েলিটি শো শেষ! এর পরবর্তী পরিকল্পনা জিজ্ঞাসা করাতে গায়িকা বললেন, ইচ্ছা বড়ো বড়ো শো করার, বড় বড় গায়ক গায়িকাদের সাথে গান গাওয়ার আর নিজের কন্ঠঃশ্রুতি গানের একাডেমীকে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টাতেই রয়েছে গায়িকা। এমনকি, প্লেব্যাক করারও ইচ্ছা প্রকাশ করলেন ময়ূরী। কথায় কথায় গায়িকা জানান, ইন্ডিয়ান আইডলে তার সবথেকে বড় পাওয়া জিনিস স্বয়ং এ আর রহমান স্যার তাকে ফলো করছেন।
আচ্ছা রিয়ালিটি শো রিল নাকি রিয়েল? সাক্ষাৎকারীর এই প্রশ্নের গায়িকা বললেন, পুরোটা স্ক্রিপ্টেড না হলেও কিছুটা তো বটেই, কারণ একটা রিয়ালিটি শোয়ের একটা এপিসোড ১ দিনে স্ক্রিপ্ট ছাড়া শুট করা সম্ভব নয়। গায়িকার মতে, শোয়ের ৬০ শতাংশ আসল হলেও ৪০ শতাংশ স্ক্রিপ্টেড থাকে। ময়ূরী জানালেন, শোয়ের কিছুটা তো স্ক্রিপটেড। এটা একটা শো, একটা ব্যবসা। আর এটাকে টিকিয়ে রাখার জন্য কিছুটা স্ক্রিপ্টেড অবশ্যই হয়’।
গানের প্রতিযোগিতা থেকে বাদ পড়ে যাওয়ার অনুভূতি নিয়ে ময়ূরীকে জিজ্ঞাসা করায় তিনি বললেন, “যেটা ডিক্লারেশন হয়ে যায় একবার ওটার পর খারাপ লাগা বা আর কোনো শোয়ের নিয়মকে প্রশ্ন করে খুব একটা লাভ হয় না। কারণ আমি তো আর সেই জায়গায় ফিরতে পারবো না। ওটাকে ছেড়ে সামনের দিকে এগিয়ে যাওয়া ভালো ভবিষ্যৎ নিয়ে ভাবা বেশি জরুরী। এলিমিনেট হয়েছি তো হয়েছি তাতে কি হয়েছে?”
আরও পড়ুনঃ ‘রিয়েলিটি শো একটা ব্যবসা, বেশিরভাগটাই স্ক্রিপ্টেড! ইন্ডিয়ান আইডলের অভিজ্ঞতা নিয়ে বি’স্ফো’রক মন্তব্য ময়ূরীর
অবশেষে, বর্তমানে গায়িকার স্বপ্ন কী? এই নিয়ে জিজ্ঞাসা করলে ময়ূরী বলে উঠলেন, প্রচুর বড় বড় শো করা বড় বড় পরিচালকদের সঙ্গে কাজ করা, নিজের একটা ব্যান্ড তৈরি করা এবং আর একাডেমিটাকে দাঁড় করানো। এটাই ময়ূরী সাহার এখন একমাত্র উদ্দেশ্য।