চলতি বছরের শুরু থেকেই টলিউডের (Tollywood) বিবাহ বিচ্ছেদের (Divorce) খবর যেন রোজনামচা হয়ে দাঁড়িয়েছে। সমাজ মাধ্যমের পাতায় চোখ রাখলেই প্রায় মিলছে পছন্দের তারকাদের বিচ্ছেদের খবর। কিছুদিন আগেই দশ বছরের দাম্পত্য জীবনে ইতি টেনেছেন সুদীপ মুখোপাধ্যায় এবং পৃথা চক্রবর্তী। অন্যদিকে ২১ বছরের দাম্পত্য শেষ করেছেন যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা। আর এবার খবর মিলল আরেক জনপ্রিয় দম্পতির বিবাহ বিচ্ছেদের।
এবার জানা গেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ‘জয়জিৎ বন্দ্যোপাধ্যায়’ (Joyjit Banerjee) এবং স্ত্রী শ্রেয়া ডিভোর্সের পথে হাঁটছেন। প্রসঙ্গত কুড়ি বছরের দাম্পত্য জীবন তাদেরও এবং সেই জীবনে রয়েছে একটি পুত্র সন্তান। সমাজ মাধ্যমে প্রায়ই সুখী পরিবারের ছবি ধরা পড়ে, জয়জিতের পোস্টে। সেই কারণে হঠাৎ এই খবর প্রকাশ্যে আসতেই হতবাক অনুরাগীরা। জানা গিয়েছে কিছুদিন আগে উত্তরবঙ্গে পরিবারের সাথে বেড়াতে গিয়েছিলেন অভিনেতা
কিন্তু এবার সেখানে দেখা মেলেনি শ্রেয়ার। এছাড়াও আগের বছর যৌ’ন হেন’স্থার অভিযোগ উঠেছিল জয়জিতের বিরুদ্ধে। জানা গিয়েছিল এক মডেলকে অভিনেতা হেন’স্থার চেষ্টা করেছেন। সেই সময় খবর পাওয়া গেছিলো স্ত্রী এর সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে তাই একই সাথে আর থাকছেন না তারা। সেই সময় অবশ্য এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন এইসব খবর মিথ্যে।
তার স্ত্রী এই কথা বিশ্বাস করেন তাই এই অভিযোগে তিনি গুরুত্ব দিচ্ছেন না। সেই সময় অভিনেতা আরো বলেন প্রতিটা সম্পর্কেই রাগ অভিমান ঝগড়া হয়েই থাকে একটা সম্পর্ককে স্বাভাবিকভাবে টিকিয়ে রাখতে হলে ভালোবাসার পাশাপাশি এইসবের প্রয়োজনও আছে। কিন্তু এবার টলিউডের ডিভোর্স ঝড়ের মধ্যে তাদের ডিভোর্সের খবর প্রকাশ্যে আসতেই রুখে দাঁড়ালেন তিনি।
আরও পড়ুনঃ নতুনের ফ্ল্যাট থেকে কমলিনীদের তাড়িয়ে দিল অনন্যা! তবে কি ঠাকুরপোর সঙ্গে আর কোনদিনও কথা হবে না বৌঠানের? পৌঢ় বয়সের সম্পর্কে টানাপোড়নের এই গল্প কেমন লাগছে দর্শকদের?
এবার এক সাক্ষাৎকারে অভিনেতা জানালেন, “এর আগেও অনেক ভুল খবর রটেছে আমাকে নিয়ে এবারও সেটাই করার চেষ্টা চলছে। তবে একটা কথা বলবো, আমার আর শ্রেয়ার মধ্যে সবকিছু ঠিক আছে। শ্রেয়া নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকায় আমাদের সাথে যেতে পারেনি, তাই সমাজমাধ্যমের কোনও মিথ্যে খবরে কান দেবেন না, নিজে যাচাই করে তবেই মান্যতা দেবেন।”