বাড়ির ছেলের বাড়িতে ফিরে এসেছে, তা সত্ত্বেও বাড়িতে অশান্তির শেষ নেই। স্টার জলসার গৃহপ্রবেশ ধারাবাহিকে আজকের পর্বে দেখা যাবে, জিনিয়া শুভ সঙ্গে কথা বলে তাঁর মনে কি নিয়ে অশান্তি চলছে তা জানতে চাই। প্রাথমিকভাবে শুভ বলতে না চাইলেও, পরবর্তীতে সে সবটাই বলে দেয় জিনিয়াকে।
জিনিয়া এই শুনে মনে মনে ভাবে, শুভ-আদির মধ্যে দূরত্ব তৈরি করার মত অস্ত্র সে পেয়ে গেছে। এরপর, শুভ সবার জন্য চা কফি বানাতে যাওয়ার সময় দেখে সেই একটা ছোট্ট কথা কাটাকাটি নিয়ে ঝামেলা এখনও তা বজায় রয়েছে মেজো ও ছোটো কাম্মার মধ্যে। সেবন্তী কোনো কিছুতেই তাঁদের মধ্যে মিটমাট করাতে পারছে না।
এমন সময় সারাদিনের কাজ সেরে বাড়ি ফেরে আদৃতরা। আর দেখে সেই ঝগড়া নিয়ে তুমুল কান্ড চলছে বাড়িতে। এই সময়ে আদি বুদ্ধি বার করে কেশব এবং পরিবারকে নিয়ে একটা মজাদার খেলা খেলতে থাকে যাতে দুই কাম্মার মধ্যে সব মিটমাট হয়ে যায়।
আর এই সময়তেই আদিকে বারংবার ফোন করতে থাকে মোহনা। মেসেজের মাধ্যমে মোহনা আদিকে বলে, তার খুব কথা বলতে ইচ্ছা করছে তাই সে আয়ানকে ফোন করেছে। এই দেখে আদি মোহনাকে বলে সে যেন তাকে আয়ান নামে না ডাকে আর তাকেই যেন বারবার ফোন করে বিরক্ত না করে।
আরও পড়ুনঃ টলিউডের ডিভোর্স ঝড়ের মাঝেই জনপ্রিয় দম্পতির বিচ্ছেদের গুঞ্জন! দুই দশক সংসার করার পর সম্পর্কে ইতি টানছেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়?
অন্যদিকে আবার দেখা যাচ্ছে, বাড়ির সবাইকে ইমপ্রেস করার জন্য জিনিয়া ঠাম্মির পায়ে তেল দিয়ে মালিশ করে দিচ্ছে আর মনে মনে ভাবছে এই বাড়িতে বউ হয়ে ঢোকার জন্য তাকে কত কিছুই না করতে হচ্ছে। জিনিয়ার এই রূপ দেখে সেবন্তী ভাবে, সেই আগে যতটা খারাপ ছিল এখন তার অনেক পরিবর্তন হয়েছে। অন্যদিকে, রাতের বেলা আদি শুভ এবং কেশবকে নিয়ে নিজের মতন করে সময় কাটাচ্ছে।