বেশ কিছুদিন ধরে অভিনয়ের জন্য নয় বরং ব্যক্তিগত জীবন ঘিরে আলোচনায় রয়েছেন অভিনেতা ‘যীশু সেনগুপ্ত’ (Jishu Sengupta)। অনেকদিন যাবত টলিউডের (Tollywood) তেমন কোনও সিনেমা দেখা মেলেনি অভিনেতার। গত বছর দেবের খাদান এর হাত ধরে আবার পর্দায় ফেরেন তিনি। এরপর ডান্স বাংলা ডান্স (Dance Bangla Dance) এর বিচারকের আসনে বসতে দেখা যাচ্ছে তাঁকে। ব্যক্তিগত জীবনে দুই কন্যা সন্তান এবং স্ত্রী নীলাঞ্জনাকে (Nilanjanaa Senguptaa) নিয়ে সুখী দাম্পত্য ছিল তাঁর। কিন্তু গত বছর সমাজমাধ্যমে খবর রটে দীর্ঘ একুশ বছরের বিবাহ জীবন ত্যাগ করেছেন অভিনেতা।
এই খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মনে নানান প্রশ্ন জাগে, আচমকাই কেন সুখী দাম্পত্য ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিলেন? আবার কি নতুন কোনও সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা? নাকি সবার মতন ট্রেন্ডে গা ভাসিয়ে এই সিদ্ধান্ত? এইসব প্রশ্ন যখন সবার মনে উঠছে তখনই প্রকাশ্যে আসে অভিনেতার নতুন সম্পর্কের কথা। বৈবাহিক জীবনের ইতি টানলেও আইনত সীলমোহর পড়েনি এখনও, অন্তত তেমনটাই খবর এখনোও। এরপরেও মুম্বাইয়ের ফ্ল্যাটে নিজে আপ্ত সহায়িকাকে নিয়ে লিভ ইন করছেন বলে জানা গেছে।
সমাজ মাধ্যমের পাতায় চোখ রাখলে দেখা যাবে অভিনেতা ইতিমধ্যেই স্ত্রী নীলাঞ্জনাকে অনফলো করে দিয়েছেন তাঁর সাথে মেয়ে সারা সেনগুপ্তকেও। যদিও নীলাঞ্জনা বেশ কিছুদিন আগেই যীশুকে আনফলো করে প্রোফাইলে নিজের পদবী পাল্টে শর্মা লিখে দিয়েছেন। এমনকি বড় মেয়ে সারা সেনগুপ্ত অনেকদিন আগে বাবাকে আনফলো করে দিয়েছেন। যে মেয়ে একদিন বাবা অন্ত প্রাণ ছিল, আজ বাবার পরকীয়া নিয়ে সেই মেয়েই সমাজ মাধ্যমে প্রায়শই সরব হন। প্রসঙ্গত বাবা-মায়ের দূরত্ব বাড়তে শুরু করলেই সারা আনফলো করে দেন বাবাকে।
সেই সময়ও তাঁর বেশ কিছু পোস্টে যীশু লাইক করতেন। অভিনয় জগতে সারাকে বাবা যীশুই ‘উমা’ ছবির মাধ্যমে নিয়ে আসেন। তবে এবার পাকাপাকিভাবে নিজের প্রচেষ্টায় অভিনয় নয় বরং মায়ের মত মডেলিং এই কেরিয়ার শুরু করেছেন সারা। কাজের সূত্রে পরিবারের সাথে বেশি সময় কাটাতে পারেন না, বোম্বেতে থাকতে হয় তাই প্রতিটা সমাজ মাধ্যমের পোস্টে শুধু মা আর বোনকে নিয়েই লেখেন। এমনকি বারবার বলেছেন মা নীলাঞ্জনই রোল মডেল বলেছে মেয়ে সারার কাছে। এর থেকে স্পষ্টই বেশ অনেকদিন ধরেই বাবার সাথে দূরত্ব বেড়েছে তাঁর।
প্রায় দু বছর ধরে কোনও বিশেষ দিনে দুই মেয়ে বা নীলাঞ্জনাকে নিয়ে কোনরকম পোস্ট করতে দেখা যায়নি যীশুকে। একসময় স্বামী স্ত্রী দুজনে মিলে একটি প্রোডাকশন হাউজ খুলেছিলেন। যার মাধ্যমে বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিক এনেছিলেন ছোট পর্দাতে। এর মধ্যে উল্লেখযোগ্য–হরগৌরী পাইস হোটেল। এবার খবর দুজনে ভিন্ন দুটি প্রোডাকশন হাউজ তৈরি করেছেন। টলিউডের নামকরা অভিনেতা তিনি, বহুদিন আগেই টলিউডের গণ্ডি পার করে বলিউডে পা রেখেছেন। অনুরাগী সংখ্যাও নিহাত কম না।
আরও পড়ুনঃ ঝকঝকে ভবিষ্যৎ, মোটা মাইনের সুরক্ষিত চাকরি! তবুও নিশ্চিত জীবন সরিয়ে অভিনয়কেই পেশা বাছেন স্বীকৃতি! তার সাহসিকতার গল্প শুনলে চমকাবে না আপনিও
তারপরেও পরকীয়ার মত কাজ যে তাদের প্রিয় অভিনেতা করতে পারে এমনটা এখনও বিশ্বাস করতে পারছেন না বহু ভক্ত। অনেকেরই দাবি, যাদের দেখে সমাজ শিক্ষা নেয় তারাই যদি এমন কাজ করে তার নেতিবাচক প্রভাব সমাজে পড়বে এটা তো স্বাভাবিক। অনেকে আবার অভিনেতাকে কটাক্ষ করে বলেছেন, “একুশ বছরের দাম্পত্য জীবন, বিবাহযোগ্যা কন্যা সন্তান থাকার পরেও কিভাবে অন্য নারীকে মন দিয়ে ফেললেন? একটা সম্পর্ক যখন এখনো শেষ হয়নি সেটার অপেক্ষা না করেই অন্য সম্পর্কে জড়িয়ে পড়া কি ঠিক?” এইসবের মাঝে অভিনেতা যদিও কুলুপ এঁটেছেন মুখে।