নিরাপত্তা ছেড়ে স্বপ্নের টানে এগিয়ে চলা অভিনয় জগৎ বাইরে থেকে যতই ঝলমলে দেখাক, বাস্তবে সেই পথে হাঁটা কিন্তু সকলের পক্ষে সম্ভব হয় না। বিশেষ করে, যখন হাতে থাকে নিশ্চিত ভবিষ্যতের চাকরির অফার আর মাসের শেষে মোটা মাইনের আশ্বাস—তখন সেই পথ ছেড়ে সম্পূর্ণ নতুন আর অনিশ্চিত একটি দুনিয়ায় পা রাখা নিঃসন্দেহে সাহসের কাজ। কিন্তু এমনই এক সিদ্ধান্ত নিয়েছিলেন এক তরুণী, যার স্বপ্নের কাছে কোনও গ্যারান্টিই ছিল না বড়।
বাংলা ছোটপর্দার পরিচিত মুখ তিনি। ‘খেলাঘর’, ‘মেয়েবেলা’ কিংবা ‘আলোর কোলে’র মতো ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। কিন্তু পর্দার আড়ালে তাঁর যাত্রাপথ ছিল একেবারেই আলাদা। নিজের স্কুল ও কলেজ জীবনে তিনি ছিলেন পড়াশোনায় ভীষণ মনোযোগী। স্বীকৃতি নিজেই জানিয়েছেন, তিনি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন এবং কলেজে থাকাকালীনই একটি নামী সংস্থায় চাকরির অফারও পেয়েছিলেন।
চাকরির চিঠি হাতে পেয়েই যেন নির্ধারিত হয়ে গিয়েছিল ভবিষ্যতের পথ। কিন্তু তখনই এল এক অপ্রত্যাশিত মোড়। একটি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন স্বীকৃতি। আর সেখান থেকেই প্রথম বার তাঁকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়। যদিও কখনওই ভাবেননি যে ছোটপর্দায় তিনি কাজ করবেন, তবুও জীবন যেন নিজেই নতুন রাস্তায় টেনে নিয়ে যায়।
‘খেলাঘর’ ধারাবাহিকে মুখ্য চরিত্রের জন্য প্রথম প্রস্তাব আসে স্টার জলসার পক্ষ থেকে। স্বীকৃতির তখনকার লক্ষ্য ছিল মূলত নাচ ও মডেলিং। তবু, যখন বুঝলেন এই সুযোগ একবার হারালে হয়তো আর আসবে না, তখন নিজের অভ্যন্তরীণ দ্বিধাকে কাটিয়ে উঠলেন। কারণ তাঁর কথায়, “ডিগ্রি সারাজীবন থাকে, কিন্তু সুযোগ আবার আসবেই এমন গ্যারান্টি নেই।” সেই মুহূর্তে তিনি বুঝেছিলেন, যা পাওয়ার এখনই সময়, ভবিষ্যতের জন্য অপেক্ষা করলে হয়তো অনেক কিছু হাতছাড়া হয়ে যাবে।
আরও পড়ুনঃ শুভকে কুপোকাত করার মোক্ষম অস্ত্র পেল জিনিয়া! ক্রমেই ভিলেন হচ্ছে মোহনা, অন্যদিকে শুভর প্রেমে মজে আদৃত! কী হতে চলেছে গৃহপ্রবেশ ধারাবাহিকে?
সবকিছু ছেড়ে অভিনয়ই যখন জীবনের সঙ্গী চাকরির মোটা মাইনের লোভ, নিশ্চিন্ত ভবিষ্যতের টান—সবকিছু পেছনে ফেলে স্বীকৃতি পা রেখেছিলেন অভিনয়ের অনিশ্চিত পথে। অনেকেই বলেছিলেন, এটা ভুল সিদ্ধান্ত। কিন্তু আজ বাংলার ঘরে ঘরে তাঁর পরিচিতি, দর্শকদের ভালোবাসা, এবং ধারাবাহিক সাফল্যই প্রমাণ করে দেয়—সেই ঝুঁকি নেওয়ার সিদ্ধান্তই ছিল তাঁর জীবনের সবচেয়ে সঠিক পদক্ষেপ।