‘ঘর পোড়া গরু তো, সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়’ এখানে কি ধরনের পরিস্থিতিরই সম্মুখীন হচ্ছে সকলের প্রিয় শুভ। স্টার জলসার গৃহপ্রবেশ ধারাবাহিকে আজকের পর্বে দেখা যাবে, দিনে দিনে আদি-শুভর মধ্যে অশান্তি বেড়েই চলেছে। এমন সময়, শুভ রেগে গিয়ে আদিকে জিজ্ঞাসা করে ‘কোন বন্ধু আরেক বন্ধুকে আই লাভ ইউ বলে?’। এই প্রশ্নের উত্তরে আদি শুভকে বলে, সে এখন মোহনাকে নিয়ে ও নিরাপদ নিজেকে মনে করছে তাই এই ভাবনাচিন্তা পোষণ করছে তাদেরকে নিয়ে।
অন্যদিকে দেখা যায়, সেবন্তী ডোনাকে নিয়ে দুঃখ করছে বাড়ির সবার কাছে। সেবন্তীর কথায়, ডোনা নিজে থেকে তাঁর সঙ্গে দূরত্ব সৃষ্টি করে রেখেছে, কোনো দায়িত্বই পালন করে না সে। এমন সময়, সেবন্তীর কথা শুনতে পেয়ে শুভ বলে, ডোনার সঙ্গে কথা বলে যেনো কথা বলে মিটমাট করে নেয়।
এমন সময়, বাড়িতে হঠাৎই এসে উপস্থিত হয় মোহনা। শুভর কথা মতো আয়ানের দেওয়া সব জিনিসও সঙ্গে করে নিয়ে আসে। মোহন শুভকে জিজ্ঞাসা করে, আয়ানের দেওয়া জিনিস গুলো তাঁর কাছে থাকলে কী হত? কিন্তু, এদিকে, মোহনার কোনো কথাই বুঝতে পারছে না শুভ। আর এই কথা শুনতে পায় আদি। এরপর, শুভর করার মেসেজ মোহনা দেখাই সবাইকে সেখানে স্পষ্ট করে লেখা আছে আদির দেওয়া সমস্ত জিনিস যেন তাকে ফেরত দিয়ে দেওয়া হয়।
কিন্তু শুভ বলতে থাকে সে কখনোই এই মেসেজটাকে করেনি। কিন্তু এই কথা আগে কিছুতেই বিশ্বাস করতে চাইছে না। এরপর মোহনাকে আদি নিজে থেকেই বলে, তার দেওয়া উপহার গুলি সে যেনো ফেরত নিয়ে যায়। মোহনা চলে যাওয়ার পর আদি শুভকে ঘরে ডাকে। আর তারপরেই দাম্পত্য জীবনের কলহ শুরু হয়।
আরও পড়ুনঃ অর্থের জন্য ভিজতে হয়েছিল বৃষ্টিতে, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃ’ত্যুর আগে কালী ব্যানার্জির শেষ দিনগুলি ছিল বিভীষিকাময়!
আদি বলে সে কিছুতেই তার শুভকে চিনতে পারছে না। গত এক বছর ধরে মোহনায় যে পরিমাণে আদির পিছনে সেবা-শুশ্রূষা করেছে তা কখনোই সে ভুলতে পারবে না। এরপর, শুভ আবার নিচে চলে আসে। শুভকে দেখে বাড়ির সবাই কথা ঘুরিয়ে দেয় আর শুভও ইচ্ছা করেই কেশবের কথা বলতে থাকে। অন্যদিকে দেখা যায় মোহনা বাড়িতে মাথা ঘুরে পড়ে গেছে। আর তার জন্যেই বাড়িতে আনা হয়েছে ডাক্তার। মোহনাকে দেখে ডাক্তার বলছে তাকে এখন ঠিকঠাক করে খাওয়া দাওয়া করতে হবে এবং বেড রেস্ট নিতে হবে।