টলিপাড়ায় ফের অশান্তি, বন্ধ হয়ে গেল শুটিং! অনির্বাণ ভট্টাচার্যকে বয়কট টেকনিশিয়ানদের! এবার কি আইনি পথে পরিচালকরা?

আজ অর্থাৎ, ১৪ মে এসভিএফ (SVF) প্রযোজিত একটি মিউজিক ভিডিয়োর শুটিং হওয়ার কথা ছিল ‘হুলি গান ইজম’ অ্যালবামের জন্য। গানটি ছিল ‘অনির্বাণ ভট্টাচার্য’র (Anirban Bhattacharya) গলায়, আর সেই ভিডিয়োতেও তাঁকে দেখা যাওয়ার কথা। যদিও অনির্বাণ ছিলেন না পরিচালক, কেবলমাত্র গানের সঙ্গে যুক্ত শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন। কিন্তু শুটিং শুরুর আগেই বাধা হয়ে দাঁড়াল ফেডারেশনের অসহযোগিতা। বাধ্য হয়ে সেই দিনের শুটিং বাতিল করতে হল ইউনিটকে। এই পরিস্থিতি ঘিরে টলিউডে ফের প্রশ্ন উঠছে— ফেডারেশনের রোষ কি এবার অনির্বাণের দিকেও ঘুরে দাঁড়াল?

প্রসঙ্গত, ‘হুলি গান ইজম’-এর আগের একটি গান পরিচালনা করেছিলেন ঋদ্ধি সেন। তিনি জানান, সেই সময় কোনওরকম সমস্যা তৈরি হয়নি। তাই এবারের ঘটনায় তাঁর কোনও প্রত্যক্ষ ভূমিকা না থাকলেও পরিস্থিতির বদল নিয়ে প্রশ্ন তুলছেন তিনি। পুরো শুটিং বাতিল হলেও, ফেডারেশনের তরফ থেকে কোনও অফিসিয়াল বিবৃতি আসেনি এখনও। অনির্বাণের প্রতিক্রিয়াও মেলেনি সংবাদমাধ্যমের তরফে যোগাযোগ করার পর। যা পরিস্থিতি, তাতে স্পষ্ট যে পরিচালকদের একটা বড় অংশের সঙ্গে ক্রমশ তিক্ত হয়ে উঠছে ফেডারেশনের সম্পর্ক।

শুধু অনির্বাণ বা এসভিএফ নয়, ১২ মে রাজা চন্দ পরিচালিত ওয়েব সিরিজের শুটিংও বাধা পেয়েছিল। খবর অনুযায়ী, শুটিং সেট তৈরি থাকলেও নির্দিষ্ট দিনে হাজির হননি টেকনিশিয়ানরা। শোনা যাচ্ছে, রাজা চন্দ ফেডারেশনের বিরুদ্ধে পরিচালকদের স্বাক্ষরিত এক নোটে সই করেছিলেন। যদিও ১১ তারিখ থেকেই তিনি আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর চেষ্টা করেন এবং পরদিনই শুটিং শুরু হয়। এই ঘটনাও বুঝিয়ে দেয়, টলিপাড়ার একটা বড় অংশ এখন দ্বিধার মধ্যে পড়েছে যে ফেডারেশনের পক্ষে না পরিচালকদের সঙ্গে?

এর আগেও একাধিক পরিচালকের শুটিং ব্যাহত হয়েছে এই টেকনিক্যাল জটিলতায়। কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায় এবং শ্রীজিৎ রায়ের শুটিং বন্ধ হওয়ার পর তাঁরাও সমাজ মাধ্যমে ফেডারেশনের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার কথা জানান। এর ফলে জয়দীপের ছবি ‘বেনারসে বিভীষিকা’র শুটিং শেষ হয়েছে এবং ১৬ মে তা মুক্তির অপেক্ষায়। তবে সকলের ক্ষেত্রেই সমাধান আসেনি। পরিচালক সুদেষ্ণা রায় তাঁর নতুন ছবির শুটিং নিয়ে ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন,

আরও পড়ুনঃ চান্দ্রেয়ী, রূপাঞ্জনা, জুনের মধ্যে যে কোন‌ও একজনকে রাগিনী চরিত্রে আনুন! ‘গালফোলা কু’টনিটাকে’ সরান! বুলেট সরোজিনীতে শ্রীময়ীর চরিত্র পরিবর্তনের দাবি জোরালো 

কীভাবে এক অস্বাভাবিক পরিবেশ তৈরি হয়েছে ইউনিটের চারপাশে, এরপর থেকে তাঁর শুটিংও বন্ধ। বর্তমানে প্রায় ১৫ জন পরিচালক এই পরিস্থিতি নিয়ে আইনি পথে হাঁটছেন। তাঁদের মধ্যে রয়েছেন সুদেষ্ণা রায়, পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য সহ আরও অনেকে। আইনি পদক্ষেপের ফলে বিষয়টি আরও জটিল হয়ে উঠছে ফেডারেশন বনাম পরিচালক লড়াইয়ে। আগামী ১৯ মে মামলার পরবর্তী শুনানি। এই সংঘাতের শেষ কোথায়, তা আপাতত সময়ই বলবে। তবে এত কিছুর মধ্যেও একটা বিষয় স্পষ্ট— টলিউডে কাজের পরিবেশ নিয়ে শঙ্কা বাড়ছে দিন দিন।