চান্দ্রেয়ী, রূপাঞ্জনা, জুনের মধ্যে যে কোন‌ও একজনকে রাগিনী চরিত্রে আনুন! ‘গালফোলা কু’টনিটাকে’ সরান! বুলেট সরোজিনীতে শ্রীময়ীর চরিত্র পরিবর্তনের দাবি জোরালো

কথায় আছে, ‘কর্তার ইচ্ছাতেই কর্ম’ অর্থাৎ কাজের জায়গায় যিনি মালিক, তিনি যা চাইবেন তাই হবে। এই ধারণা শুধু কাজের জায়গায় নয়, বিনোদন জগতে এই প্রবাদের প্রভাব দেখতে পাওয়া যায়। সম্প্রতি সবে কিছুদিন হলে শুরু হয়েছে স্টার জলসা নতুন ধারাবাহিক ‘বুলেট সরোজিনী’।

এই সিরিয়াল শুরু হওয়ার আগে থেকেই প্রমোতে দেখা গেছে, গল্পের নায়িকা থেকে শুরু করে নেতিবাচক চরিত্রে কারা কারা অভিনয় করছেন সেই কলাকুশলীদের। তবে, এখন কিছুদিন ধারাবাহিক টেলিকাস্ট হওয়ার মধ্যেই গল্পের নেতিবাচক চরিত্র নিয়ে দর্শকরা বেঁকে বসেছেন।

টেলি পাড়ার জোর গুঞ্জন, দর্শকেরা নাকি এই সিরিয়ালে রাগিনীর চরিত্রে দেখতে চাইছে না অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে। কিন্তু, কেন? খোঁজ নিয়ে জানা গেল, ‘শ্রীময়ী নাকি এই চরিত্রে বড্ডই বেমানান। আর ওর অভিনয়ও খুব কাঁচা’, তাই দর্শকেরা আর তাকে এই চরিত্রে দেখতে চাইছেন না।

অন্যদিকে দর্শকেরা এই ধারাবাহিক নির্মাতাদের এই ইন্ডাস্ট্রির আরও কয়েকজন নামজাদা দাপুটে অভিনেত্রীর নাম সুপারিশ করেছেন। সেই অভিনেত্রীরা হল- জুন মালিয়া, চান্দ্রেয়ী ভট্টাচাৰ্য, রূপাঞ্জনা মিত্র ও নিবেদিতা মুখার্জী। দর্শকদের কথায় এমন এক জাদরেল চরিত্র এই ধরনের অভিনেত্রী ছাড়া তা পূর্ণতা পাবে না।

আরও পড়ুনঃ শুভ-মোহনাকে একই শাড়ি উপহার দিল আদি! এদিকে, হোটেলের মধ্যে মোহনাকে পিছন থেকে জড়িয়ে ধরল আদি! আদি-শুভর বিচ্ছেদ কী এবার অনিবার্য? 

কিন্তু, এখন অনেক সমালোচকদের মনেই প্রশ্ন, দর্শকরা যা বলছেন তা কেবলই কী চরিত্রের খাতিরে নাকি শ্রীময়ীর ব্যক্তিগত জীবনের গল্পের প্রভাব তাঁর পেশাগত জীবনে পড়েছে বলে অনুমান করছেন? অন্যদিকে আবার আরেকটা প্রশ্ন উঠে আসে, দর্শকদের মত অনুযায়ী চ্যানেল কর্তৃপক্ষ কিংবা ধারাবাহিক নির্মাতারা রাগিনীর চরিত্রে অন্য কাউকে আদৌ আনবেন কি?