ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ‘নন্দিনী চট্টোপাধ্যায়’ (Nondinii Chatterjee) বাংলা বিনোদন জগতের অত্যন্ত পরিচিত মুখ। মা, কাকিমা কিংবা প্রতিবাদী চরিত্রে তাঁর অভিনয় বহুবার মন জয় করেছে দর্শকদের। কখনও খলনায়িকা (Antagonist) , কখনও আবার মায়ের চরিত্রে তিনি বারবার প্রমাণ করেছেন অভিনয়ে নিজের দক্ষতা। কিন্তু এবার তাঁকে পর্দায় নয়, বাস্তবেই এক ভয়ঙ্কর অভিজ্ঞতার (Bad Incident) মুখোমুখি হতে হয়েছে। সমাজ মাধ্যমে নিজের শারীরিক অবস্থার যে ছবি তিনি শেয়ার করেছেন, তা দেখে শোরগোল পড়ে গিয়েছে অনুরাগীদের মধ্যে।
নন্দিনী চট্টোপাধ্যায় সমাজ মাধ্যমে খুব সক্রিয় থাকেন।সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে তাঁর দুটি হাতই মোটা প্লাস্টারে মোড়া। ঘরে বসে বালিশে হাত রেখে তিনি ছবির জন্য পোজ দিয়েছেন ঠিকই, কিন্তু মুখে লেগে থাকা হাসির আড়ালে যে কতটা যন্ত্রণা লুকিয়ে রয়েছে, তা সহজেই বোঝা যায়। ক্যাপশনে লিখেছেন, ‘‘খারাপ ভাবে পড়ে গিয়েছি। চিকিৎসা চলছে, আগামী দুই সপ্তাহ ক্রিটিক্যাল কেয়ারের মধ্যেই থাকব।’’
অভিনেত্রীর এই অবস্থা দেখে রীতিমতো চিন্তায় পড়েছেন অনুরাগীরা। কীভাবে এমন দুর্ঘটনা ঘটল? তা নিয়েও নিজেই মুখ খুলেছেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে জানিয়েছেন, কোনও শ্যুটিং স্পটে নয়, একেবারে বাড়িতে পড়েই এমন অবস্থা হয়েছে তাঁর। শুরুতে তেমন কিছু মনে না হলেও পরে ব্যথা বাড়তে থাকায় চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। পরীক্ষা করে জানা যায়, তাঁর দু’টি হাতেই চিড় ধরেছে এবং অস্ত্রোপচারেরও প্রয়োজন পড়ে।
বর্তমানে অপারেশন হয়েছে দুই হাতেই এবং আপাতত তিনি বিশ্রামে রয়েছেন। এই মুহূর্তে হিন্দি ধারাবাহিক ‘নয়নতারা’র শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন নন্দিনী। কিন্তু হঠাৎ এমন শারীরিক অবস্থার জন্য কাজ থেকে ছুটি নিতে বাধ্য হয়েছেন তিনি। তবে কাজপাগল এই অভিনেত্রী জানিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব তিনি শ্যুটিং ফ্লোরে ফিরতে চান। নিজের সুস্থতার প্রতি মনোযোগ দিচ্ছেন তিনি, তেমনই শিল্পী হিসেবে কাজের দিকেও নজর রাখছেন।
আরও পড়ুনঃ দেবী রূপে তিনি অনবদ্য! আবারও কালী রূপে পর্দায় ফিরছেন পায়েল দে! কবে আসছে নতুন ধারাবাহিক?
এদিন অভিনেত্রী জানান, বর্তমানে আগের তুলনায় তিনি অনেকটাই ভালো আছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, তাড়াতাড়ি আবার ফিরবেন কাজে। তাঁর এই মনের জোর এবং পেশাদারিত্ব দেখে সমাজ মাধ্যমে প্রশংসা করেছেন বহু অনুরাগী। প্রিয় অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনায় ভরে উঠেছে কমেন্ট সেকশন। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে আবার পর্দায় হাসিমুখে ফিরে আসবেন তিনি। আমরাও অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করি!