টেলিকাস্ট-এর আগেই বাধাপ্রাপ্ত নতুন সব সিরিয়াল! কোন কারণে থেমে গেল স্টুডিওপাড়ার আসন্ন সব ধারাবাহিকের কাজ? আদৌ টেলিকাস্ট হবে?

এই মুহূর্তের বড়ো খবর! ফের সমস্যার সম্মুখীন হয়েছে টলিউড ইন্ডাস্ট্রি। সম্প্রতি, বিনোদন জগতের ধারাবাহিক মহলে আবারও আসতে চলেছে তিন তিনটি নতুন সিরিয়াল। স্টার জলসা ও জি বাংলায় আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে এই ধারাবাহিকগুলি।

ইতিমধ্যেই এই সিরিয়ালগুলোর প্রথম প্রমো প্রকাশ্যে এসেছে। জি বাংলায় আসছে ‘দাদামনি’ ও ‘কুসুম’। অন্যদিকে, স্টার জলসায় আসছে ‘রানী ভবানী’। বলা ভালো এই তিনটে গল্পই একে অন্যটার থেকে একেবারে আলাদা। কিন্তু, সিরিয়াল শুরু হওয়ার আগেই বাধার মুখে পড়েছে ধারাবাহিক কর্তৃপক্ষ।

তবে, বেশ কিছুদিন ধরে টলিপাড়া আবারও হয়ে উঠেছে উত্তাল। শোনা যাচ্ছে দীর্ঘ সময় ধরে নাকি বেতন বৃদ্ধি হয়নি টেকনিশিয়ানদের। আর, তার জেরেই টেকনিশিয়ানরা সিদ্ধান্ত নিয়েছেন নতুন ধারাবাহিকের কাজে তারা হাত দেবেন না। তবে, ইন্ডাস্ট্রি যাতে একেবারে অচল হয়ে না পড়ে তার জন্য এখনো পুরনো ধারাবাহিকে কাজ করে যাচ্ছেন সেই টেকনিশিয়ানরা।

টেকনিশিয়ানদের বেতন বৃদ্ধি নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলায় পরিচালক-প্রযোজকসহ টেকনিশিয়ানদের একাংশ আশ্বাস দেয় বেতন বৃদ্ধি করা হবে। কার্যত, টেকনিশিয়ানদের এই শর্ত মানলেই আসন্ন সকল ধারাবাহিকের কাজ পুনরায় শুরু হবে। এখন দেখার বিষয় এটাই যে প্রযোজকরা ঠিক কতটা তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করতে পারবে?

আরও পড়ুনঃ কমলিনীর পাশে মিঠি! বর্ষার মুখোশ খুলে মায়ের অপমানের বদলা নিলো মিঠি! চিরসখা ধারাবাহিকের মিঠি চরিত্র কতটা জায়গা করতে পেরেছে দর্শকের মনে?

প্রসঙ্গত, এদিকে আবার টেলিভিশনের এই প্রথমবার মুখ্য ভূমিকায় অভিনয় করতে চলেছে ইন্দ্রানীকন্যা রাজনন্দিনী পাল। রাজনন্দিনীর এই ধারাবাহিক আসছে বাংলা টকিজের প্রযোজনায়। নিনি চিনিজ মাম্মা’র প্রোডাকশনে আসতে চলেছে প্রতীক সেনের আগামী ধারাবাহিক দাদামণি এবং অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট-এর ব্যানারে আসছে অঞ্জনা বসু অভিনীত কুসুম।

You cannot copy content of this page