বাংলা টেলিভিশনের বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে যাঁরা সৌন্দর্য ও অভিনয়, দুটি ক্ষেত্রেই নজর কেড়েছেন, তাঁদের তালিকায় নাম উঠে আসে ‘আরাত্রিকা মাইতি’র (Aratrika Maity) ও। জি বাংলার ‘মিঠিঝোরা’ (Mithijhora) ধারাবাহিকে রাই চরিত্রে তাঁর অভিনয় ইতিমধ্যেই খুব প্রশংসিত হয়েছে। এবার শোনা যাচ্ছে, সৃজিত মুখোপাধ্যায়ের আসন্ন ‘লহো গৌরঙ্গের নাম রে’ (Lawho Gouranger Naam Re) ছবিতে লক্ষ্মীপ্রিয়া রূপে বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন, তবে এবার নতুন করে আলোচনার কেন্দ্রে অভিনেত্রীর চেহারা।
অনেকেই আরাত্রিকার চেহারায় কোথাও যেন ফিরে পাচ্ছেন অতীতের কিংবদন্তি, ‘মহানায়িকা সুচিত্রা সেনে’র (Mahanayika Suchitra Sen) ছায়া! সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে আরাত্রিকার কিছু ছবি, যেখানে তাঁকে কখনও হাসিমুখে আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখা গেছে, আবার কখনো শুধু কাজল পড়া টানা টানা সেই চোখ, যা এক নজরে দেখলে মনে হবে অবিকল মহানায়িকার চোখ জোড়া!
বিশেষ কিছুই না, নিজের বাড়িতে বসেই অবসরে তোলা সেই ছবিগুলিতে দেখা গেছে, অবিকল মহানায়িকার মতো মুখের অভিব্যক্তি। সেগুলিই অনেকের মনেই টেনে এনেছে সুচিত্রা সেনের স্মৃতি। আশ্চর্যের বিষয়, এই ছবিতে কোনও মেকআপ বা ফিল্টারের ব্যবহার নেই, শুধুমাত্র সাদাকালো কিছু ছবি। আরাত্রিকার এই চেহারার অভিব্যক্তি ঈশ্বর প্রদত্ত বলেই মনে করছেন অনেকে।
সুচিত্রা সেনের সঙ্গে মুখের মিল নিয়ে এর আগেও একাধিকবার আলোচনা হয়েছে। স্বয়ং ধারাবাহিকের প্রযোজক আরাত্রিকার একটি ছবি সমাজ মাধ্যমে ভাগ করে নিয়ে এই প্রসঙ্গ প্রথম তুলেছিলেন, সেখানেই কোথাও যেন মহানায়িকার ছোঁয়া খুঁজে পেয়েছিলেন দর্শকেরা। যদিও হুবহু নয়, কিন্তু মুখের কিছু এক্সপ্রেশন, চোখে মুখে অভিব্যক্তির যে সহজ ভাষা, সেই দিক থেকেই তুলনা টেনেছেন অনেকেই।
নেটিজেনদের প্রতিক্রিয়া বলছে, এই প্রজন্মে সুচিত্রা সেনের মতো অভিব্যাক্তি কিংবা চারিত্রিক গুণাবলী পাওয়া সত্যিই বিরল, কিন্তু আরাত্রিকার কাছে জন্মগতই রয়েছে সেটা। একজন মন্তব্য করেছেন, “আমি যেন নতুন সুচিত্রা সেনকে দেখছি, তোমার মধ্যে দিয়ে।” আরেকজন আবার মজা করে লিখেছেন, “তুমি কি মহানায়িকার দূর সম্পর্কের কেউ?” যদিও এই সব কথাকে আরাত্রিকা কতটা গুরুত্ব দেন, তা এখনো অজানা। তবে সমাজ মাধ্যমে এই নিয়ে যে ভালোবাসায় ভেসে যাচ্ছেন, সেটা কিন্তু স্পষ্ট।
আরও পড়ুনঃ “নিজেকে বিলিয়ে দিলে কাজ মিলত”,”প্রযোজক আমাকে ফ্ল্যাটে ডাকে, হুইলচেয়ারে বসেই নোংরা প্রস্তাব দেয়”— অনামিকা সাহা শোনালেন গা শিউরে ওঠা অভিজ্ঞতা! কিভাবে নিজেকে রক্ষা করেছিলেন তিনি?
যদিও সত্যি কথা বলতে, সুচিত্রা সেনের মতো কিংবদন্তি অভিনেত্রীদের সঙ্গে তুলনা কারোর সাথেই হয় না, তাঁরা অতুলনীয়! তবে নতুন প্রজন্মের কারও মধ্যে যদি তাঁদের ছায়া দেখা যায়, তা নিঃসন্দেহে আনন্দের। আরাত্রিকার মুখে সেই স্মৃতি যদি একটু হলেও ফিরে আসে, তাহলে তাতেই আপ্লুত দর্শক। আর এই ভালোবাসা যে তাঁর আগামী দিনের যাত্রাপথকে আরও উজ্জ্বল করবে, তা বলাই বাহুল্য।