শুভলক্ষ্মীর সংসার ভাঙনের মুখে! এক ছবিতেই ভাঙতে বসেছে বিশ্বাস! আদৃত কি সত্যিই দোষী? এবার কার ষড়যন্ত্রে আলাদা হচ্ছে শুভলক্ষ্মী-আদৃতের পথচলা?

স্টার জলসার জনপ্রিয় ‘গৃহপ্রবেশ’ (Grihoprobesh) ধারাবাহিকে ফের জমে উঠেছে গল্প। শুভলক্ষ্মী ও আদৃতের সম্পর্ক কিছুদিন যাবত নতুনভাবে গড়ে উঠছিল, ঠিক তখনই নেমে এল অন্ধকার। ফের একবার সম্পর্কের মধ্যে ছায়া ফেলছে সন্দেহ আর প্রতারণা। তবে এবার এই টানাপোড়েনের নেপথ্যে উঠে এসেছে এক মারাত্মক ষড়যন্ত্র। যে ষড়যন্ত্রের সূত্রপাত হয়েছে এক রহস্যময় গিফট আর এক চেনা ব্যক্তির প্রতিশোধ দিয়ে!

শুভলক্ষ্মী কী আদৃতকে ফের হারাবে? ইঙ্গিত মিলল নতুন প্রোমোতে। নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, মোহনার দাদা আকাশ আর শুভলক্ষ্মী একসঙ্গে এক গুরুত্বপূর্ণ প্রমাণ নিয়ে আলোচনা করছে। আকাশের জন্মদিনে একটি উপহার এবং কার্ড আসে শুভলক্ষ্মীর নামে, যার লেখাগুলি রোমান হরফে লেখা, আর এখানেই শুরু হয় রহস্যের জট! শুভলক্ষ্মী আকাশকে জানায়, এই লেখার ধরন তার নয়, বরং এক বিশেষ ব্যক্তির হাতের লেখা এটি।

Tollywood serial Grihaprabash, star jalsha, Ushasi Roy, Sushmit Mukherjee, Entertainmentnews, entertainment, বিনোদন, স্টার জলসা, অভিনেতা, অভিনেত্রী, টলিউড,গৃহপ্রবেশ, সুস্মিত মুখার্জী, ঊষসী রায়, সিরিয়াল, ধারাবাহিক

আকাশও সম্মত হয় যে অন্য ব্যক্তিই সম্ভবত এই লেখা লিখেছে। এখানেই ইঙ্গিত মেলে পুরনো কারোর ষড়যন্ত্রের। এই পরিস্থিতিতে আদৃতের ওপর অবিশ্বাস তৈরি হয়েছে শুভলক্ষ্মীর। যদিও আদৃত নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে বারবার, তবুও শুভলক্ষ্মী কিছুতেই মানতে রাজি নয়। শুভলক্ষ্মী হঠাৎ তাঁকে জিজ্ঞেস করে – “নিজের স্বামীকে এই অবস্থায় অন্য কারও সঙ্গে দেখলে কোন বউয়ের কষ্ট হবে না?”

শুভ এরপর একটি ছবি দেখায় আদিকে, যেখানে মোহনার সঙ্গে ঘনিষ্ঠ মুহুর্তে রয়েছে সে, আর এতেই চাপা পড়ে যায় তাঁর সততার প্রমাণ। আদৃতের প্রতি শুভলক্ষ্মীর বিশ্বাস যে ভাঙতে বসেছে, তা আর অস্বীকার করার আর উপায় নেই। তবে প্রশ্ন একটাই, এই জটিলতার পেছনে কে? মোহনা কি আদতেই আদৃতের সন্তানের মা হচ্ছেন? নাকি আকাশ ফাঁদ পেতছে?

আরও পড়ুনঃ আরাত্রিকার ছবিতে সুচিত্রা সেনের ছোঁয়া! হাসিমুখে তাকিয়ে রয়েছেন রাই, নেটিজেনদের দাবি— ‘ফিরে এলেন সুচিত্রা সেন!’ তবে কি নেটিজেনদের চোখে ‘নতুন মহানায়িকা’ আরাত্রিকা?

কিন্তু এদের আড়ালেও যে একজন রহস্যজনক ব্যক্তিত্ব আছে, তাঁর ছায়াও এবার ক্রমশ স্পষ্ট হচ্ছে। আগেও যে সুযোগ পেয়ে শুভকে প্রভাবিত করার চেষ্টা করে, সেই জিনিয়াই কি এবার সম্পর্ক ভাঙার খেলায় মেতেছে? এই সব প্রশ্নের উত্তর এখনও অধরা। তবে একথা স্পষ্ট যে, ‘গৃহপ্রবেশ’-এর এবার কেউ তৈরী করছে গভীর ষড়যন্ত্রের ছায়া। আপনাদের কি মনে হয়, কে রয়েছে এই সবকিছুর পেছনে?