কিছুদিন আগেই শেষ হয়েছে জি বাংলার ‘অমর সঙ্গী’ (Amar Sangi)। শুরু থেকেই প্রায় তিনবার সময় বদলের মুখে পড়ে এই ধারাবাহিক, তবে শেষ রক্ষা করা যায়নি। এতবার সময় পরিবর্তনের পরেও টিআরপি তুলতে ব্যর্থ হয়, ফলে অল্প দিনেই যাত্রা থেমে যায় ‘অমর সঙ্গী’র। এই ধারাবাহিকের মুখ্য চরিত্র ছিলেন অভিনেতা ‘নীল ভট্টাচার্য’ (Neel Bhattacharya) এবং ‘শ্যামৌপ্তি মুদলি’ (Shyamoupti Mudly)।
শুরু থেকেই তাদের জুটি দর্শকদের একাংশের কাছে বেশ জনপ্রিয়তা লাভ করেছিল। বর্তমানে নীল পাড়ি দিয়েছেন স্বপ্নের নগরী মুম্বাইতে। কিন্তু শ্যামৌপ্তির কি খবর? কিছুদিন আগেই জানা গিয়েছিল এক বন্ধুর সাথে মিলে, নতুন প্রজন্মের কথা মাথায় রেখে জামা কাপড়ে ব্যবসা শুরু করেছেন তিনি। এমনকি উদ্বোধনী অনুষ্ঠানে প্রিয় মানুষ ‘রণজয় বিষ্ণু’র দেখাও মিলেছিল।
তবে এবার শোনা যাচ্ছে, নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন শ্যামৌপ্তি। অমর সঙ্গী ধারাবাহিক শেষ হওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই টেলিভিশনে একেবারে নতুন রূপে দর্শকদের সামনে আসতে চলেছেন তিনি। যদিও তাঁকে আর কোনও নতুন ধারাবাহিকে প্রধান নায়িকার ভূমিকায় দেখা যাবে না, এমনকি বড় পর্দা বা রিয়েলিটি শোতেও নয়। তবে এবার কোথায় দেখা যাবে তাঁকে?
বরং ছোট পর্দায় তিনি বিশেষ অতিথি হিসেবে আসবেন। সান বাংলার ‘পুতুল টিটিপি’ ধারাবাহিকে বিশেষ অতিথি চরিত্রে নজর কেড়াবেন শ্যামৌপ্তি। এই ধারাবাহিকে তাঁর উপস্থিতি গল্পে এক গুরুত্বপূর্ণ মোড় নিয়ে আসবে। ধারাবাহিকে একটি বিশেষ পর্বে দেখা যাবে পুতুল তার জামাইষষ্ঠীর দিনে বিপদের সম্মুখীন হয় এবং সেই সময় পাশে দাঁড়ায় শ্যামৌপ্তি মুদলি, যদিও এই চরিত্র সাময়িক।
ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন ‘খেয়ালি মন্ডল’ এবং ‘সৈয়দ আরেফিন’। যদিও এই মুহূর্তে কোন নতুন ধারাবাহিকে ফিরছেন না শ্যামৌপ্তি, তবে কিছুদিন আগে এক সাক্ষাৎকারে তিনি জানান, “ধারাবাহিকেই সব সময় কাজ করতে চেয়েছি, ওটাই আমার পছন্দের জায়গা।” এই মুহূর্তে ব্যবসায়ের সম্পূর্ণ মনোযোগ দিয়েছেন তিনি। কিন্তু ভবিষ্যতে ফেরার প্রসঙ্গও একদম উড়িয়ে দেননি।
আরও পড়ুনঃ স্টারডমে নয়, মাটির কাছাকাছি থাকেন পল্লবী! একাকীত্ব তাঁর শক্তি, অভিনয় তাঁর পরিচয়— এবার পেলেন ‘সেরা অভিনেত্রীর পুরস্কার’! দিলেন নতুন ধারাবাহিকে ফেরার প্রতিশ্রুতি?
এখনও পর্যন্ত তাঁর নতুন কোনও ধারাবাহিকের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না হলেও, অনুরাগীদের ভরসা দিয়েছেন খুব তাড়াতাড়ি ফিরবেন ছোট পর্দায়। তবে অভিনয় ও ব্যবসার মধ্যে ভারসাম্য রেখে শ্যামৌপ্তি নিজেকে আরও এগিয়ে নিয়ে চলেছেন। তাঁর এই প্রত্যাবর্তনকে শুভেচ্ছা জানিয়ে অপেক্ষায় আছে দর্শকরা।