শুভকে সারা নিউইয়র্কে খুঁজে না পেয়ে পাগল হয়ে উঠেছে আদি! এদিকে, সব সমস্যার সমাধান করার সিদ্ধান্ত নিয়েছে শুভলক্ষী! শুভ কি পারবে মোহনার আসল রূপ সকলের সামনে আনতে?

শুভকে রাস্তায় রাস্তায় ঘুরতে গিয়ে পাগল হয়ে উঠছে আদৃত। স্টার জলসা গৃহপ্রবেশ ধারাবাহিক আজকের পর্বে দেখা যাবে শুভ গিয়ে পৌঁছেছে আদির ডক্টরের ক্লিনিকে এটা জানার জন্য যে, সে কী জন্য কিছুদিন আগে আদৃত তাঁর কাছে এসেছিল? তবে, পেশারদের গোপনীয়তা রক্ষা করার জন্য ডাক্তার তাঁকে কোনোকিছুই বলেনি।

এমন সময়, শুভ মনে মনে ভাবে এটাই তাঁর কাছে শেষ সুযোগ ছিল আদির ব্যাপারে জানার জন্য। তাই, ডাক্তারের চেম্বার থেকে বাইরে বেরিয়ে মনে মনে ভাবছে কী ভাবে সেইদিনের তথ্য সংগ্রহ করা যায় যেদিন আদি এখানে এসেছিল? এরপর, চেম্বার থেকে ডাক্তার চলে গেলেও শুভ সেখানে দাঁড়িয়ে থাকে আর শরীর খারাপের নাটক করে রিসেপসানিষ্টকে বলে ডাক্তার ডাকতে। আর, সেই ফাঁকে শুভ ল্যাপটপ ফাইল ঘেঁটে জেনে নেয় কোন দিন সে চেম্বারে এসেছিল।

এরপর, ডাক্তার শুভর কাছে এলেও তত হলে তার সবকিছু জানা হয়ে গেছে। এদিকে, শুভকে পাগলের মতন নিউইয়র্কের প্রতিটা রাস্তায় খুঁজে বেড়াচ্ছে আদি ও তাঁর দুই ভাই। শুভকে খুঁজতে খুঁজতে রাত হয়ে গেলেও আদি হাল ছাড়ছে না। তাই, মাঝ রাস্তায় আদি বলাতে সমিত-ঋদ্ধি গাড়ি থেকে নেমে বাড়ি চলে যায়।

এমন সময়, আদিও গাড়ি থেকে নেমে শুভর নাম ধরে চেঁচিয়ে তাঁকে ডাকতে থাকে। এমন সময়, শুভ কোন রকমে চেম্বার থেকে বেরিয়ে আসে আর মনে মনে ভাবে আজকে খুব বাঁচা বেঁচে গিয়েছে সে। এমন সময়, শুভ দেখতে পায় আদি মাঝ রাস্তায় বসে তাঁর নাম ধরে ডেকে কাঁদছে।

এই দেখে শুভ মন খারাপ হলেও সেই নিজেকে শক্ত করে নেয় আর এই অশান্তি থেকে নিজেদেরকে বার করে আনার জন্য আদির থেকে দূরে থাকে। এদিকে, স্টেফনি কিছুতেই কেশবকে শান্ত করাতে পারছে না বাধ্য হয়ে শুভকে ভিডিও কল করেছে। এই সময়, শুভ ভিডিও কলের মাধ্যমে কেশবকে শান্ত করাতে চাইলেও কেশব শান্ত হয় না।

আরও পড়ুনঃ স্বতন্ত্র-কমলিনীর জীবনে দুই নতুন মুখের আগমন! ‘চিরসখা’তে নতুন ঝড় তুলতে আসছেন দুই জনপ্রিয় টেলি অভিনেত্রী! কোন চরিত্রে এন্ট্রি নিচ্ছেন এই দুই অভিনেত্রী?

এদিকে, আদি কোনোরকমে বাড়ি ফিরলেও তাঁকে শান্ত করতে পারছে না সেবন্তী। ঠিক এমন সময়তেই আদি ওপরের ঘর থেকে আবারও শুভর গলা পায়। তাই, দৌড়ে ঘরে গিয়ে দেখে কেশব ঘুমাচ্ছে। এই সময় আদি স্টেফনিকে শুভর ব্যাপারে জিজ্ঞাসা করায় সে কিছুই বলে উঠতে পারে না। এরপর, সেবন্তী এসে আদিকে শান্ত করার চেষ্টা করে। এদিকে, মহা আনন্দে রয়েছে মোহনা। সে মনে মনে ভাবছে আজ আদি শুভকে খুঁজতে গেলেও এরপর থেকে আয়ানের সঙ্গে এক বাড়িতে, এক ঘরে সে’ই বসবাস করবে।

You cannot copy content of this page