“বৌমা আমার একটা খোঁজ নেয় না, দেখাও করতে আসে না”— মুখ খুলেই বি’স্ফো’রণ শাশুড়ি মায়ের! শাশুড়ির মুখে ‘জগদ্ধাত্রী’র মেহেন্দি তথা বৌমা ঋতুরাইয়ের অজানা দিক! শুনে চমকে গেলেন দর্শক!

জি-বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। সম্প্রতি হাজার পর্বের মাইলফলক পেরিয়ে এখনও টিআরপি তালিকায় ওপরের দিকেই রয়েছে এই মেগা। গল্পের নিত্য নতুন মোড়, চরিত্রের অভিনয়, সব কিছুই দর্শকের বেশ পছন্দের। তবে এই ধারাবাহিকে একটি বিশেষ চরিত্র রয়েছে যেটা দর্শকদের মধ্যে আলাদা প্রভাব ফেলেছে—তা হল মেহেন্দি।

ছোটপর্দার এই ভয়ংকর ভিলেনের চরিত্রে অভিনয় করছেন ‘ঋতুরাই আচার্য’ (Ritu Rai Acharya), দৃঢ় অভিনয় দিয়ে নিজেকে আলাদা জায়গায় গড়েছেন দর্শকমনে। মেহেন্দি চরিত্রটিকে শুরু থেকেই একটি নিষ্ঠুর, ঠান্ডা মাথার ষড়যন্ত্রকারী ভিলেন হিসেবে দেখানো হচ্ছে। ঋতুরাইয়ের চোখের এক্সপ্রেশন, গলার আওয়াজ আর বডি ল্যাঙ্গুয়েজ একেবারে চরিত্রের সঙ্গে মিশে গিয়েছে।

অনেক দর্শক সমাজ মাধ্যমে তার এই রূপ দেখে যেমন সমালোচনা করেন, তেমন প্রশংসাও করেন। এই চরিত্রের জন্য তিনি টিভি দর্শকদের মনে ভয় ও কৌতূহল, দুটোই সৃষ্টি করতে সক্ষম হয়েছেন। তবে বাস্তব জীবনে ঋতুরাই আচার্য একেবারেই আলাদা। সম্প্রতি ‘দিদি নাম্বার ওয়ান’-এর মঞ্চে হাজির হয়েছিলেন তিনি, সঙ্গে ছিলেন তাঁর শাশুড়ি। সেখানেই ঘটে এক মজার ঘটনা।

শাশুড়ি মা মজার ছলেই জানান, টিভিতে বৌমাকে দেখলে তার সত্যিই ভয় লাগে! শুধু তাই নয়, অভিযোগের সুরে তিনি বলেন, বৌমা নাকি ফোন করে খোঁজও নেয় না, একবারও দেখা করতে আসে না। এই কথায় গোটা মঞ্চে হাসির রোল ওঠে। তবে এই খোলামেলা পরিসরে শাশুড়ি-বউয়ের এমন কথোপকথন দেখে দর্শকেরা বুঝতে পারেন, সম্পর্কের রসায়ন বেশ মজার এবং আন্তরিক।

আরও পড়ুনঃ চাঁদু এতদিন পরকীয়া সম্পর্কে ছিল, জানাল কমলিনী! এদিকে, চন্দ্রর গত ২০ বছরের অজানা রহস্য নিয়ে হাজির মিটিল! তবে, কি এবার মুখার্জি বাড়ির সকলে জানতে পারবে চাঁদু নিরুদ্দেশ হওয়ার আসল কারণ?

শাশুড়ি মায়ের মুখে শোনা যায়, ছোট ‘ঋতু’ আসলে তাঁর আর কোনও আক্ষেপ থাকবে না। ভিলেন চরিত্রে ভয় দেখালেও বাস্তব জীবনে তিনি আদরে ভরা এক বৌমা। যদিও শাশুড়ি মায়ের কথা স্পষ্ট, যে ছেলে-বৌমা সঙ্গে না থাকায় তিনি কষ্টে আছেন। তবে মঞ্চে নিজের চরিত্র ও বাস্তব জীবনের ফারাক তুলে ধরেই এদিন হাসিমুখে সকলের মন জয় করেন ঋতুরাই।

You cannot copy content of this page