রাজনীতি নয়, শুধু দেবের ডাকে আবার পর্দায় ফেরা! রাজনীতির উর্ধ্বে শিল্পকে রাখে দেব! সুপারস্টারের প্রশংসায় পঞ্চমুখ রূপা গঙ্গোপাধ্যায়, অন্যরূপে ধরা দেবেন ‘রঘু ডাকাত’-এ

টলিউডে একাধিক নতুন ছবির ঘোষণা তো লেগেই আছে, তবে এবারের পুজোর জন্য যে ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে বাড়ছে আগ্রহ, সেটি হল ‘রঘু ডাকাত’। বহুদিন আগেই ছবিটির ঘোষণা হয়েছিল। এমনকী, প্রকাশ্যে এসেছিল ছবির প্রথম ঝলক। তবে তারপর দীর্ঘদিন ধরে থমকে যায় ছবির কাজ। অনেকেই ভেবেছিলেন হয়তো বন্ধই হয়ে গেল এই প্রতীক্ষিত ছবি। কিন্তু ভাগ্য ফেরে দেবের খ্যাতিপ্রাপ্ত ‘খাদান’ ছবির সাফল্যের পর। সেই সাফল্য যেন আবার প্রাণ ফিরিয়ে দেয় ‘রঘু ডাকাত’-এ।

সরস্বতী পুজোর দিনেই হয় ছবির শুভ মহরৎ। আর সেখানেই দেখা যায় এক অবাক করা দৃশ্য—রাজনীতিতে ব্যস্ত রূপা গঙ্গোপাধ্যায় ফিরছেন বড় পর্দায়! আজকাল তাঁকে সচরাচর রাজনৈতিক মঞ্চেই বেশি দেখা যায়। কিন্তু এই ছবির জন্যই তিনি আবার অভিনয়ে ফিরলেন। দর্শক ও টলিপাড়ার অনেকেই প্রশ্ন তুলেছিলেন, দেব এবং রূপার রাজনৈতিক আদর্শ তো সম্পূর্ণ আলাদা, তা হলে কীভাবে এক ছবিতে কাজ করলেন তাঁরা?

এই প্রশ্নের উত্তর দিলেন রূপা নিজেই। একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “দেব বলেছে বলে ছবিটা করলাম। অনেক আগে ওঁরা অন্য একটা ছবি করার জন্য বলেছিল। তখন বলেছিলাম, আমি রাজনীতির মধ্যে খুব বেশি জড়িয়ে পড়েছি, হঠাৎ সিনেমায় ফেরা কঠিন। তখন দেব আমাকে অনেক করে বলল—‘দিদি, তুমি তো আমাকে চেনো, আমি কখনও সিনেমা আর রাজনীতি মিশিয়ে ফেলি না।’ আমার ছেলেও দেবকে খুব ভালোবাসে। সেটাও বড় একটা কারণ।”

তবে শুধু ফেরাই নয়, রূপার চরিত্রেও রয়েছে বিশেষ চমক। অভিনেত্রীর কথায়, “গল্পটা খুব মজার। আমার অভিনীত চরিত্রটাও একদম আলাদা। আমাকে দেখে কেউ চিনতেই পারবে না। আমি বলেছি, আমার চরিত্রটা এলে তোদের লিখতে হবে রূপা গঙ্গোপাধ্যায়, না হলে কেউ বুঝবে না। কিন্তু এই চরিত্রে অভিনয় করে খুব আনন্দ পাচ্ছি।”

আরও পড়ুনঃ “ইন্দ্রানী অনুমতি চায়, অঞ্জনা নয়!” “জুতো সেলাই থেকে চন্ডীপাঠ সবই আমার আয়ত্তে”— অকপট স্বীকারোক্তি অভিনেত্রীর! ধারাবাহিকে দাপুটে গৃহিণী, বাস্তবে নিঃসঙ্গ লড়াই! কলকাতায় একা থাকেন, সিদ্ধান্ত নিজেই নেন! বাস্তব জীবনের অঞ্জনা আলাদা বলেই কী দর্শকের প্রিয়? কী বলছেন অভিনেত্রী?

সব কিছু ঠিক থাকলে এই বছরের দুর্গাপুজোতেই প্রেক্ষাগৃহে আসবে ‘রঘু ডাকাত’। ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন দেব। রূপা গঙ্গোপাধ্যায় ছাড়াও থাকছেন আরও চমকপ্রদ অভিনেতারা। ছবির গল্প, পরিবেশন এবং চরিত্রায়ন সব মিলিয়ে এটি হতে চলেছে এক অন্য স্বাদের ছবি। আর দেব ও রূপার এই নতুন জুটিকে দেখতে অধীর অপেক্ষায় দর্শক।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।