টলিউড থেকে সোজা বলিউড! টেলিপাড়ায় লম্বা বিরতির পর ফিরছেন ‘সোহাগ’ অন্বেষা! শরীর নিয়ে শুনতে হয়েছে অনেক কথা! এবার কার্তিক আরিয়ানের ছবিতে ডাক পেলেন, ‘মিস প্লাস সাইজ ইন্ডিয়া’ জয়ী অভিনেত্রী!

আট মাস ধরে কাজহীন, মানসিক অবসাদ আর হতাশার মধ্যেই দিন কাটছিল ‘অন্বেষা রায় মুখোপাধ্যায়’ (Anwesa Ray Mukhopadhyay) -এর। যিনি দর্শকদের কাছে ‘সোহাগ চাঁদ’ (Sohag Chand) ধারাবাহিকের মুখ্যচরিত্র ‘সোহাগ’ হিসেবেই বেশি পরিচিত। জনপ্রিয়তার চূড়ায় পৌঁছেও এত দীর্ঘ বিরতির পর অবশেষে ভাগ্য যেন নতুন করে তাঁর দরজায় কড়া নাড়ল। লাইট-ক্যামেরার জগতে ফেরার লড়াইয়ে এবার আর শুধু ছোটপর্দার গণ্ডিতে আটকে নেই অন্বেষা।

প্রসঙ্গত, একসময় সৌন্দর্য প্রতিযোগিতায় ‘মিস প্লাস সাইজ় ইন্ডিয়া’ হয়ে নজর কাড়েন অন্বেষা। আর সেই বাস্তব জীবন থেকেই অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছিল তাঁর প্রথম ধারাবাহিক কালার্স বাংলায় ‘সোহাগ চাঁদ’। কিন্তু এরপরই যেন ছন্দপতন ঘটে কেরিয়ারে। দীর্ঘ সময় কাজ না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। কিন্তু এবারও ফিরছেন তিনি নতুন চমক নিয়ে।

খবর মিলেছে, বলিউডের নামী কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়ার সংস্থা থেকে ডাকা হয়েছিল অন্বেষাকে। কার্তিক আরিয়ানের আগামী সিনেমার জন্য এক বাঙালি চরিত্রের খোঁজে ছিল টিম। সেখানেই অডিশন দিয়েছেন অন্বেষা। যদিও এখনও ফলাফল প্রকাশ হয়নি, তবে বলিউডের দরজায় এমন সুযোগ নিজেই অন্বেষার আত্মবিশ্বাসে জোর দিচ্ছে। এই অডিশনই যেন তাঁর নতুন পথের দিশা।

তবে শুধু বলিউড নয়, ছোটপর্দার দুনিয়াতেও ফেরার জোরদার প্রস্তুতি শুরু করে দিয়েছেন অন্বেষা। সূত্র বলছে, স্টার জলসার নতুন ধারাবাহিকে তিনি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। প্রযোজনায় টেন্ট স্টুডিওস, পরিচালনায় সুশান্ত দাস। আর নায়ক হিসাবে থাকছেন ‘ইন্দ্রাণী’ খ্যাত রাহুল গঙ্গোপাধ্যায়। শোনা যাচ্ছে, এই গল্পে মুখ্য নারী চরিত্রে থাকছেন নবাগত পূর্ণা।

আরও পড়ুনঃ টিভির পর্দায় নিয়মিত মুখ, কিন্তু জানেন কি কোন নির্মম ঘটনার প্রতিবাদ করতে গিয়েই অভিনয়জগতে এলেন অবন্তি দত্ত?

অন্বেষা বরং এবার নায়িকা না হয়ে অন্য এক প্রভাবশালী চরিত্রে নিজেকে তুলে ধরবেন বলে মনস্থ করেছেন। এই ধারাবাহিকের শুটিং শুরু হবে ২২ জুলাই থেকে। তবে অন্বেষার নতুন যাত্রা এখানেই থেমে থাকছে না। এরই মাঝে অলকানন্দা গুহর প্রযোজনায় মনোজিৎ পরিচালিত একটি মিনি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। রহস্য আর ভৌতিকতার মিশেলে তৈরি এই সিরিজে অন্বেষার সঙ্গে অভিনয় করেছেন অলকানন্দাও।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।