সব কাজ নাকি করে দেয় সোহেল! আদুরে স্বীকারোক্তি তিয়াসার! ‘দিদি নম্বর ওয়ান’-এ তিয়াসার হাঁড়ির খবর জানালেন লেখা!

টেলিভিশনের পর্দায় তাঁকে যতটা কর্মঠ মনে হয়, বাস্তবে ঠিক ততটাই আলসে! কথা হচ্ছে জনপ্রিয় অভিনেত্রী ‘তিয়াসা লেপচা’কে (Tiyasha Lepcha) নিয়ে। ‘কৃষ্ণকলি’ এবং ‘বাংলা মিডিয়াম’-এর মতো ধারাবাহিকে অভিনয়ের পর সম্প্রতি স্টার জলসার ‘রোশনাই’ (Roshnai) ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি। এবার দর্শক তাঁকে দেখতে পাবেন ‘দিদি নম্বর ওয়ান’ (Didi No.1) -এর মঞ্চে, যেখানে থাকবেন ‘রোশনাই’র আরও কয়েকজন সহ-অভিনেত্রীও।

আর সেখানেই তিয়াসার ব্যক্তিগত জীবন, নতুন সম্পর্ক এবং প্রেম নিয়ে একাধিক মজার মুহূর্ত ধরা পড়বে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে দিদি নম্বর ওয়ানের একটি নতুন প্রোমো। সেখানে রচনা বন্দ্যোপাধ্যায় তিয়াসার আসল স্বভাব নিয়ে জানতে চান, আর তখনই তাঁর সহ-অভিনেত্রী লেখা চ্যাটার্জি মজা করে বলেন, “ও খুব অলস, জলটাও যদি কেউ খাইয়ে দেয় তাতে ওর কোনও আপত্তি নেই।” লেখার এই মন্তব্যে হাসিতে ফেটে পড়ে সেটের সকলে।

আর তিয়াসাও নিজের অলসতার কথা স্বীকার করে বলেন, “নতুন একটা সম্পর্কে আসার পর অলসতা যেন আরও বেড়েছে।” মুহূর্তেই রচনা ঠাট্টা করে বলেন, “ছেলেটা তো তাহলে দিশেহারা! একদিকে প্রেমিকার বাড়ি, আরেকদিকে ‘মিত্তির বাড়ি’ সামলাচ্ছে!” প্রসঙ্গত, তিয়াসা লেপচা এর আগেও ব্যক্তিগত জীবন নিয়ে শিরোনামে এসেছেন। ২০১৮ সালে অভিনেতা সুবান রায়ের সঙ্গে তাঁর বিয়ে হলেও সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি।

আলাদা হয়ে যাওয়ার পর নানা সময়ে তাঁর নাম জড়িয়েছে বেশ কয়েকজন সহ অভিনেতার সঙ্গে। তবে এখন তিয়াসার ঘনিষ্ঠতার কেন্দ্রে রয়েছেন বহুদিনের বন্ধু সোহেল। তাদের একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যাওয়ায় সম্পর্ক নিয়ে কৌতূহল আরও বেড়েছে দর্শকদের। বিয়ে করবে করছেন, এই কৌতূহলের কিছু উত্তর মিলতে পারে এই সপ্তাহের ‘দিদি নম্বর ওয়ান’-এর এপিসোডে।

আরও পড়ুনঃ চো’র অপবাদ, ডিভোর্সের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল কমলিনী! ‘চিরসখা’র আসল মানে শোনাল নতুন, আবেগে ভাসলেন বৌঠান! একান্তে একে অপরকে আলিঙ্গন নতুন-কমলিনীর!

ব্যক্তিগত জীবনের খোলামেলা স্বীকারোক্তি, বন্ধুত্বের টানাপোড়েন এবং অভিনেত্রীদের মজার মুহূর্ত—সব মিলিয়ে জমে উঠবে এবারের বিশেষ পর্ব। তিয়াসা তাঁর বিয়ে নিয়ে মুখ খুলবেন কি না, এখন সেটাই দেখার। ২০ জুলাই সম্প্রচারিত হবে এই বিশেষ পর্ব। তিয়াসা ভক্তরা এই এপিসোড মিস করবেন না একেবারেই। রোশনাই বন্ধ হলেও, অভিনেত্রীর জীবন এখনও আলোয় মোড়া।