টলিপাড়ার ব্যস্ততম নায়িকাদের তালিকায় যাঁর নাম সবার উপরে, তিনি ‘শুভশ্রী গঙ্গোপাধ্যায়’ (Subhashree Ganguly)। সিনেমার শ্যুটিং হোক কিংবা টেলিভিশনে রিয়্যালিটি শো-এর বিচারকের আসন— সর্বত্রই তাঁর সক্রিয় উপস্থিতি। তবে এই ব্যস্ততার মাঝেও তাঁর সংসারজীবন পরিপূর্ণ ও গোছানো। দুই সন্তান, স্বামী ‘রাজ চক্রবর্তী’ (Raj Chakraborty) এবং শাশুড়িকে নিয়ে সুখী গৃহকোণ গড়ে তুলেছেন তিনি।
পেশাগত সাফল্যের পাশাপাশি মা, বউমা এবং স্ত্রী হিসেবে দায়িত্ব পালনে কোনও খামতি রাখেন না এই অভিনেত্রী। বর্তমানে ইউভান এবং ইয়ালিনি— দুই সন্তানের মা শুভশ্রী। বড় ছেলে ইউভান এখন ছ’বছরের পথে, আর ছোট্ট ইয়ালিনির বয়স দেড় বছর। এই দুই খুদের দুষ্টুমি, খেলা আর দৈনন্দিন কাজকর্ম মাঝেমধ্যেই ধরা পড়ে শুভশ্রীর সমাজ মাধ্যমের পোস্টে। কিন্তু সন্তানদের এই আলাদা আলাদা স্বভাবকে কীভাবে সামলান তিনি?
সম্প্রতি পুরীতে সৃজিত মুখার্জির ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শ্যুটিংয়ের ফাঁকে এই নিয়েই কথা বলেন অভিনেত্রী। শুভশ্রীর কথায়, ইউভান স্বভাবতই দারুণ চঞ্চল ও প্রাণবন্ত। দাদা হিসেবে ইয়ালিনির সঙ্গে দারুণ সময় কাটায় সে। তবে ছোট থেকেই মেয়ের মধ্যে একধরনের পরিণত ভাব লক্ষ করেছেন শুভশ্রী। তাঁর মতে, ইয়ালিনি যতটা গুছিয়ে চলে, তা বয়সের তুলনায় অবাক করার মতো। খেলার মাঝে নিজে থেকেই বিশ্রাম নেয়, জল খেতে চাইলে কাউকে না বলে নিজেই পান করে নেয়।
মেয়ের এইসব গুণ দেখে মুগ্ধ মা। শুভশ্রীর মতে, একই পরিবেশে বড় হলেও ইউভান ও ইয়ালিনির স্বভাব আলাদা। ইউভান খেলাধুলা ভালোবাসে— ফুটবল, তায়কোয়ান্দো, সবেতেই উৎসাহী। অন্যদিকে, ইয়ালিনির অঙ্গভঙ্গি এমনই যে, মনে হয় ছোট থেকেই নিজের মতামত স্পষ্ট করতে পারে সে। শুভশ্রীর কথায়, ছ’মাস বয়স থেকেই মেয়ের চালচলনে বোঝা যেত, ও যেটা চাইছে, সেটাই যেন সবাইকে করতে হবে।
আরও পড়ুনঃ ‘দু’বছর অপেক্ষা করো’—মিঠুনের সেই কথাতেই ভেঙে গিয়েছিল বিয়ে! এতদিন পরে মুখ খুললেন মমতা শঙ্কর!
সবশেষে, রাজ-শুভশ্রীর দাম্পত্যর একটি ছোট ঝলকও মজার ছলে ভাগ করে নেন অভিনেত্রী। হাসতে হাসতে বলেন, রাজ মেয়েকে সবসময় শেখায়, “মায়ের কথা আগে শুনতে হবে। মা রেগে গেলে আমাদের সকলেরই বিপদ।” এমনই খুনসুটির মধ্যে দিয়ে, ভালবাসা আর দায়িত্বে গড়া এই পরিবারের গল্প যেন আরও একবার প্রমাণ করে— স্টারডমের আড়ালেও শুভশ্রী এক আদর্শ মা, স্ত্রী এবং মানুষ।
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।