টলিউডে এক সময়ের সবচেয়ে জনপ্রিয় অনস্ক্রিন জুটি ছিলেন ‘কোয়েল মল্লিক’ (Koel Mallick) এবং ‘জিৎ’ (Jeet), আজও যে তাঁদের অপেক্ষায় দর্শক মুখিয়ে থাকে তা বলাই বাহুল্য। কোয়েলের প্রথম ছবি ‘নাটের গুরু’-তে এই জুটির আত্মপ্রকাশের পর থেকেই দর্শক মুগ্ধ হয়ে পড়েছিল তাঁদের রসায়নে। জিৎ যদিও তার আগেই ‘সাথী’ ছবিতে নজর কেড়েছিলেন, কিন্তু কোয়েলের সঙ্গে জুটি বাঁধার পর একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে তাঁরা হয়ে ওঠেন ইন্ডাস্ট্রির অন্যতম সফল জুটি। শুধুই সিনেমা নয়, তাঁদের পার্সোনাল কেমিস্ট্রি, অফস্ক্রিন বন্ধুত্ব এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ সম্পর্ক নিয়ে বহু জল্পনাও ছড়িয়েছিল।
যদিও সেই গুঞ্জনকে অস্বীকার করে, আজ তাঁরা দুজনেই আলাদা জীবনে স্থির, আলাদা পরিবারে সুখী। তবে এত বছর পরেও এই দুই তারকার ব্যক্তিত্ব এবং সম্পর্ক নিয়ে আগ্রহের শেষ নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন তাঁদের ব্যক্তিগত সহকারীরা—যাঁরা দিনের পর দিন কাছ থেকে দেখেছেন কোয়েল এবং জিৎকে। কোয়েলের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মৌ চট্টোপাধ্যায়ের কথায়, পর্দার বাইরের কোয়েল অত্যন্ত শান্ত স্বভাবের, নম্র এবং সংযত।
তিনি নিজের সীমারেখা বজায় রাখেন, সামাজিক মাধ্যমে খুব একটা সক্রিয় না হলেও, দুর্গাপূজার সময় তার ব্যতিক্রম হয়। অনুরাগীদের জন্য নিজেই পরিচালনা করেন সবচেয়ে পুরনো নিজের ফ্যান পেজটি। চিত্রনাট্য এবং পরিচালকের ক্ষেত্রে কোনওরকম আপস করেন না বলেই তাঁর ছবির সংখ্যা হাতে গোনা—তবুও কোয়েলের জনপ্রিয়তা আজও অটুট। অন্যদিকে জিৎ সম্পর্কে এক অন্যরকম অভিজ্ঞতা শোনান তাঁর সহকারী অঙ্কিতা চক্রবর্তী। তিনি বলেন, জিৎ শুধুমাত্র একজন অভিনেতা নন—একজন ‘গাইড’।
যিনি কর্মক্ষেত্রে নতুন কাউকে কখনোই একা ফেলে দেন না। পেশাগত কারণে কত খাবার খাওয়া (আম,মিষ্টি,বিরিয়ানি) নিষেধ থাকলেও, যখনই কেউ খাবার পাঠান, তিনি অঙ্কিতার জন্য তা তুলে রাখেন। কঠিন সময়েও দাদার মতো পাশে দাঁড়িয়ে থেকেছেন, এমনকি ভক্তদের ভিড়ে আটকে পড়লে হাত বাড়িয়ে উদ্ধার করেছেন তাঁকে। জিৎ কতটা আধ্যাত্মিক, সেটিও উঠে আসে অঙ্কিতার কথায়—ভজন, পৌরাণিক গল্প কিংবা ধর্মীয় আলোচনায় তিনি গভীর আগ্রহী। এই আন্তরিক সম্পর্কের গল্প সামনে আসতেই অনেক ভক্তের মনে জেগেছে পুরনো প্রশ্ন!
আরও পড়ুনঃ ফের টিভির পর্দায় সবার প্রিয় খড়ি শোলাঙ্কি রায়! ফিরছেন নতুন রূপে! কোন চ্যানেলে? তুঙ্গে দর্শকদের উত্তেজনা
কবে আবার পর্দায় একসঙ্গে দেখা যাবে কোয়েল ও জিৎকে? উত্তরটা দিয়েছেন তাঁদের দুই সহকারীই। আপাতত তেমন কোনও স্ক্রিপ্ট হাতে নেই, যা তাঁদের একসঙ্গে নিয়ে আসার উপযুক্ত। তবে তাঁরা নিশ্চিত—যদি কোনও শক্তিশালী স্ক্রীপ্ট আসে, দর্শকের ভালোবাসা থাকলে দুজনেই আবার পর্দায় ফিরবেন। জিৎ-কোয়েল আজ পৃথক পথের যাত্রী হলেও তাঁদের মধ্যকার শ্রদ্ধা, বন্ধুত্ব আজও অটুট। এই সম্পর্ক কোনোদিন প্রেমে রূপ না পেলেও, তা ইন্ডাস্ট্রির বহু সম্পর্কের থেকে অনেক বেশি প্রাসঙ্গিক ও প্রভাবশালী।
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।
“তথাগত আলোকবর্ষাকে ভালোবাসে, তাই আমিও তাকে ভীষণ ভালোবাসি!”— দেবলীনার বক্তব্য ঘিরে ট্রোলের ঝড়! সমাজ মাধ্যমে প্রক্তনের প্রেমিকাকে আপন করে, ‘মহান’ সাজতে গিয়েই পড়লেন জনরোষে! “মানসিক অবস্থা ঠিক নেই, ডাক্তার দেখান!”— নেটিজেনদের কটাক্ষ!