তিন দশকের দোরগোড়ায় অপরাজিতা-অতনুর দাম্পত্যে প্রতিটি দিনই উৎসব! প্রেম থেকে বিয়ে তারপর বড় সংসার, সুখী দাম্পত্যের ২৮ বছরের বিবাহবার্ষিকীতে অভিজ্ঞতা নিয়ে কি বলছেন অভিনেত্রী?

অভিনেত্রী ‘অপরাজিতা আঢ্য’ (Aparajita Adhya) আর অতনু হাজরার (Atanu Hajra) সংসারটা তাদের কাছে কোনো রুটিন নয়, বরং প্রতিদিনের ছোটখাটো উৎসব বলা চলে। প্রায় তিন দশক কেটে গেলেও, অভিনেত্রী আজও বলেন, সেই ২৮ বছর যেন এক মুহূর্তে চোখের সামনে চলে এলো — প্রেমের বিয়ে, শ্বশুরবাড়ির সকলকেই সঙ্গে নিয়ে সংসার গড়ে তোলা, আর সেই সম্পর্ককে যত্নে রাখবার ছোট ছোট চেষ্টা। তার কথায়, খুব ছোটবেলা থেকেই সংসার করে গড়ে ওঠায় আলাদা করে মানিয়ে নেওয়ার কষ্ট হয়নি, বরং বড় পরিবারে বেড়ে ওঠা অভিজ্ঞতাই অনেক সহায় হয়েছে।

দাম্পত্যের পথে ২৮ বছরের যাত্রা এক পলকে কেটে গেল অপরাজিতা আঢ্য ও স্বামী অতনু হাজরার জীবনে। অল্প বয়সেই প্রেম, তারপর বাড়ির অমতেই করেছিলেন বিবাহ, এরপর বড় সংসারে একসাথে পথ চলা—সবটাই যেন স্বপ্নের মতো। খুব অল্প বয়সেই বিয়ের পর শ্বশুরবাড়ির পরিবেশে নিজেকে গড়ে তুলেছিলেন অভিনেত্রী। সেই সময় বড় পরিবারে একসাথে থাকতে হয়েছে একটা ঘরে, সেই নিয়ে কোনও খারাপ অভিজ্ঞতা অবশ্য অভিনেত্রীর নেই।

বরং একা থাকতে অভিনেত্রী বরাবর অপছন্দ করেন, একসঙ্গে অনেক সদস্য নিয়ে কাটানো সেই দিন, যা আজও মনে পড়লে মুখে হাসি ফুটে ওঠে তাঁর। আজ বিবাহবার্ষিকী উপলক্ষে অপরাজিতা জানালেন, আলাদা করে মানিয়ে নেওয়ার প্রয়োজনই পড়েনি, কারণ শ্বশুরবাড়ির মানুষদের সঙ্গে শুরু থেকেই একাত্ম হয়ে গিয়েছিলেন তিনি। তখন দিদি শাশুড়ির মা-ও ছিলেন জীবিত, ফলে পারিবারিক উষ্ণতা ছিল ভরপুর। অভিনেত্রীর ভাষায়, সুযোগ থাকলে তিনি অন্তত শত জনের বড় পরিবারে থাকতে পছন্দ করতেন।

অভিনেত্রীর কথায়, দাম্পত্যে বিশ্বাসই ছিল তাঁদের সবচেয়ে বড় শক্তি। স্বামী অতনুর কথায়, এত বছর ধরে একসাথে থেকেও অবিশ্বাসের কোনও প্রশ্নই কখনও মাথায় আসেনি। বিশ্বাস বা অবিশ্বাস—দুটোই আপেক্ষিক বিষয়, আর তারা দু’জনেই এ নিয়ে কখনও আলাদা করে ভাবেননি। সপ্তাহে চার দিন নিরামিষ খাওয়ার পারিবারিক নিয়ম তাঁদের সম্পর্কের মতোই অটুটভাবে মেনে আসছে। সম্প্রতি পুরীতে বেড়াতে গিয়ে রুপোর এক জোড়া নূপুর পছন্দ হয়েছিল অপরাজিতার।

আরও পড়ুনঃ “প্রোডাকশন হাউসের সহযোগিতায় আমার সহ-অভিনেতার সঙ্গে ভুল বোঝাবুঝি মিটিয়ে নিলাম”— দিতিপ্রিয়ার ঝামেলার ইতি টানলেন! এক পোস্টে জীতুর সঙ্গে বিবাদের শুরু, আরেকটিতে অবসান! টেলিপাড়ায় শান্তি ফেরার আভাস!

সেই নূপুরই বিবাহবার্ষিকীর উপহার হিসেবে দেন অতনু। বিশেষ এই দিনেও বাড়িতে হবে নিরামিষ খাবার। সাধারণ অথচ মন থেকে দেওয়া এই উপহার তাঁদের সম্পর্কের আন্তরিকতার প্রমাণ। উল্লেখ্য এখন ‘প্রজাপতি ২’-এর শ্যুটিং নিয়ে ব্যস্ত অপরাজিতা। সেপ্টেম্বর থেকে শুরু হবে তাঁর নতুন ছবির কাজ, আর হাতে রয়েছে আরও কিছু ছবির প্রস্তাব। টেলিভিশনে আপাতত ফিরছেন না তিনি, তবে ভালো চরিত্রের সুযোগ এলে দর্শকদের আবারও ছোটপর্দায় দেখতে পাবেন অভিনেত্রীকে।