দীর্ঘ অপেক্ষার অবসান! ‘শ্রীময়ী’-র সাফল্যের পর আর দেখা মেলেনি, অবশেষে নতুন ধারাবাহিক নিয়ে ফিরছেন টোটা রায়চৌধুরী! পর্দায় আবার রোহিত সেন ম্যাজিক!

টলিউডের জনপ্রিয় অভিনেতা ‘টোটা রায়চৌধুরী’কে (Tota Roy Chowdhury) দীর্ঘদিন ছোটপর্দায় দেখা যায়নি। স্টার জলসার ‘শ্রীময়ী’ ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছিল, কিন্তু সেই সাফল্যের পর আর নতুন ধারাবাহিকে তাঁকে দেখতে পাচ্ছিলেন না ভক্তরা। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছিল, কবে আবার ছোটপর্দায় ফিরবেন অভিনেতা। ব্যস্ত সময়সূচির কারণে এতদিন সে প্রত্যাশা পূরণ হয়নি। তবে অবশেষে দর্শকদের সেই অপেক্ষা শেষ হতে চলেছে। আবারও ছোটপর্দায় দেখা যাবে টোটাকে।

একাধিক সাক্ষাৎকারে টোটা খোলাখুলি জানিয়েছেন, তাঁর প্রথম প্রেম নাচ। অভিনয়ের দুনিয়ায় প্রবেশের সূত্রপাতও হয়েছিল নাচের হাত ধরেই। পরিচালক প্রভাত রায় একসময় তাঁর নাচের দক্ষতায় মুগ্ধ হয়েই তাঁকে সিনেমায় সুযোগ করে দিয়েছিলেন। তাই নাচের প্রতি টোটার টান কখনওই ম্লান হয়নি। এমনকি অভিনয়ে ব্যস্ত থেকেও বিভিন্ন সময়ে তিনি জানিয়েছেন, সুযোগ পেলে নাচের মঞ্চে ফিরতে তিনি সবসময়ই প্রস্তুত। তাঁর কাছে নাচ কেবল শখ নয়, বরং নিজেকে প্রকাশ করার সবচেয়ে প্রিয় মাধ্যম।

সম্প্রতি জানা গিয়েছে, জি বাংলার অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এর চলতি মৌসুম শেষ হতে চলেছে। সেই সমাপ্তি পর্বে বিশেষ অতিথি বিচারক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে দেবশ্রী রায় ও টোটা রায়চৌধুরীকে। টোটাকে আবারও টেলিভিশনের ক্যামেরার সামনে পাবেন বলে, ইতিমধ্যেই উচ্ছ্বসিত তাঁর ভক্তরা। সমাপ্তি অনুষ্ঠানে তাঁকে মঞ্চে নাচতেও দেখা যাবে, বিশেষ করে ‘ফ্রি-স্টাইল’। এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে টোটা জানিয়েছেন, “আবারও নাচের জন্য ক্যামেরার মুখোমুখি।

আর উপরি পাওনা, নতুন প্রতিভাদের দেখার সুযোগ।” শুধু টোটাই নন, মঞ্চে নাচে যোগ দেবেন স্থায়ী বিচারক শুভশ্রী গঙ্গোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, কৌশানী মুখোপাধ্যায় ও অঙ্কুশ হাজরাও। অন্যদিকে দেবশ্রী রায়কে দেখা যাবে কিংবদন্তি মিঠুন চক্রবর্তীর সঙ্গে। প্রতিবছর এই বিশেষ পর্ব আরও জমকালো হয়ে ওঠে বলিউড তারকাদের উপস্থিতিতে। এবছরও কি কোনও চমক থাকছে? পরিচালক অভিজিৎ সেন এই নিয়ে মুখ খোলেননি, তবে দর্শকদের কৌতূহল ইতিমধ্যেই তুঙ্গে।

আরও পড়ুনঃ দীর্ঘ অভিনয় জীবনের অবসান! প্রয়াত ‘থ্রি ইডিয়টস’ খ্যাত জনপ্রিয় অভিনেতা! শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন জগৎ!

অভিনেতা স্পষ্ট জানিয়েছেন, ধারাবাহিকের মতো দীর্ঘ সময় দেওয়া এখন তাঁর পক্ষে সম্ভব না হলেও নাচভিত্তিক অনুষ্ঠানে তিনি সবসময় আগ্রহী। এ ধরনের বিশেষ শো সাধারণত কম সময় দাবি করে, ফলে তাঁর পক্ষে অংশ নেওয়াটা সহজ হয়। তাই ভবিষ্যতে কি তাঁকে নিয়মিতভাবে রিয়্যালিটি শো-এর বিচারকের আসনে দেখা যাবে? টোটার উত্তর, “অবশ্যই, যদি সময় পাই।” ফলে বলা যায়, নতুন ধারাবাহিক না হলেও নাচের মঞ্চে টোটার প্রত্যাবর্তন ছোটপর্দার দর্শকদের কাছে নিঃসন্দেহে বড় আনন্দের খবর।